বাংলাদেশে ধর্মবিশ্বাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Laise islam (আলোচনা | অবদান)
Laise islam (আলোচনা | অবদান)
তথ্যসূত্র যোগ/সংশোধন
১ নং লাইন:
 
{{বাংলাদেশের সংস্কৃতি}}
ইসলাম বাংলাদেশে বৃহত্তম ধর্ম। এখানকার প্রায় ৯০.৩৯% লোক ইসলাম ধর্মাবলম্বী। প্রায় ৮.৫৪% লোক হিন্দু। বাকীরা মূলত বৌদ্ধ বা খ্রিস্টান।
{{তথ্যসূত্র}}
{{Pie chart
|thumb = right
|caption = বাংলাদেশের ধর্মবিশ্বাস
|label1 = [[ইসলাম]]
|value1 = 90.39
|color1 = green
|label2 = [[হিন্দু ধর্ম|হিন্দু]]
|value2 = 8.54
|color2= orange
|label3 = [[বৌদ্ধধর্ম|বৌদ্ধ]]
|value3 = 0.60
|color3= yellow
|label4 = [[খ্রিস্টধর্ম|খ্রিস্টান]]
|value4 = 0.37
|color4= Black
|label5 = অন্যান্য
|value5 = 0.14
|colour5= Magenta
}}
 
 
২৮ ⟶ ৭ নং লাইন:
বাংলাদেশ সাংবিধানিক ভাবে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং ধর্মনিরপেক্ষতা হল বাংলাদেশ সংবিধানের চারটি মূলনীতির একটি, যদিও বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এদেশের আইন হল ধর্মনিরপেক্ষ। ব্রিটিশ আমল থেকে এই দেশ ধর্মনিরপেক্ষ আইন দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সংবিধানে উল্লেখ আছে যে, " রাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুশীলনে সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত করবে"। ধর্মের স্বাধীনতা হচ্ছে বাংলাদেশের সংবিধান দ্বারা নিশ্চিত মৌলিক কাঠামো, যেখানে ধর্মীয় পার্থক্য নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকারের আহ্বান জানানো হয় এবং বিভিন্ন ক্ষেএে ধর্মের বৈষম্য নিষিদ্ধ করা হয়। বাংলাদেশ হল কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে অন্যতম এবং এক ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহন করা আইন দ্বারা বৈধ করা হয়।
 
মূল নিবন্ধঃ

বাংলাদেশে ইসলাম
২০১১ সালে বাংলাদেশে মুসলিম জনসংখ্যা ছিল ১৪৬ মিলিয়ন,যা দেশের জনসংখ্যার ৯০%। তাই বাংলাদেশ সংবিধানে ইসলামকে রাষ্টীয় ধর্ম হিসেবে ঘোষণা করে। বিশ্বের চতুর্থ বৃহওম মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ। মুসলমানরা দেশের প্রধান সম্প্রদায় এবং তারা বাংলাদেশের ৮ টি বিভাগে সংখ্যাগরিষ্ঠ্য অবস্থানে আছে। বাংলাদেশের মুসলমানদের ৮৮ ভাগ বাঙালি মুসলমান এবং ২ ভাগ বিহারি মুসলমান।এই দেশের অধিকাংশ মুসলমান সুন্নি, তথাপি একটি ছোট অংশ জুড়ে আছে শিয়া সম্প্রদায়। শিয়াদের অধিকাংশই শহরে বাস করে। শিয়া ধর্মালম্বীরা নবী মুহাম্মদ (সাঃ) এর নাতি হুসাইন ইবনে আলী এর শহীদ হওয়ার দিনটিকে গভীর শোকের সাথে স্বরণ করে। মুসলমানরা ঈদুল ফিতর, ঈদুল আযহা, মুহররম, মিলাদ উন নবী, শব -ই- বরাত ও চাদ রাত সারা দেশে উদযাপন করে। বার্ষিক বিশ্ব ইজতেমা বাংলাদেশের মুসলমানদের বৃহত্তম ও উল্লেখযোগ্য সমাবেশ। বাংলা অঞ্চলের মুসলিম সম্প্রদায় অর্থাৎ (বাংলাদেশ, পশ্চিমবঙ্গ) ভারতের প্রভাবশালী ইসলামি ধারা থেকে স্বাধীনভাবে বিকশিত হয়। বাংলাদেশের মুসলমানদের ইসলামের প্রতি সাধারণ ব্যাক্তিগত অঙ্গীকার সত্বেও ইসলামি রীতিনীতি পালন সামাজিক অবস্থান, স্থানীয় ও ব্যাক্তিগত বিবেচনা অনুযায়ী পরিবর্তিত হয়। গ্রামাঞ্চলে কিছু বিশ্বাস এবং অনুশীলন উপাদান অন্তর্ভুক্ত করে যা থেকে ভিন্ন এবং প্রায়ই গোড়া ইসলামের সাথে দ্বন্দ্ব করে।