নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
 
== ইতিহাস ==
'''দল গঠন''' : নেতাজি সুভাষ চন্দ্র বসু ১৯৩৯ সালের ২৯ শে এপ্রিল ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন মহাত্মা গান্ধির সাথে মত বিরধের কারনে।
ভারতের জাতীয় কংগ্রেসের অগ্রগামী অধ্যায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) গঠিত হয় ১৯৩৯ সালের ৩ রা মে তারিখে নেতাজি সুভাষ চন্দ্র বসু এর হাতে। ফরওয়ার্ড ব্লক প্রথম জন সমুখ্যে আত্তপ্রকাশ করা হয় কোলকাতায় একটি র‍্যালির মাধ্যমে। সুভাষ চন্দ্র বসু দলের প্রথম সভাপতির ভার গ্রহন করেন এবং এস এস চাবেশ্বর নিযুক্ত হন প্রথম সহ-সভাপতি। বোম্বেতে দলের একটি সমাবেশ অনুষ্ঠিত হয় জুন মাসের শেষের দিকে। এই সমাবেশ দলের নীতি এবং কর্মসুচি নির্ধারিত হয়। জুলাই মাসে নেতাজি সুভাষ চন্দ্র বসু দলের সদস্য পদ ঘোষনা করেন।
 
একই সালের আগষ্ট মাষে তিনি 'ফরওয়ার্ড ব্লক' নামে একটি পত্রিকা বের করেন। নতুন দলের সমর্থন লাভের আসাই নেতাজী সারা ভারত ভ্রমন করেন এবং অসংখ্য র‍্যালির আওজন করেন।
 
'''নাগপুর সন্মেলন''' : পরের বছর ১৯৪০ সালের জুন মাসের ২০ থেকে ২২ নাগপুরে অনুষ্ঠিত হয় দলের প্রথম সারা ভারত সন্মেলন।
 
'''নেতাজীর গ্রেফতার এবং কারা বরন''' : এর প্রায় পর পর, ১৯৪০ সালের ২ রা জুলাই নেতাজি কে গ্রেফতার করা হয় এবং কোলকাতার প্রেসিডেন্সি জেলে তাকে আটকে রাখা হ্য়। ১৯৪১ সালের জানুয়ারি মাসে তিনি গৃহ বন্দি অবস্থায় পলায়ন করেন এবং তিনি আফগানিস্থানের পথে রাশিয়ার পথে যাত্রা করেন। সেখানে তিনি ভারত স্বাধিনের জন্য সোভিয়েত শক্তির সমর্থন চান। কিন্তু স্টালিন বোসের আবেদন প্রতাক্ষান করে দেন। সেখান থেকে নেতাজি জার্মানি চলে য়ান এবং বার্লিনে তিনি মুক্ত ভারত কেন্দ্র গঠন করেন এবং ভারত মোর্চার সমর্থন যোগান।
 
১৯৪২ সালে ব্রিটিশ সরকার ফরওয়ার্ড ব্লক দলকে বেআইনি ঘোষনা করে। সমগ্র ভারত যুড়ে ফরওয়ার্ড ব্লক দলের সব পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়। ১৯৪৩ সালে নেতাজি দেশে ফিরে আসেন এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনির দ্বায়িত্ত ভার গ্রহন করেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় জাতীয় সেনাবাহিনি জাপান এর সাথে ব্রিটিশ সরকার বিরধি যুদ্ধে অংশ নেয়।