সংকর (জীববিজ্ঞান): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান সংশোধন
সংশোধন
১ নং লাইন:
জীববিজ্ঞানের ভাষায়, দুটি ভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজননের ফলে উদ্ভূত নতুন প্রজন্মকে ওই দুই প্রজাতির '''সংকর''' (হাইব্রিড বা ক্রসব্রিড) বলে। সঙ্কর জীব তাদের নিজস্ব গুণাবলির অধিকারী হতে পারে। অনেক ক্ষেত্রে সংকরটি তার পিতামাতা থেকে ভিন্ন এবং উন্নত বৈশিষ্ট্য‌ও দেখাতে পারে। কখনো কখনো পিতামাতার চেয়ে বড় বা লম্বা হয়। প্রাণী এবং উদ্ভিদে হাইব্রিডের ধরনটি আলাদা। বংশানুবিজ্ঞানের দৃষ্টিতে জীবটি সঙ্করায়ণের জন্য ক্রোমোজোম সংখ্যা এবং নিজেদের মধ্যকার কতটুকু মিল রয়েছে তা প্রাধান্য পায়।
 
প্রজাতিগুলোর মধ্যে সংকরায়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় হল জীনগত এবং অঙ্গসংস্থানসংক্রান্ত পার্থক্য, উর্বরতার বিভিন্ন সময়, সঙ্গমের আচরণ ও সংকেত এবং শুক্রাণু কোষের কার্যক্ষমতা ও ভ্রুনের অবস্থা। কেউ কেউ নিষেকের আগে আবার কেউ কেউ নিষেকের পরে কাজ করে। প্রানীদেহেরপ্রাণীদেহের মত উদ্ভিদেও সংকরায়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় একইরকম। যেমন বিভিন্ন উদ্ভিদে ফুল স্ফুটনের সময় বিভিন্ন রকম। আবার ক্রোমোসোমগুলির কাঠামোর পার্থক্যও একটা ব্যাপার। এছাড়াও রেণু বাহক বা পোলেন ভেক্টর, পরাগনালী বৃদ্ধির বাধা, সোমটোপ্লাস্টিক স্টেরিলিটি, সাইটোপ্লাজমিক-জেনিক পুরুষ স্টেরিলিটির পার্থক্যও সংকরায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সাধারণত একারণেই শুধুমাত্র কিছু কিছু প্রানীপ্রাণী এবং বেশ কয়েকটি উদ্ভিদে সংকর দেখা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকর উদ্ভিদ বলি সেটা হচ্ছে গম।
 
পরিবেশের উপর মানুষের প্রভাবের ফলে বিশ্বের বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজনন বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী নতুন নতুন প্রজাতির বিস্তার ও সংকরায়ন বৃদ্ধি পেয়েছে। সংকরায়নের ফলে যেই জীনগত মিশ্রণ ঘটে সেটা আসলে অনেক প্রজাতির জন্য বিলুপ্তির হুমকি স্বরূপ। অন্যদিকে ফসলের ক্ষেত্রে সংকরায়নের ফলে যে জিনগত ক্ষয় হয় তা ভবিষ্যতের বংশবৃদ্ধি ক্ষতি করতে পারে। প্রায়শই ইচ্ছাকৃতভাবে মানুষের দ্বারা বন্য এবং গৃহপালিত পশুর মধ্যে সংকরায়ন ঘটে। এটা আবার প্রায়ই সনাতন পদ্ধতির চাষ এবং আধুনিক কৃষিকাজ উভয় ক্ষেত্রেই হয়। অনেক ধরনের উপকারী ফল, ফুল, লতাগুল্ম ও গাছ এই সংকরায়নের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এরকম একটি ফুল, ওনোথেরার ল্যামারকিয়ানা মিউটেশনিজম এবং বহুবিজ্ঞানের প্রাথমিক জেনেটিক্স গবেষণার কেন্দ্রবিন্দু ছিল। এটা প্রায়শই পশুপালন ও পোষা প্রাণীর ব্যবসায়ের ক্ষেত্রেও করা হয়। কিছু সুপরিচিত বন্য এবং ঘরোয়া হাইব্রিড হল বিফালো এবং ওল্ফডগ। সাধারনত মানুষের দ্বারা যে গৃহপালিত প্রাণী এবং গাছপালাগুলির যে প্রজনন হয় তার ফলে স্বতন্ত্র জাতের উদ্ভব হয়। আবার এসব জাতের নিজেদের মধ্যে ক্রসব্রিড হলে (কোনও বুনো স্টক ছাড়াই) কখনও কখনও "সংকর" হিসাবেও ডাকা হয়। পৌরাণিক কাহিনী গুলোতে সংকর মানুষের অস্তিত্ব পাওয়া যায়। উদাহরণস্বরূপ, নিয়ান্ডারথালস এবং শারীরিকভাবে আধুনিক মানবেরা প্রায় ৪০,০০০ বছর আগে আন্তঃপ্রজনন করেছে বলে ধারণা করা হয়।
১৪ নং লাইন:
 
