কোচি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anupamdutta73 (আলোচনা | অবদান)
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:ভারতের পৌরসংস্থা যোগ
Anupamdutta73 (আলোচনা | অবদান)
৬৪ নং লাইন:
| footnotes =
}}
'''কোচি''' ({{lang-ml|കൊച്ചി}}) বা '''কোচিন''' দক্ষিণ-পশ্চিম [[ভারত|ভারতের]] [[কেরালা]] অঙ্গরাজ্যের একটি বন্দর শহর। এটি [[এর্নাকুলাম জেলা]]র একটি শহর ও পৌর সংস্থাধীনপৌরসংস্থাধীন এলাকা। কেরালা রাজ্যের সবচেয়ে বড় এই শহরটি মালাবার উপকূলে আরব সাগরের তীরে অবিস্থিত। শহরটি একটি সরু ভূখণ্ডের উত্তর প্রান্তে অবস্থিত। এটি দৈর্ঘ্যে ১৯ কিলোমিটার এবং প্রস্থে বহুস্থানে ১ মাইলেরও কম প্রশস্ত। এটি ভারতের মূল ভূখণ্ড থেকে সমুদ্র প্রণালী দ্বারা এবং পশ্চিম ঘাট থেকে আগত নদীসমূহের মোহনা দ্বারা বিচ্ছিন্ন। বর্ষাকালে এই খাঁড়িগুলিতে নৌচালনা করা গেলেও শুষ্ক মৌসুমে এগুলির গভীরতা ২ ফুটেরও কম হয়ে যায়, ফলে মে থেকে আগস্ট পর্যন্ত এগুলিতে কোন নৌপরিবহন সম্ভব হয় না। বড় জাহাজগুলিকে শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে নোঙর ফেলতে হয়। কোচি মালাবার উপকূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। এটি কেরালা রাজ্যের নারকেল তেল উৎপাদনের কেন্দ্র। নারকেল থেকে প্রস্তুত বিভিন্ন দ্রব্য এখানকার প্রধান রপ্তানি দ্রব্য। চাল বাইরে থেকে আমদানি করা হয়। কোচিতে জাহাজ নির্মাণ, করাত কল, মাছ ধরা এবং নারকেলের ছোবড়ার পাটি বানানো এখানকার প্রধান শিল্প। এখানে রয়েছে সরকারী জাহাজ নির্মাণ কারখানা ( কোচিন শিপ ইয়ার্ড )। কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র এবং মৎস্য গবেষণাগার কোচিনে অবস্থিত। এছাড়া কোচিতে একটি তৈল শোধনাগার আছে। এই শহরে আঞ্চলিক কাঁচামাল সরবরাহের উপর ভিত্তি করে রপ্তানীযোগ্য নারিকেল তেল, দড়ি ও মশলা শিল্প গড়ে উঠেছে।
 
==ইতিহাস==
৭১ নং লাইন:
== জনসংখ্যার উপাত্ত ==
ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে কোচি শহরের জনসংখ্যা হল ৬৭৭,৩৮১ জন।<ref name="census">
{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=https://www.census2011.co.in/census/city/459-kochi.html|শিরোনাম=ভারতের ২০১১ সালের আদম শুমারি|সংগ্রহের-তারিখ =২০১৯ জুলাই-৭-২}}</ref> ০১,এর ২০২০মধ্যে |পুরুষ ৪৮.৯৮% ইউআরএলএবং =নারী ৫১.০২%।
https://www.census2011.co.in/census/city/459-kochi.html
| শিরোনাম = ভারতের ২০১১ সালের আদম শুমারি}}</ref> এর মধ্যে পুরুষ ৪৮.৯৮% এবং নারী ৫১.০২%।
 
এখানে সাক্ষরতার হার ৮৬%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৭% এবং নারীদের মধ্যে এই হার ৮৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কোচি এর সাক্ষরতার হার বেশি।
১০৮ ⟶ ১০৬ নং লাইন:
 
===মেট্রো===
'''[[কোচি মেট্রো]]''' শহরের আভ্যন্তরীন পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম। কোচি '''কোচি মেট্রো''' হল ভারতের [[কেরালা]] রাজ্যের বৃহত্তম শহর কোচিতে নির্মাণাধীন মেট্রো রেল।এটিরেল। এটি সম্পূর্ণভাবে উড়ালপথে নির্মাণ করা হচ্ছে।নির্মাণ শেষে এই মেট্রো ব্যবস্থার মোট দৈর্ঘ্য হবে ২৫.৬১২ কিলোমিটার (১৫.৯১৫ মা) কিমি ও মোট স্টেশন সংখ্যা হবে ২৩ টি।২০১৬টি। ২০১৬ সালে এই মেট্রোর নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ শেষ হয় ২০১৭তে।১৭২০১৭তে। ১৭ জুন ২০১৭ সালে কোচি মেট্রোর উদ্ভোদনউদ্বোধন করেল করেন প্রধানমন্ত্রী [[নরেন্দ্র মোদি]]। ১৯ জুন থেকে জনসাধারনের জন্য মেট্রো ব্যবস্থাটি চালু করা হয়।প্রথমহয়। প্রথম ধাপে কোচি মেট্রো অলুভা থেকে পেট্টাহ পর্যন্ত ১৩.৪ কিমি নির্মাণ করা হয়।এইহয়। এই মেট্রো ব্যবস্থাটি পিপিপি মডেলে গড়ে তোলা হচ্ছে।
 
== তথ্যসূত্র ==
'https://bn.wikipedia.org/wiki/কোচি' থেকে আনীত