আগুন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
সংশোধন
৩ নং লাইন:
'''আগুন''' দ্রুত প্রজ্জ্বলনশীল পদার্থের রাসায়নিক বিক্রিয়াবিশেষ। এটি [[তাপোৎপাদী বিক্রিয়া|তাপোৎপাদী]], [[রাসায়নিক বিক্রিয়া#দহন বিক্রিয়া|দহন]] বিক্রিয়ায় পদার্থের দ্রুত [[জারণ]] প্রক্রিয়া। এতে [[তাপ|উত্তাপ]], [[আলো]] সহ বহুবিধ রাসায়নিক উৎপাদ সৃষ্টি হয়।<ref>{{সাময়িকী উদ্ধৃতি | ইউআরএল = http://www.nwcg.gov/pms/pubs/glossary/pms205.pdf | শিরোনাম = Glossary of Wildland Fire Terminology | তারিখ = November 2009 | প্রকাশক = National Wildfire Coordinating Group | সংগ্রহের-তারিখ = 2008-12-18 | পুনশ্চ = <!--None-->}}</ref><ref group=টীকা>ধীর গতির জারণ প্রক্রিয়া যেমন মরিচা পড়া বা পরিপাক এই সংজ্ঞার অন্তর্ভুক্ত নয়</ref> আগুন গরম, কারণ আণবিক [[অক্সিজেন]], O<sub>2,</sub> এর দুর্বল দ্বি-বন্ধন, দহন বিক্রিয়ার উৎপাদ [[কার্বন ডাই অক্সাইড]] ও [[পানি|পানির]] দৃঢ় বন্ধনে রূপান্তরের সময় শক্তি উৎপাদন করে (প্রতি ৩২ গ্রাম O<sub>2</sub> থেকে ৪১৮ kJ শক্তি); জ্বালানীর বন্ধন শক্তি এখানে খুব সামান্যই ভূমিকা পালন করে।<ref name="Schmidt-Rohr 15">{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Why Combustions Are Always Exothermic, Yielding About 418 kJ per Mole of O<sub>2</sub>|বছর=2015|পাতাসমূহ=2094–99|ডিওআই=10.1021/acs.jchemed.5b00333|doi-access=free|শেষাংশ১=Schmidt-Rohr|প্রথমাংশ১=K|সাময়িকী=J. Chem. Educ.|খণ্ড=92|সংখ্যা নং=12|বিবকোড=2015JChEd..92.2094S}}</ref> দহন বিক্রিয়ার একটি নির্দিষ্ট বিন্দু বা জ্বলনাঙ্কে পৌছালে অগ্নিশিখা উৎপন্ন হয়। শিখা হলো আগুনের দৃশ্যমান অংশ। অগ্নিশিখা মূলত কার্বন ডাই অক্সাইড, [[জলীয় বাষ্প]], অক্সিজেন এবং [[নাইট্রোজেন]] নিয়ে গঠিত। যথেষ্ট উত্তপ্ত হলে, গ্যাস আয়নিত হয়ে [[প্লাজমা]] উৎপাদন করতে পারে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.thoughtco.com/what-state-of-matter-is-fire-604300|শিরোনাম=What State of Matter Is Fire or Flame?|শেষাংশ=Ph. D.|প্রথমাংশ=Biomedical Sciences|শেষাংশ২=B. A.|প্রথমাংশ২=Physics and Mathematics|ওয়েবসাইট=ThoughtCo|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2021-03-16|শেষাংশ৩=Facebook|প্রথমাংশ৩=Facebook|শেষাংশ৪=Twitter|প্রথমাংশ৪=Twitter}}</ref> প্রজ্জ্বলিত পদার্থের উপাদান এবং অপদ্রব্যের উপস্থিতির ভিত্তিতে শিখার রং এবং আগুনের তীব্রতা ভিন্ন হয়।
 
