১৪,২২২টি
সম্পাদনা
(পরিমার্জনা) |
সম্পাদনা সারাংশ নেই |
||
==জীবনী==
হর্ষ দত্ত কলকাতায় জন্মগ্রহন করেন। প্রাথমিক শিক্ষা স্কুল রহড়া রামকৃষ্ণমিশন বালকাশ্রমের পরে বঙ্গবাসী কলেজ। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেনীতে এম.এ. এবং এম.ফিল করেন তিনি। ১৯৮৪-তে দেশ পত্রিকায় প্রকাশিত 'কামাদি কুসুম সকলে' গল্পটির মাধ্যমে বৃহত্তর আত্মপ্রকাশ। পরে উপন্যাসিকা অমল তাঁকে বৃহত্তর পরিচিতি দেয়। তারপর উপন্যাস ও প্রবন্ধ নিবন্ধ লিখেছেন অজস্র।
==পুরষ্কার==
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
|