সৌরজগতের জন্ম ও বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
Adding 1 book for যাচাইযোগ্যতা) #IABot (v2.0.7) (GreenC bot
মানোন্নয়নের কাজ শুরু করা হল
১ নং লাইন:
[[File:Protoplanetary-disk.jpg|thumb|upright=1.5|শিল্পীর কল্পনায় একটি [[আদ্যগ্রহপ্রাক্গ্রহীয় চাকতি]]]]
আমাদের এই '''[[সৌরজগৎ|সৌরজগতের]] জন্মউদ্ভব ও বিবর্তন''' আনুমানিকসূচিত ৪৫০হয়েছিল প্রায় ৪৫৭ কোটি বছর পূর্বেআগে কোনএক বিরাটদৈত্যাকার [[আণবিক মেঘেরমেঘ|আণবিক বেঘের]] একটি ছোটক্ষুদ্র অংশের [[মহাকর্ষীয় ধ্বসেরপতন|মহাকর্ষীয় মাধ্যমেপতনের]] শুরু হয়েছিল বলে ধারণা করা হয়।মাধ্যমে।<ref>[http://www.nature.com/ngeo/journal/vaop/ncurrent/full/ngeo941.html name="Bouvier, Audrey and Meenakshi Wadhwa, "The age of the solar system redefined by the oldest Pb-Pb age of a meteoritic inclusion"]. ''Nature Geoscience,'' Nature Publishing Group, a division of Macmillan Publishers Limited. Published online 2010-08-22, retrieved 2010-08-26, doi: 10.1038/NGEO941. <br /> Dateউক্ত basedপতনশীল on oldest inclusions found to date in meteorites, thought to be among the first solid material to form in the collapsing solar nebula.</ref> ধ্বসে পড়া অংশের অধিকাংশ ভরই কেন্দ্রের একটিভরের ছোটঅধিকাংশই স্থানেকেন্দ্রস্থলে কেন্দ্রীভূতসঞ্চিত হয়ে [[সূর্য|সূর্যের]] গঠনউদ্ভব করে,ঘটায় বাকিএবং অংশগুলোঅবশিষ্ট ভর চ্যাপ্টা হয়েআকার জন্মধারণ দেয়করে একটি [[ভ্রূণগ্রহীয়প্রাক্গ্রহীয় চাকতি|ভ্রূণগ্রহীয় চাকতির]] যাগঠন থেকেকরে। সৌরজগতেরএই চাকতি সকলথেকেই [[গ্রহ]], [[প্রাকৃতিক উপগ্রহ|উপগ্রহ]], [[গ্রহাণু]] এবং অন্যান্য ছোট[[সৌরজগতের ছোটক্ষুদ্র বস্তুসমূহ|ক্ষুদ্র সৌরজাগতিক বস্তুর]] বস্তুউদ্ভব গঠিতঘটে। হয়।
 
[[নীহারিকা অনুকল্পনীহারিকাবাদ]] নামের এই বহুলনামে পরিচিত এই সর্বজনগৃহীততত্ত্বটি মডেলটিঅষ্টাদশ প্রথমশতাব্দীতে প্রস্তাব[[ইমানুয়েল করেছিলেন Emanuel Swedenborgসুইডেনবার্গ]], [[ইমানুয়েল কান্ট]] এবং [[পিয়ের সিমোঁ লাপ্লাস]], সেইকর্তৃক ঊনবিংশ শতাব্দীতে। পরবর্তীতে বিজ্ঞানের অনেকগুলো শাখার সক্রিয় অংশগ্রহণে মডেলটির উন্নতিপ্রথম ঘটেছেপ্রতিষ্ঠা যারলাভ মধ্যেকরেছিল। রয়েছেপরবর্তীকালে [[জ্যোতির্বিজ্ঞান]], [[পদার্থবিজ্ঞানরসায়ন]], [[ভূতত্ত্ব]] এবং, [[গ্রহপদার্থবিদ্যা]] বিজ্ঞানও [[গ্রহবিজ্ঞান|গ্রহবিজ্ঞানের]] মতো বিজ্ঞানের নানা শাখা এই তত্ত্বটির সঙ্গে জড়িয়ে পড়ে। ১৯৫০-এর দশকে মহাকাশ যুগেরমহাকাশযুগের সূচনা ঘটা এবং ১৯৯০-এর দশকে [[বহির্গ্রহ|বহির্গ্রহের]] আবিষ্কৃত হতে শুরু হওয়ারআবিষ্কারের পর অনেকেইতত্ত্বটির এইযথার্থতা মডেলেরযেমন পুনর্বিশ্লেষণপ্রতিযোগিতার বাপড়ে, সমালোচনাতেমনই করছেন।