৫৮,৭৮১টি
সম্পাদনা
(সংশোধন) |
অসম্পাদনা সারাংশ নেই |
||
পৌরপুঞ্জের ইংরেজি পারিভাষিক প্রতিশব্দ হল "কনার্বেশন" (conurbation)। ১৯১৫ সালে স্কটিশ ভূগোলবিদ প্যাট্রিক গেডেস তার রচিত ''সিটিজ ইন এভোলিউশন'' নামক গ্রন্থে প্রথমবারের মত পরিভাষাটির প্রচলন করেন। তিনি নব্য বৈদ্যুতিক শক্তি ও মোটরচালিত পরিবহন ব্যবহারের সুবাদে শহরগুলির সম্প্রসারণ এবং একে অপরের সাথে একীভূত হবার ক্ষমতার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ প্রসঙ্গে ইংল্যান্ডের মিডল্যান্ডটন তথা [[ওয়েস্ট মিডল্যান্ডস নগর সমবায়]], জার্মানির [[রুর এলাকা]], নেদারল্যান্ডসের [[রান্ডস্টাড]] এবং মার্কিন যুক্তরাষ্ট্রের [[উত্তর জার্সি]] এলাকাগুলিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন।<ref>{{বই উদ্ধৃতি|প্রথমাংশ=Peter|শেষাংশ=Hall|লেখক-সংযোগ=Peter Hall (urbanist)|শিরোনাম=Cities of Tomorrow|বছর=2002|আইএসবিএন=0-631-23252-4}}</ref>
পৌরপুঞ্জ [[
==তথ্যসূত্র==
|