উইকিপিডিয়া:আস্থা রাখুন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
sec+
১০ নং লাইন:
যেখানে অন্যরা নিজের ওপর আস্থা রাখতে পারছেন না, সেখানেও যদি আপনি পারেন তো আপনার ওপর আপনি আস্থা রাখুন। [[উইকিপিডিয়া:কোনো ব্যক্তিগত আক্রমণ নয়|ব্যক্তিগত আক্রমণ]] পরিহার করে ও [[উইকিপিডিয়া:সম্পাদনা যুদ্ধ|সম্পাদনা যুদ্ধে]] লিপ্ত না হয়ে [[উইকিপিডিয়া:ভদ্রতা|ভদ্র]] হোন, এবং [[উইকিপিডিয়া:বিতর্ক নিরসন|বিতর্ক নিরসনের প্রক্রিয়া]] অনুসরণ করুন। যদি আপনি অভিজ্ঞ উইকিপিডিয়ানদের পথনির্দেশনার ব্যাপারে আস্থাহীনতা অনুভব করেন তবে তা [[উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা|প্রশাসকদের আলোচনাসভায়]] আলোচনা করুন। সেই সঙ্গে আপনার ধারণার সপক্ষে ভালো যুক্তি দিন, যাতে অন্যান্যরা আপনার চিন্তার ব্যাপারে সচেতন হয়। হ্যাঁ, ভুল পথনির্দেশ করলে যে কেউ আস্থাহীনতার শিকার হতে পারেন। কোনো নীতির উৎসনির্দেশ আগ্রাসীভাবে প্রকাশ করা থেকে বিরত থাকুন।
 
==আস্থা রাখা কীবলতে যা বোঝায়==
সবাই ভুল করে। কিছু আছে আচরণগত (যেমন: [[উইকিপিডিয়া:কোনো ব্যক্তিগত আক্রমণ নয়|ব্যক্তিগত আক্রমণ]]), আবার কিছু আছে বিষয়বস্তু কেন্দ্রিক (যেমন: [[উইকিপিডিয়া:কোনো মৌলিক গবেষণা নয়|মৌলিক গবেষণা]]); বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ভুলগুলো ধরিয়ে দেবার মাধ্যমেই ঠিক করে ফেলতে পারি। তারপরও এ ব্যাপারে মতানৈক্যতা থাকতে পারে, কারণ কোনো নীতি বা নির্দেশনার সহজ উত্তর নেই।
 
===আস্থা রাখা ও নতুন অবদানকারী===