আগুনের একটি সাধারণ রূপ হলো অগ্নিদাহ, যা পোড়ানোর মাধ্যমে শারীরিক ক্ষতিও ঘটাতে পারে। আগুন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা সারা বিশ্বের পরিবেশ ব্যবস্থাকে প্রভাবিত করে। আগুনের ইতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে বৃদ্ধি উদ্দীপক হিসেবে কাজ করা এবং বিভিন্ন বাস্তুতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখা। এর নেতিবাচক প্রভাবের মদ্যেমধ্যে রয়েছে জীবন এবং সম্পত্তির ঝুঁকি, [[বায়ু দূষণ|বায়ুমণ্ডলীয় দূষণ]] এবং [[পানি দূষণ]]।<ref>Lentile, ''et al.'', 319</ref> যদি আগুন প্রতিরক্ষামূলক গাছপালার ক্ষতিসাধন করে, তবে ভারী [[বৃষ্টি|বৃষ্টিপাতের]] পানিতে [[ভূমিক্ষয়]] বৃদ্ধি পেতে পারে।<ref>{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Forest Fire and the Natural Soil Erosion Regime in the Colorado Front Range|শেষাংশ২=Moses|প্রথমাংশ২=T. A.|বছর=1987|পাতাসমূহ=245–54|ডিওআই=10.1111/j.1467-8306.1987.tb00156.x|শেষাংশ১=Morris|প্রথমাংশ১=S. E.|সাময়িকী=Annals of the Association of American Geographers|খণ্ড=77|সংখ্যা নং=2}}</ref> এছাড়াও, গাছপালা পুড়লে এতে অবস্থিত [[পটাশিয়াম]] এবং [[ফসফরাস]] [[ছাই]] এরয়ের মধ্যে থেকে পুনঃব্যবহারের জন্য দ্রুত মাটিতে মিশ্রিত হলেও, [[নাইট্রোজেন]] বায়ুমণ্ডলে মুক্ত হয়ে যায়। আগুনের কারণে নাইট্রোজেনের এই ক্ষয় দীর্ঘমেয়াদীভাবে মাটির উর্বরতা হ্রাস করে। তবে এই উর্বরতা সম্ভবত পুনরুদ্ধার করা যেতে পারে [[নাইট্রোজেন সংবদ্ধকরণ]] এর মাধ্যমে, যেমনটা [[বজ্রপাত]] ও নাইট্রোজেন সংবদ্ধকারী লিগিউম জাতীয় উদ্ভিদ যেমন [[মটরশুঁটি]], শিম বায়ুমন্ডলেবায়ুমণ্ডলে উপস্থিত আণবিক নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করার ক্ষেত্রে দেখা যায়।
 
জমি সাফাই, [[রান্না|রন্ধন]], তাপ ও আলো উৎপাদন, সংকেত প্রদান, যন্ত্রের চালিকাশক্তি, ধাতু বিগলন, বর্জ্য পোড়ানো, অগ্নিসংস্কার এবং ধ্বংসের অস্ত্র বা মাধ্যম হিসেবে মানব জাতি আগুন ব্যবহার করেছে। আগুনের আবিষ্কার ও নিয়ন্ত্রণ, মানব সভ্যতার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.smithsonianmag.com/science-nature/why-fire-makes-us-human-72989884/|শিরোনাম=Why Fire Makes Us Human|শেষাংশ=Adler|প্রথমাংশ=Jerry|ওয়েবসাইট=Smithsonian Magazine|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2021-03-26}}</ref> প্রায় ১০ লক্ষ বছর আগে ''[[হোমো ইরেক্টাস]]'' কর্তৃক আগুন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.sciencedaily.com/releases/2012/04/120402162548.htm|শিরোনাম=Evidence that human ancestors used fire one million years ago|ওয়েবসাইট=ScienceDaily|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2021-03-26}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.discovermagazine.com/the-sciences/archaeologists-find-earliest-evidence-of-humans-cooking-with-fire|শিরোনাম=Archaeologists Find Earliest Evidence of Humans Cooking With Fire|ওয়েবসাইট=Discover Magazine|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2021-03-26}}</ref>
