বিশ্বকোষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
T. Galib (আলোচনা | অবদান)
→‎সবচেয়ে বড় বিশ্বকোষসমুহ: তথ্যসূত্র যোগ/সংশোধন
T. Galib (আলোচনা | অবদান)
৬৪ নং লাইন:
মধ্যযুগের মুসলিমদের প্রথমদিকের জ্ঞানের সংকলনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কীর্তি ছিল। ৯৬০ খ্রিষ্টাব্দের দিকে [[বসরা]] শহরের ইখওয়ান আল সাফা ইখওয়ান আল সাফা বিশ্বকোষের সাথে সংযুক্ত হয়।<ref>P.D. Wightman (1953), ''The Growth of Scientific Ideas''</ref> উল্লেখযোগ্য কীর্তিগুলোর মধ্যে রয়েছে [[আল রাযী|আবু বকর আল রাযী]] এর বিজ্ঞানের বিশ্বকোষ, [[মুতাজিলা]] অনুসরণকারী [[আল-কিন্দি]] এর ২৭০টি বই এবং ইবনে সিনা এর চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ, যা কয়েক শতাব্দি জুড়ে একটি মানসম্মত নির্দেশক কীর্তি ছিল। অন্যান্য উল্লেখযোগ্য কীর্তিগুলোর মধ্যে রয়েছে: আশআরিদের বৈশ্বিক ইতিহাস, [[আত তাবারি]], [[আল-মাসুদী]], আত তাবারি এর [[তারিখুল রসুল ওয়াল মুলুক|নবী এবং রাজাদের ইতিহাস]],আমজাদ ইবনে রুস্তাহ, [[আলি ইবনে আসির]] এবং [[ইবনে খালদুন]], যাদের [[মুকাদ্দিমা|মুকাদ্দিমায়]] বিশ্বাসের সতর্কতা সম্পর্কে লেখা আছে, যা আজও সম্পর্ণভাবে প্রযোজ্য।
 
[[File:Archive-ugent-be-018970A2-B1E8-11DF-A2E0-A70579F64438 DS-337 (cropped).jpg|left|thumb|254x254px|“লিবার ফ্লোরিদুস” নামক বিশ্বকোষের একটি অংশ। লেখকের ল্যাম্বার্ট এর একটি চিত্র, যেখানে তিনি মনুষ্য জ্ঞান সংকলনের চেষ্টা করছেন। গেন্ট বিশ্ববিদ্যালযের গ্রন্থাগারে সংরক্ষিত পান্ডুলীপি।<ref>{{cite web |title=Liber Floridus [manuscript] |website=lib.ugent.be |url=https://lib.ugent.be/viewer/archive.ugent.be:018970A2-B1E8-11DF-A2E0-A70579F64438#?c=&m=&s=&cv=14&xywh=-1421,1766,13850,7733 |access-date=2020-08-26}}</ref>]]
চীনের সোং সাম্রাজ্যের প্রথম দিকে (৯৬০-১২৭৯ খ্রিষ্টাব্দ) ১১ শতাব্দির মধ্যে সংকলিত ফোর গ্রেট বুকস অব সোং নামক মহান কীর্তিটি ছিল সেই সময়ের একটি ব্যাপক প্রতিশ্রুতি। এই চারটির সর্বশেষ বিশ্বকোষ, দ্য প্রাইম টোরটোইস ইন দ্য রেকর্ড ব্যুরো -এর ১০০০টি লেখা খন্ডে ৯.৪ মিলিয়ন পর্যন্ত [[চীনা অক্ষর]] ছিল। ১০ থেকে ১৭ শতক পর্যন্ত বিশ্বকোষবিদদের যুগ স্থায়ী হয়, যেসময়ে চীনা সরকার শতশত জ্ঞানী ব্যক্তিদের ব্যাপক কিছু বিশ্বকোষ তৈরির জন্য নিয়োগ করে। ইয়ংগল বিশ্বকোষ ছিল এগুলোর মধ্যে সবচেয়ে বড় বিশ্বকোষ। এটি ১৪০৮ সালে সম্পন্ন হয়। এটি প্রায় ২৩,০০০টি হাতে লেখা অংশে বিভক্ত। ২০০৭ সালে উইকিপিডিয়ার বৃহত্তম বিশ্বকোষে পরিণত হওয়ার পূর্ব পর্যন্ত উইকিপিডিয়ার এটি ইতিহাসের বৃহত্তম বিশ্বকোষ হিসেবে ছিল।