ফ্লেন্সবুর্গ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ArthurBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: stq:Flensburg
Xqbot (আলোচনা | অবদান)
রোবট পরিবর্তন সাধন করছে: el:Φλένσμπουργκ; cosmetic changes
২৬ নং লাইন:
|Partei = Ind
}}
'''ফ্লেন্সবুর্গ''' ([[জার্মান ভাষা|জার্মান ভাষায়]]: Flensburg; [[ডেনীয় ভাষা|ডেনীয় ভাষায়]]: Flensborg, [[নিম্ন স্যাক্সন ভাষা|নিম্ন স্যাক্সন ভাষায়]]: Flensborg, [[উত্তর ফ্রিজীয় ভাষা|উত্তর ফ্রিজীয় ভাষায়]]: Flansborj) উত্তর-পশ্চিম জার্মানিতে শ্লেসভিগ-হোলষ্টাইন রাজ্যের উত্তরাংশে, বাল্টিক সাগরের ফ্লেন্সবুর্গ ফিয়র্ডের তীরে, ডেনমার্কের সাথে সীমান্তে অবস্থিত বন্দর শহর। এই শহরে বৃহদাকার জাহাজ নির্মাণ কারখানা, চিনি ও "স্মোক্‌ড" মাছ তৈরির কারখানা, রাম নামক মদ ও কাগজ তৈরির শিল্প আছে। এখানে ১৪শ শতকে নির্মিত সেন্ট নিকোলাসের গথিক ধাঁচের গির্জা এবং একটি ঐতিহাসিক জাদুঘর আছে। ফ্লেন্সবুর্গ শহরটি দক্ষিণ শ্লেসভিগ অঞ্চলের কেন্দ্র। কিল ও লুবেক শহরের পরেই এটি শ্লেসভিগ-হোলষ্টাইন রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর।
 
ফ্লেন্সবুর্গ লোকালয়টি ১২শ শতকে প্রতিষ্ঠিত হয়। ১২৮৪ সালে এটি পৌর শহরের মর্যাদা পায়। এরপর এটি বেশ কয়েকবার ডেনমার্ক ও সুইডেনের আক্রমণে শিকার হয়। ১৮৪৮ সালে এটি ডেনমার্ক-নিয়ন্ত্রিত শ্লেসভিগের রাজধানীতে পরিণত হয়। ১৮৬০-এর দশকে শহরটি প্রুশিয়ার অধীনে চলে আসে। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটি গণভোটে এখানকার অধিবাসীরা জার্মানির অন্তর্ভুক্ত হবার ব্যাপারে মত দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্লেন্সবুর্গ জার্মানির একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ছিল এবং মিত্রশক্তির বোমাবর্ষণে শহরটির ব্যাপক ক্ষতি হয়। এখানে প্রায় ৮৫ হাজার লোকের বাস।
৩৪ নং লাইন:
জার্মানিতে ফ্লেন্সবুর্গ বেশ কিছু কারণে পরিচিত। এখানে জার্মানির সমস্ত ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ডাটাবেস বা তথ্যভাণ্ডার সংরক্ষিত আছে। ফ্লেন্সবুর্গে উৎপন্ন বিয়ার ''ফ্লেন্সবুর্গার পিলজেনার'' বা সংক্ষেপে ''ফ্লেন্স'' বিশেষ খ্যাত। ফ্লেন্সবুর্গ শহর জার্মানির সংখ্যালঘু ডেনীয় সম্প্রদায়টির কেন্দ্র শহর।
 
[[Categoryবিষয়শ্রেণী:জার্মানির শহর]]
 
[[af:Flensburg]]
৪১ নং লাইন:
[[da:Flensborg]]
[[de:Flensburg]]
[[el:ΦλένσμπουρκΦλένσμπουργκ]]
[[en:Flensburg]]
[[eo:Flensburg]]