মাফরুহা চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
মাফরুহা চৌধুরী একজন বাংলাদেশী কথাসাহিত্যিক।
 
== শিক্ষা এবং প্রাথমিক জীবন ==
মাফরুহা চৌধুরী ২৭ জুলাই ১৯৩৪ খ্রিস্টাব্দে (১৩৪০ বঙ্গাব্দ) বগুড়া জেলার কাটনাপাড়ায় জন্মগ্রহণ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.jugantor.com/todays-paper/everyday/329875/আজ-২৭-জুলাই|শিরোনাম=আজ ২৭ জুলাই|ওয়েবসাইট=Jugantor|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2021-04-15}}</ref> বাবা মকবুল হোসেন একজন ভালো আবৃত্তিকার ও নাট্যভিনেতা ছিলেন এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। মাতা ফাতেমা খাতুন গৃহিণী ছিলেন। ছোটবেলা হতেই তিনি অনেক মেধাবী ছিলেন। কাটনাপাড়া প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তারপর তিনি ১৯৫০ খ্রিস্টাব্দে মেমোরিয়াল (ভি.এম) স্কুল থেকে কৃতিত্বের সহিত (১৯ তম স্থান পেয়ে) ম্যাট্রীকুলেশন পাশ করেন। মাফরুহা চৌধুরী ১৯৪৭ খ্রিস্টাব্দে সাহিত্যের জগতে লেখিকার সম্ভাবনা নিয়ে উপস্থিত হন এবং পরিচিত হন । ১৯৪৮ খ্রিস্টাব্দে নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায় <nowiki>''দীনবন্ধু মুকুলের মহফিলে''</nowiki> নামক প্রথম গল্প ছাপা হয় । ১৯৫১ খ্রিস্টাব্দে তিনি মরহুম [[তালিম হোসেন|তালিম হোসেনের]] সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।
 
২৩০টি

সম্পাদনা