নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AlleborgoBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: it:Blocco Avanzato
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[Image:Forwardbloc291.jpg|thumb|দলের একটি ব্যানার]]
'''সারা ভারত ফরওয়ার্ড ব্লক'''(All India Forward Bloc) [[ভারত|ভারতের]] একটি বামপন্থি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। এই দলটি [[১৯৩৯]] সালে ভারতের জাতীয় কংগ্রেসের নেতাদের মধ্যে মতভেদের কারনে [[সুভাষ চন্দ্র বোস]] কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। দলটির সাধারণ সম্পাদক হলেন [[দেব্রত বিশ্বাস]]। দলটির তরুণ সংগঠন হল ''সারা ভারত যুবলীগ''। [[২০০৪]] সালের সংসদীয় নির্বাচনে দলটি ১৩৬৫০৫৫ ভোট পেয়েছিল (০.২%, ৩টি আসন)। পশ্চিমবঙ্গে পার্টি এর শক্ত ঘাটি রয়েছে।
 
== ইতিহাস ==
দল গঠন : নেতাজি সুভাষ চন্দ্র বসু ১৯৩৯ সালের ২৯ শে এপ্রিল ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন মহাত্মা গান্ধির সাথে মত বিরধের কারনে।
ভারতের জাতীয় কংগ্রেসের অগ্রগামী অধ্যায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) গঠিত হয় ১৯৩৯ সালের ৩ রা মে তারিখে নেতাজি সুভাষ চন্দ্র বসু এর হাতে। ফরওয়ার্ড ব্লক প্রথম জন সমুখ্যে আত্তপ্রকাশ করা হয় কোলকাতায় একটি র‍্যালির মাধ্যমে। সুভাষ চন্দ্র বসু দলের প্রথম সভাপতির ভার গ্রহন করেন এবং এস এস চাবেশ্বর নিযুক্ত হন প্রথম সহ-সভাপতি। বোম্বেতে দলের একটি সমাবেশ অনুষ্ঠিত হয় জুন মাসের শেষের দিকে। এই সমাবেশ দলের নীতি এবং কর্মসুচি নির্ধারিত হয়। জুলাই মাসে নেতাজি সুভাষ চন্দ্র বসু দলের সদস্য পদ ঘোষনা করেন।
 
একই সালের আগষ্ট মাষে তিনি 'ফরওয়ার্ড ব্লক' নামে একটি পত্রিকা বের করেন। নতুন দলের সমর্থন লাভের আসাই নেতাজী সারা ভারত ভ্রমন করেন এবং অসংখ্য র‍্যালির আওজন করেন।
 
নাগপুর সন্মেলন : পরের বছর ১৯৪০ সালের জুন মাসের ২০ থেকে ২২ নাগপুরে অনুষ্ঠিত হয় দলের প্রথম সারা ভারত সন্মেলন।
 
নেতাজীর গ্রেফতার এবং কারা বরন : এর প্রায় পর পর, ১৯৪০ সালের ২ রা জুলাই নেতাজি কে গ্রেফতার করা হয় এবং কোলকাতার প্রেসিডেন্সি জেলে তাকে আটকে রাখা হ্য়।
 
 
== বহির্সংযোগ ==