পরিসংখ্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jnturja (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Jnturja (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''পরিসংখ্যান''' বা '''সংখ্যায়নরাশিবিজ্ঞান''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়:]] statisticsStatistics) এক ধরনের গাণিতিক বিজ্ঞান ([[Mathematics|Mathematical Science]]) যা মূলত উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও উপাত্ত সহজে পরিবেশন নিয়ে কাজ করে।<ref>https://www.britannica.com/science/statistics</ref> বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান, মানবিক এবং আরো নানা শাখায় পরিসংখ্যানের ব্যবহার রয়েছে। উপাত্ত বিশ্লেষন করে তা থেকে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত (informed decision) গ্রহণে পরিসংখ্যানের ভূমিকা অপরিহার্য। যে কোনো ধরনের গবেষণার জন্য পরিসংখ্যান এর মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। তবে জ্ঞাত বা অজ্ঞাতসারে পরিসংখ্যানের অপব্যবহারও হয়ে থাকে।
 
==কর্মপরিধি==
৫ নং লাইন:
 
== উৎপত্তি ও ক্রমবিকাশ‌ ==
পরিসংখ্যানের ইংরেজি 'Statistics' শব্দটি খুব সম্ভবত ল্যাটিন শব্দ 'Statuss'statisticum collegium'', ইতালীয় শব্দ 'Statista'statista'' বা জার্মান শব্দ 'Statistik'statistik'' হতে উৎপত্তি হয়েছে। 'Statuss' এবং 'Statistik' শব্দের অর্থ রাষ্ট্র আর 'Statista' শব্দের অর্থ রাষ্ট্রের কার্যাবলী । এ থেকে বুঝা যায় যে রাষ্ট্রের কাজ পরিচালনা থেকেই পরিসংখ্যানের উৎপত্তি হয়েছে । রাষ্ট্রের বিভিন্ন তথ্য যেমন - লোকসংখ্যা, রাজ্যবসের পরিমাণ, জন্মমৃত্যু প্রভৃতি হিসাবের জন্য এটি ব্যবহৃত হত।
 
বাংলায় ইংরেজি 'Statistics' শব্দের প্রধানত দুইটি পরিভাষা রয়েছে। ভারতে পরিসংখ্যানের জনক বলে খ্যাত [[প্রশান্ত চন্দ্র মহলানবীশ|প্রশান্ত চন্দ্র মহলানবিশ]] ইংরেজি 'Statistics' এর বাংলা করেন ‘রাশিবিজ্ঞান’। অন্যদিকে বাংলাদেশে পরিসংখ্যানের জনক [[কাজী মোতাহার হোসেন]] ইংরেজি 'Statistics' এর পরিভাষা হিসেবে বাংলায় ‘পরিসংখ্যান’ নামে একটি নতুন শব্দ সৃষ্টি করেন। ২০১০ সালে প্রকাশিত তালিকায় আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ‘পরিসংখ্যান’ শব্দটিকে স্বীকৃতি দিয়েছে। <ref>https://www.statmania.info/2017/09/qazi-motahar-hossain.html</ref>
== পরিসংখ্যানের শাখা ==
১-গড়