=== '''প্রাণী এবং উদ্ভিদ প্রজনন''' ===
প্রাণী এবং উদ্ভিদ প্রজননকারীদের দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন প্রজাতির মধ্যে ক্রস থেকে বিভিন্ন ধরণের সংকর গঠিত হয়, যেমন বিভিন্ন জাতের মধ্যে। একক ক্রসব্রিড দুটি প্রজননকারী জীবের মধ্যে ক্রস থেকে ফলস্বরূপ যা একটি F1 সংকর উৎপাদন করে (প্রথম ফিলিয়াল প্রজন্ম)। দুটি ভিন্ন সমজাতীয় রেখার মধ্যবর্তী ক্রস একটি F1 হাইব্রিড তৈরি করে যা হিটারোজাইগাস; দুটি অ্যালিল রয়েছে, যার মধ্যে একটিতে প্রতিটি পিতা-মাতার অবদান রয়েছে এবং সাধারণত একটি প্রভাবশালী এবং অপরটি বিরল। সাধারণত, F1 প্রজন্মটিও ফেনোটাইপিকভাবে একজাতীয় বংশজাত করে যেগুলি একে অপরের সাথে সমান। দুটি পৃথক F1 হাইব্রিডের মধ্যে ক্রস থেকে ডাবল ক্রস সংকরন হয় (অর্থাৎ সম্পর্কিত নয় এমন দাদা-দাদি রয়েছে চারজন)। ত্রি-মুখী ক্রস সংকরন হয় সাধারণত একটি এফ১ হাইব্রিড এবং একটি ইনব্রেড লাইনের মধ্যবর্তী ক্রস থেকে। ট্রিপল ক্রস হাইব্রিড দুটি পৃথক তিন দিকের ক্রস হাইব্রিডের ক্রসিংয়ের ফলস্বরূপ। শীর্ষ ক্রস (বা "টপক্রস") হাইব্রিডগুলি সাধারণত বাচ্চাদের গুণমান উন্নত করার লক্ষ্যে শীর্ষ মানের বা খাঁটি-জাতের পুরুষ এবং একটি নিম্নমানের মহিলার সংকরায়নের ফলস্বরূপ। বড় জনসংখ্যার সংকরায়ন হয় সাধারণত একটি জনগোষ্ঠীর প্রানীপ্রাণী বা উদ্ভিদের সাথে অন্য জনগোষ্ঠীর প্রানীপ্রাণী বা উদ্ভিদের। এর মধ্যে রয়েছে আন্তঃস্বল্প সংকর বা বিভিন্ন জাতের মধ্যে ক্রস। উদ্যানতত্ত্বে, স্থিতিশীল সংকর শব্দটি একটি বার্ষিক উদ্ভিদ বর্ণনা করতে ব্যবহৃত হয় যেটা যদি বাহ্যিক পরাগমুক্ত (যেমন, একটি বায়ু-ফিল্টার গ্রিনহাউস) একটি ছোট জমিতে বেড়ে ওঠা এবং বংশবৃদ্ধি করা হয় তবে সেটা যে সন্তান জন্ম দেয় সেটা প্রজননক্ষম হয়।<ref>{{cite book |editor=Toogood, A. |date=1999 |title=Plant Propagation |publisher=American Horticultural Society |isbn=978-0-7894-5520-8 |page=[https://archive.org/details/plantpropagation00newy/page/21 21] |url=https://archive.org/details/plantpropagation00newy/page/21 }}</ref>
 
=== '''ভৌগলিক জীবিবিদ্যা''' ===
৬৮ নং লাইন:
== বিভিন্ন শ্রেনীতে সংকরায়নের উদাহরণ ==
 
=== প্রানীতেপ্রাণীতে ===
 
==== স্তন্যপায়ী প্রাণী ====
১০৮ নং লাইন:
 
== পুরাণে সংকরায়ন ==
লোককাহিনী এবং পৌরাণিক কাহিনীতে কখনও কখনও পৌরাণিক সংকর থাকে; যেমন মিনোটার ছিল প্যাসিপা এবং একটি সাদা ষাঁড়ের সন্তান। প্রায়শই তারা দুই বা ততোধিক প্রানীরপ্রাণীর শারীরিক গুণাবলীর সংমিশ্রণ যেমন পৌরাণিক প্রাণী এবং মানুষের। কিছু পৌরাণিক সংকরায়নের উদাহরণ হল সেন্টোর (মানুষ / ঘোড়া), চিমেরা (ছাগল / সিংহ/ সাপ), হিপ্পোক্যাম্প (মাছ / ঘোড়া) এবং স্ফিংস (মহিলা / সিংহ)। ওল্ড টেস্টামেন্টে অর্ধ-মানব সংকর দৈত্যগুলির প্রথম প্রজন্মের কথা বলা হয়েছে যেমন নেফিলিম, এবং হেনোকের অ্যাপোক্রিফাল বইয়ে নেফিলিমকে পতিত ফেরেশতা এবং আকর্ষণীয় মহিলাদের দুষ্ট পুত্র হিসাবে বর্ণনা করেছে।
 
== প্রকৃতি ==