ভৌত রাশি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
Towsif Ahmmed Sohan (আলোচনা | অবদান)
বিষয় বস্ত সংশোধন।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৪ নং লাইন:
১। [[মৌলিক রাশি]]
 
২। [[যৌগিকলব্ধ রাশি]]
 
=== মৌলিক রাশি ===
২৩ নং লাইন:
ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। ১৯৬০ সালে অনুষ্ঠিত বিজ্ঞানীদের যৌথ সম্মেলনে এ সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
=== যৌগিকলব্ধ রাশি ===
যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাদেরকে যৌগিকলব্ধ রাশি বলে। যেমনঃ বেগ, ত্বরণ, বল ইত্যাদি।
 
বিভিন্ন প্রকার মৌলিক রাশির যোগ-বিয়োগ-গুণ-ভাগ ইত্যাদি প্রক্রিয়ায় যৌগিকলব্ধ রাশিগুলো লাভ করা যায় বলে এদেরকে লব্ধযৌগিক রাশিও বলা হয়। যেমনঃ বল একটি যৌগিকলব্ধ রাশি বা লব্ধযৌগিক রাশি।
 
কেননা, বল= ভর x ত্বরণ = ভরx সরণ/ (সময় x সময়)। এখান থেকে বোঝা যায় যে, ভর, সরণ (দৈর্ঘ্য) ও সময় এই তিনটি মৌলিক রাশিকে গুণ ও ভাগ করে অবশেষে 'বল' রাশিটি পাওয়া গেছে। তাই, বল একটি যৌগিকলব্ধ রাশি।
 
আবার, দিক নির্দেশের ভিত্তিতে রাশি দুই প্রকার, যথাঃ ১। স্কেলার রাশি বা অদিক রাশি এবং ২। ভেক্টর রাশি বা সদিক রাশি।