দ্বিতীয় নিকোলাস (রুশ সম্রাট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৪৪ নং লাইন:
 
==সিংহাসন আরোহণ এবং বিবাহ==
জর্মানিরজার্মানির এক বিবাহ অনুষ্ঠানে নিকোলাস আলেক্সান্ড্রিয়াকে বিবাহের প্রস্তাব দেন। ২০ এপ্রিল ১৮৯৪ সালে তাদের [[বাকদান]] সম্পন্ন হয়। নিকোলাসের পিতা মাতা এই বিয়েতে খুব বেশি উৎসাহী ছিলেন না। ব্রিটেনের [[রাণী ভিক্টোরিয়া]] ছিলেন নিকোলাসের আত্মীয়। তিনিও প্রথমদিকে এই বিয়ের বিপক্ষে ছিলেন। ব্যক্তিগতভাবে রানী নিকোলাসকে পছন্দ করলেও রাশিয়ার প্রতি তার বিরূপ মনোভাব ছিল।
[[File:Engagement official picture of Alexandra and Nicholas.jpg|thumb|upright| জার দ্বিতীয় নিকোলাস ও আলেকজান্দ্রার রাজকীয় বাকদানের অনুষ্ঠানিক ছবি, এপ্রিল ১৮৯৪]]
সেই বছর গ্রীষ্মে, নিকোলাস রানী এবং হবু পত্মীরপত্নীর সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে গমন করেন। ঘটনাক্রমে সে সময় ডিউক এবং ডাচেস অব ইয়র্কের প্রথম সন্তান, ভবিষ্যত [[রাজা অষ্টম এডওয়ার্ড|রাজা অষ্টম এডওয়ার্ডের]] জন্ম হয়। নিকোলাস এবং এলিক্স নবজাতকের গডপেরেন্টস (যে সকল আত্মীয় নবজাতকের বাপ্তিস্মে উপস্থিত থাকেন এবং ভবিষ্যতে তার ধর্মীয় শিক্ষার দায়িত্বপ্রাপ্ত হন।)<ref>[[#King1994|King (1994)]] p. 70</ref>
 
সে বছর শরৎকালের মধ্যে জার তৃতীয় আলেক্সান্ডারের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়। এক পক্ষকাল সময়ের মধ্যে তার মৃত্যু হবে এই আশংকায় জার যুবরাজ নিকোলাস ও তার হবু পত্নীকে ডেকে পাঠান।<ref>[[#King2006|King (2006)]] p. 326</ref> আলেক্স ২২ অক্টোবর রাশিয়ায় পৌছান। জার সসম্মানে রাকপরিবারেররাজপরিবারের সকলকে সম্পূর্ণ রাজকীয় পোশাকে উপস্থিত হয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য নির্দেশ দেন। মৃত্যুশয্যায় জার পুত্রদের তার সবচেয়ে গুরুত্বপূর্ভ মন্ত্রী Witte এর পরামর্শ নেয়ার জন্য উপদেশ দেন। এর দশ দিন পর, জার তৃতীয় আলেক্সান্ডার ঊনপঞ্চাশ বছর বয়সে তরুন নিকোলাসকে রাশিয়ার পরবর্তী জার হিসাবে রেখে মারা যান। সেদিন সন্ধ্যায় ছাব্বিশ বছর বয়সী যুবরাজ জারেভিচ দ্বিতীয় নিকোলাস পরবর্তী জার হিসাবে ঘোষিত হন। পর দিন আলেক্সকে রাশিয়ান অর্থডক্স চার্চ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। তার নতুন নামকরণ করা হয় আলেক্সান্ড্রা ফেদরভনা। তার নতুন পদবী হয় [[গ্র্যান্ড ডাচেস]]।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=THE CZAR AND PRINCESS ALIX. ANOTHER MANIFESTO |কর্ম=Exeter and Plymouth Gazette |তারিখ=5 November 1894 |সংগ্রহের-তারিখ=11 March 2016 |ইউআরএল=http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000509/18941105/028/0003| মাধ্যম = [[British Newspaper Archive]]|সদস্যতা=yes}}</ref>
 
[[File:1904-1905peterhof.jpg|thumb|left|পরিবারের সাথে জার দ্বিতীয় নিকোলাস]]
 
নিকোলাস সম্ভবত নিজেকে রাজদায়িত্বের জন্য অপ্রস্তুঅপ্রস্তুত মনে করেছিলেন। তিনি তার শ্যালক ও জ্ঞাতি ভাই গ্র্যান্ড ডিউক আলেক্সান্ডারকে জিজ্ঞেস করেছিলেন, “আমার আর রাশিয়ার ভাগ্যে কি ঘটতে চলেছে?”<ref>Figes, Orlando (1996), ''[[A People's Tragedy]]'', p. 18.</ref> অপ্রস্তু হলেও নিকোলাস রাজকার্য় পরিচালনায় একেবারে আনাড়ি ছিলেন না। তার শাসনামলে তিনি তার পিতার রক্ষনশীল নীতি অনুসরন করেন। তবে তিনি প্রশাসনকে ঢেলে সাজানোর ব্যাপারে মনোযোগী হন।{{citation needed|date = March 2014}}
 
১৮৯৫ সালের বসন্তে নিকোলাস ও আলেক্সির বিবাহ হবার কথা থাকলেও নিকোলাসের ইচ্ছা অনুযায়িঅনুযায়ী অনুষ্ঠান অনেক এগিয়াএগিয়ে আনা হয়। ২৬ নভেম্বর ১৮৯৪ সালে তাদের বিয়ে হয়। বধূর পরনে ছিল ঐতিহ্যবাহী রোমানভ কনের পোশাক এবং জার পরিধান করেছিলেন রাশিয়া সেনাবাহিনীর হুসার রেজিমেন্টের সেনানায়কের পোশাক। জ্বলন্ত মোমবাতি হাতে দুইজনে প্রাসাদের পাদ্রীর সামনে দাঁড়ান। দুপুরের কিছু আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।<ref>[[#Massie1967|Massie (1967)]] p. 44</ref>
 
==জারেভিচ==