উইকিপিডিয়া:উইকিপিডিয়ায় অবদান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tip-bd (আলোচনা | অবদান)
→‎নিবন্ধ: দশ পর্বের সমাজ-ভাবনা; কোভিড-১৯ এর দায় কার! (প্রথম পর্ব), বানান সংশোধন, বিষয়শ্রেণী, রচনাশৈলী, পরিষ্কারকরণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
ট্যাগ: পুনর্বহালকৃত
MdsShakil (আলোচনা | অবদান)
Tip-bd-এর সম্পাদিত সংস্করণ হতে MdsShakil-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১১ নং লাইন:
}}
নিবন্ধ উইকিপিডিয়ার ফাঁকা জায়গা পূরণ করে। প্রতি নিবন্ধের লক্ষ্য [[উইকিপিডিয়া:উৎকৃষ্ট নিবন্ধ|উৎকৃষ্ট নিবন্ধের]] অবস্থানে পৌঁছানো। উইকিপিডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো [[উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ|উইকিপিডিয়া আবশ্যকীয় নিবন্ধে]] দেওয়া আছে। ঐ পাতায় বেশ কিছু ভাগে নিবন্ধগুলো ভাগ করা আছে। আপনি জানেন বা আপনার পছন্দমতো একটা নিবন্ধ বেছে নিন এবং সেটিকে উৎকৃষ্ট নিবন্ধ-এর সমান মানে নিয়ে যাবার জন্য কাজ করুন। আপনি সেখানে নিবন্ধ রাখার জন্য [[উইকিপিডিয়া:নিবন্ধের প্রস্তাব|প্রস্তাবও]] করতে পারেন।
 
তথ্য প্রযুক্তির যুগের দাবিতে হয়তো কোভিড-১৯'র মত ভয়াল কিছু ডিজিটাল দৈশিক ও বৈশ্বিক সংখ্যা সাধারণ মানুষের মনেপ্রাণে ভীতির সঞ্চার করে। তার একটি আঞ্চলিক ভৌতিক সংখ্যা ২০০০ (সাল)! আনুষ্ঠানিক সমাজকর্মের তকমা গায়ে-ছিলো বিধায়,সেনাবাহিনীর স্পিডবোটে ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী গ্রামসমূহের অপ্রার্থিত-অবাস্তব-আকস্মিক বন্যা কবলিত এলাকা নিবিড় ভাবে দেখার সুযোগ হয়েছিল! পরিবেশের গতি-প্রকৃতি দেখে,সমাজ ভাবনায় তরুণ মনের আনাড়ি নবীন অনুভূতিতে,কোনো সময় মনে হয়নি; এই দুর্যোগের জন্য প্রকৃতি দায়ী..!
 
আবেগী বাঙালি বিধায়; বন্যা আক্রান্ত অসহায় মানুষের সহায়তায়-সহমর্মিতায়,প্রতিবেশী গ্রাম ও দূরদূরন্ত হতে পরিবার-পরিজন-বন্ধু-বান্ধবসহ চিড়া-মুড়ি,গুড়-পাটালি,খিচুড়ি নিয়ে সেথায় গমন,যেয়ে দেখে কোনো কাজ নেই ‘নেই কাজ তো-খই ভাজ’ বন্যার জলে ভেসে আসে প্রচুর মাছ পুলকিত,'মাছে ভাতে বাঙালি’ বইতে পড়েছে কাজেও সহজ,'ঘোলা জলে মাছ আহরণ’ নেমে পড়ে..! সন্ধ্যায় ঘরে ফিরে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে,ফসলি মাঠ হয়ে কৃত্রিম বন্যার জলে তাদের হেঁশেল (রান্না ঘর) অতল..! একটি দেশের নিরীহ অসচেতন স্বাধীন নাগরিকের দোষ কোথায়! অন্যের সৃষ্ট কৃত্রিম দুর্যোগের দুর্ভোগ কেন সুবিধাবঞ্চিত মানুষ বহন করবে যুগে-যুগে..! ক্ষুদ্র-দুর্বল-শক্তিহীন-অক্ষম-ক্ষমতাহীন বলে! এর দায় আসলে কার!
 
উক্ত বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ করতে যেয়ে বাস্তব উপলব্ধিতে সমাজ-ভাবনার নিঠুর অভিমত; দুর্যোগ দুর্ভিক্ষকে,আমন্ত্রণ করে! কুফলে,ক্ষুধার জ্বালায় জ্বলে মরে শুধু দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষ ও বেওয়ারিশ প্রাণিকুল! অনেক সময়; 'বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে’ বড় পুঁজি ছোট পুঁজিকে গিলে খায়,বড় মানুষ ছোট মানুষকে শোষণ করে,বড় দেশ ছোট দেশকে গ্রাস করে,বড় শক্তি ছোট শক্তিকে নানা ভাবে দমন করে! এভাবেই মানুষ একসময় বৃহত্তর পরিমন্ডলে দাসত্বের-শৃঙ্খলে আবদ্ধ হয়।
 
অনেকটা হাতি ও মাহুত এর মতোই,একটি বন্য হাতিকে অবরুদ্ধ করতে কম পক্ষে তিনটি প্রশিক্ষিত গৃহপালিত হাতির প্রয়োজন হয়। তেমনিভাবে,বৃক্ষকে কাঁটতে হলে কুড়ালে কাঠের আছাড়ি লাগে! ঘুঘুকে ফাঁদে ফেলতে একই কৌশল অবলম্বন করে মানুষ! পৃথিবীতে মনে হয় এই প্রথম,সাম্প্রতিক ঘটনায় বিশ্বময় মানুষ অবরুদ্ধ! সারা দুনিয়া লকডাউন! এই তত্ত্ব তো মানুষেরই সৃষ্টি..। এটাই যেন আধুনিক বিশ্বের শেষ শিক্ষণীয় ঘটনা হয়। অন্যথায় এভাবেই হয়তো পৃথিবী হতে,মনুষ্য প্রজাতি ডাইনোসরের মতো বিলুপ্ত হবে। এ সুন্দর ধরণী হতে,ডাইনোসর বিলুপ্ত হয়েছিল প্রকৃতির কারণে কিন্তু মানুষ যদি বিলুপ্ত হয়,তবে তা নিজের কারণেই হবে। অন্য কোনো অনুজীব-জীব-প্রাণী-ভিনগ্রহের প্রাণী,এলিয়েন(Aiens),কৃত্রিম বুদ্ধি সম্পন্ন (Artificial Intelligence-AI) রোবট বা যন্ত্রমানবের কারণে নয়!
 
===তালিকা===
তালিকা উইকিপিডিয়ার বিষয়বস্তু সাজিয়ে রাখার জন্য প্রয়োজনীয়। উইকিপিডিয়ার তালিকার উন্নয়নে সাহায্য করতে আপনি প্রথমেই আপনার পছন্দের বিষয়ের তালিকা খুঁজতে পারেন এবং সেখান থেকে নিবন্ধ [[উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধের তালিকা|নির্বাচিত নিবন্ধের তালিকায়]] নিয়ে যাবার জন্য কাজ করতে পারেন। আপনি উইকিপিডিয়ার [[উইকিপিডিয়া:অনুরোধকৃত তালিকা|অনুরোধকৃত তালিকায়]] গিয়ে তালিকা তৈরিও করতে পারেন।