নন্দিত নরকে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ফলক
→‎প্রকাশনা তথ্যাদি: সাধারণ সম্পাদনা
২ নং লাইন:
এর রচনাকাল [[১৯৭০]]। [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] [[রসায়ন]] বিভাগে অধ্যয়নকালে [[হুমায়ূন আহমেদ]] উপন্যাসটি রচনা করেন। এ সময় তিনি [[মোহসিন হল|মোহসিন হলের]] আবাসিক ছাত্র।
==প্রকাশনা তথ্যাদি==
১৯৭০-এ লিখিত হলেও উপন্যাসটি ১৯৭১-এর [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ| মুক্তিযুদ্ধের]] জন্যকারণে সহসা প্রকাশিত হয় নি। [[বাংলাদেশ]] স্বাধীন হওয়ার অব্যবহিত পর [[ঢাকা]] থেকে প্রকাশিত ''মুখপত্র'' নামীয় একটি সংকলনে এ উপন্যাসটি প্রকাশ হওয়ার পর বিশিষ্ট বুদ্ধিজীবি ও সাহিত্যিক [[আহমদ ছফা]] উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগেরই ধারাবাহিকতায় ১৯৭২ এর শেষ দিকে খান ব্রাদার্স এ্যাণ্ড কোং, ঠিকানাঠিকানাঃ ৫৭ প্যারীদাস রোড, ঢাকা-১, [[বাংলাদেশ]], এ উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশ করে। প্রকাশক হিসেবে কে, এম, ফারুক খানের নাম মুদ্রিত ছিল। মলাট ছিল বোর্ডের তৈরী। মূল্য রাখা হয়েছিল সাড়ে তিন টাকা। গ্রন্থটির প্রচ্ছদ অংকন করেছিলেন [[কাইয়ুম চৌধুরী]]। বইটির উৎসর্গপত্রে লিখিত ছিল, "নন্দিত নরকবাসী মা-বাববাবা, ভাইবোনদের"।
 
==গল্পসংক্ষেপ==