S: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
বানান সংশোধন
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২০ নং লাইন:
চতুর্দশ শতকের দিকে  ছোট  's' এর  আকৃতি ছিলো 'ſ',যাকে দীর্ঘ এস বলা হত ।তারপরে বড় হাতের অক্ষর হিসেবে 'S' আকৃতির ব্যবহার করা হয় । লেখার সময় শব্দের শেষে  's' আকৃতিও ব্যবহার করা হয় ।
 
ধারনাধারণা করা হয় যে লন্ডনের মুদ্রাকর  জন বেল (১৭৪৫-১৮৩১)  আধুনিক 'ſ' এর পরিবর্তে " s"  জনপ্রিয় করেন । ১৭৮৫ সালে তিনি প্রাথমিক ভাবে ব্রিটিশ থিয়েটারেও এই আকৃতি ব্যবহার শুরু করেন ।কয়রক বছরের মধ্যে তার বিষদ ব্যবহার শুরু হয় । একই বছর তার সম্পাদনায় সেক্সপিয়র সমগ্রে এই দাবী করেন যে " 'ſ' এই আকৃতির পরিবর্তে "s" আকৃতি ব্যবহার করা উচিত,এতে ভুল কম হয় ।"<ref>Stanley Morison, ''A Memoir of John Bell, 1745–1831'' (1930, Cambridge Univ.</ref> এভাবে জন বেল নতুন আকৃতির প্রচার শুরু করেন বিভিন্ন প্রকাশনার মাধ্যমে এবং তা ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠতে থাকে । বেল "দ্যা ওয়ার্ল্ড" নামে সংবাদপত্র শুরু করেন এবং এতে বলা হয় , "পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে ।সংখ্যা ১,সোমবার,পহেলা জানুয়ারি,১৭৮৭"  আধুনিক যুগে এই বর্ণটি বহুল ব্যবহৃত বর্ণের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ।
 
=== প্রাপ্ত  চিহ্ন,প্রতীক বা সংক্ষিপ্ত রূপ  ===
'https://bn.wikipedia.org/wiki/S' থেকে আনীত