আবার নতুন আবিষ্কারগুলোকেওপর্যবেক্ষণের ভিত্তিতে এই অনুকল্পের মাধ্যমে ব্যাখ্যা করা যায়তত্ত্বে কিনাবিভিন্ন সেটিইসংশোধনীও তাদেরআনা প্রশ্ন।হয়।
 
আদি উদ্ভবের পর থেকে সৌরজগৎ উল্লেখযোগ্য পরিমাণে বিবর্তিত হয়েছে। গ্রহগুলিকে বেষ্টন করে প্রদক্ষিণকারী গ্যাস ও ধুলোর থেকে অনেক উপগ্রহের উদ্ভব ঘটেছে; আবার এও মনে করা হয় যে অন্য উপগ্রহগুলি স্বাধীনভাবে উদ্ভূত হওয়ার পর সংশ্লিষ্ট গ্রহের মাধ্যাকর্ষণে বাঁধা পড়েছে। অন্যদিকে [[পৃথিবী|পৃথিবীর]] [[চাঁদ|চাঁদের]] মতো কোনও কোনও উপগ্রহ সম্ভবত [[মহাসংঘর্ষবাদ|কোনও প্রচণ্ড সংঘর্ষের]] ফলশ্রুতি। মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এই জাতীয় সংঘর্ষের ঘটনা বর্তমান যুগেও অব্যাহত রয়েছে। এই সব সংঘর্ষই সৌরজগতের বিবর্তনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে এসেছে। গ্রহগুলির অবস্থান পরিবর্তনের কারণ সম্ভবত অভিকর্ষীয় মিথষ্ক্রিয়া।<ref name="Gomes" /> এই ধরনের [[গ্রহীয় অভিপ্রয়াণ|গ্রহীয় অভিপ্রয়াণকে]] এখন সৌরজগতের আদি বিবর্তনের অধিকাংশের জন্য দায়ী মনে করা হয়।
প্রাথমিক অবস্থা থেকে সৌরজগৎ অনেক বিবর্তিত হয়েছে। কোন গ্রহের চারদিকে আবর্তনরত গ্যাস ও ধূলিকনার চাকতি থেকে তার উপগ্রহ তৈরি হয়ে থাকতে পারে, আবার কিছু উপগ্রহ ভিন্ন জায়গায় উৎপন্ন হয়ে পরবর্তীতে গ্রহের মহাকর্ষীয় বন্ধনে ধরা দিতে পারে। কিছু উপগ্রহ আবার হতে পারে বিশাল কোন সংঘর্ষের ফল, যেমন পৃথিবীর উপগ্রহ [[চাঁদ]] সংঘর্ষের ফলে জন্ম নিয়েছে বলে অনেকে মনে করেন। সৌরজগতের বিভিন্ন বস্তুর মধ্যে সংঘর্ষ একটি স্বাভাবিক ঘটনা যা এখনও বিভিন্ন স্থানে ও সময়ে ঘটে চলেছে, এসব সংঘর্ষ সৌরজগতের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। অনেক সময় গ্রহের অবস্থান পরিবর্তিত হয়েছে, এক গ্রহ আরেক গ্রহের সাথে স্থান বদল করেও থাকতে পারে।<ref name="Gomes">{{সাময়িকী উদ্ধৃতি | ইউআরএল = http://www.nature.com/nature/journal/v435/n7041/pdf/nature03676.pdf | শিরোনাম=Origin of the cataclysmic Late Heavy Bombardment period of the terrestrial planets | লেখক=R. Gomes, H. F. Levison, K. Tsiganis, A. Morbidelli | সাময়িকী=Nature | বছর=2005 | খণ্ড=435 | পাতাসমূহ=466–9 | ডিওআই=10.1038/nature03676|বিন্যাস=PDF | pmid=15917802 | সংখ্যা নং=7041|বিবকোড = 2005Natur.435..466G }}</ref> সৌরজগতের আদি বিবর্তনের অন্যতম কারণ হিসেবে বর্তমানে এই [[গ্রহীয় অভিপ্রয়াণ|গ্রহীয় অভিপ্রয়াণকেই]] দায়ী করা হয়।
 
মোটামুটি ৫০০ কোটি বছরের মধ্যে সূর্য শীতল হয়ে পড়বে এবং তার বর্তমান ব্যাসরেখা বহির্ভাগে বহুগুণ প্রসারিত হয়ে নক্ষত্রটি একটি [[লোহিত দানব|লোহিত দানবে]] পরিণত হবে। তারপর সূর্য তার বহিঃস্তরগুলি একটি [[গ্রহীয় নীহারিকা|গ্রহীয় নীহারিকার]] আকারে পরিত্যাগ করবে এবং পিছনে পড়ে থাকবে শুধু [[শ্বেত বামন]] নামে পরিচিত একটি নাক্ষত্রিক অবশেষ। সুদূর ভবিষ্যতে পরিক্রমণশীল নক্ষত্রগুলির মাধ্যাকর্ষণের ফলে সূর্যের সঙ্গে থাকা গ্রহগুলির সংখ্যা হ্রাস পাবে। কোনও কোনোও গ্রহ ধ্বংসপ্রাপ্ত হবে; অন্যগুলি উৎক্ষিপ্ত হবে [[আন্তঃনাক্ষত্রিক মহাকাশ|আন্তঃনাক্ষত্রিক মহাকাশে]]। শেষ পর্যন্ত [[সুদূর ভবিষ্যতের কালরেখা|কয়েকশো কোটি]] বছর পরে সম্ভবত সূর্য একাই পড়ে থাকবে; তার চারিদিকে প্রদক্ষিণরত মূল বস্তুগুলির একটিরও সম্ভবত কোনও অস্তিত্ব থাকবে না।<ref name=dyson />
আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পর সূর্য শীতল হয়ে যাবে, তার এনভেলপ তথা বহিরাংশ বহুগুণ সম্প্রসারিত হওয়ায় ব্যাস বর্তমানের তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে এবং সে একটি [[লোহিত দানব|লোহিত দানবে]] পরিণত হবে। একসময় বহিরাংশটি সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে একটি [[গ্রহ নীহারিকা]] তৈরি করবে এবং কেন্দ্রভাগটি [[শ্বেত বামন]] নামক এক ধরনের নাক্ষত্রিক অবশিষ্টাংশে পরিণত হবে। সুদূর ভবিষ্যতে সূর্যের কাছ দিয়ে অতিক্রমকারী তারাগুলো তার সাথে তার ভ্রমণসঙ্গী গ্রহগুলোর বন্ধনকে কমিয়ে দেবে। এর ফলে কিছু গ্রহ ধ্বংস হয়ে যাবে, কিছু আবার আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে ছিটকে পড়বে। ধারণা করা হয় কয়েক ট্রিলিয়ন বছর পর সূর্যের অবশিষ্টাংশের চারদিকে আর কোন গ্রহই থাকবে না।<ref name=dyson>{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Time Without End: Physics and Biology in an open universe|লেখক=Freeman Dyson|কর্ম=Institute for Advanced Study, Princeton New Jersey|সাময়িকী=Reviews of Modern Physics|খণ্ড=51 | পাতাসমূহ=447|তারিখ=July 1979 | ডিওআই=10.1103/RevModPhys.51.447|সংখ্যা নং=3 | বিবকোড=1979RvMP...51..447D }}</ref>
 
== গবেষণার ইতিহাস ==