১২ নং লাইন:
{{মূল নিবন্ধ|দহন বিক্রিয়া}}
[[File:Fire triangle bn.svg|অগ্নি ত্রিভুজ।|বাম|ফ্রেম]]
আগুন শুরুপ্রজ্জ্বলিত হয় যখন, পর্যাপ্ত পরিমাণ [[জারক]] যেমন অক্সিজেন গ্যাস বা অন্য বা অক্সিজেন সমৃদ্ধ যৌগ সমন্বিত একটি দাহ্য পদার্থ (যদিও অক্সিজেন বিহীন জারক বিদ্যমান), ঐ [[জ্বালানী]]/জারক মিশ্রণের জ্বলনাঙ্কের অধিক তাপমাত্রার কোনো উৎসের সংস্পর্শে আসে এবং দ্রুত জারণের একটি হার বজায় রাখতে পারে, যার ফলশ্রুতিতে একটি [[শৃঙ্খল বিক্রিয়া]] বা চেইন রিঅ্যাকশন উৎপাদিত হয়। এটাকে সাধারণভাবে [[অগ্নি ত্রিভুজ]] বলা হয়। সঠিক অনুপাতে এই সব উপাদানের উপস্থিতি ছাড়া আগুনের অস্তিত্ব থাকতে পারে না। উদাহরণস্বরূপ, একটি দাহ্য তরল শুধুমাত্র জ্বালানী এবং অক্সিজেন সঠিক অনুপাতে থাকলেই প্রজ্জ্বলিত হবে। কিছু জ্বালানী-অক্সিজেন মিশ্রণে [[অনুঘটন|অনুঘটক]] প্রয়োজন হতে পারে, যা বিক্রিয়ায় গৃহীত হয় না কিন্তু দহনের সময় কোন রাসায়নিক বিক্রিয়ায় যোগ করা হলে, বিক্রিয়কসমূহকে অধিক দাহ্য করতে সক্ষম।
 
একবার প্রজ্বলিত হলে, শৃঙ্খল বিক্রিয়া সংঘটনের মাধ্যমে আগুন দহন প্রক্রিয়ায় আরো তাপ শক্তি মুক্ত করার মাধ্যমে নিজের তাপ বজায় রাখতে পারে এবং যদি একটি জারক এবং জ্বালানী ক্রমাগত সরবরাহ করা হয় তবে আরও বিস্তৃতও হতে পারে।
 
যদি পারিপার্শ্বিক বায়ুর অক্সিজেন জারক হিসেবে কাজ করে, তবে [[মহাকর্ষ|মাধ্যাকর্ষণ শক্তি]] অথবা ত্বরণ দ্বারা সৃষ্ট অনুরূপ কোনো শক্তির উপস্থিতি, [[তাপ সঞ্চালন#পরিচলণ|পরিচলনের]] জন্য অপরিহার্য, যা দহন বিক্রিয়ার উৎপাদ অপসারণ করে আগুনে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে। মাধ্যাকর্ষণ ছাড়া, আগুন দ্রুত তার নিজস্ব দহন উৎপাদ এবং বাতাস থেকে অ-জারক গ্যাসসমূহ দ্বারা নিজেকে ঘিরে ফেলে, যা অক্সিজেনের অভাব তৈরী করে আগুন নিভিয়ে দেয়। এই কারণে, কক্ষপথে ইনারশিয়াল বা জড় উড্ডয়নকালে [[মহাকাশযান|মহাকাশযানে]] অগ্নিকাণ্ডের ঝুঁকি খুব কম।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.youtube.com/watch?v=fuFftT6ZR4k|শিরোনাম=Ask Astronaut Greg Chamitoff: Light a Match!|শেষাংশ=NASA Johnson|তারিখ=29 August 2008|মাধ্যম=ইউটিউব|সংগ্রহের-তারিখ=২১ মার্চ ২০২১}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://io9.gizmodo.com/how-does-fire-behave-in-zero-gravity-5779127|শিরোনাম=How does fire behave in zero gravity?|শেষাংশ=Inglis-Arkell|প্রথমাংশ=Esther|ওয়েবসাইট=|ভাষা=en-us|সংগ্রহের-তারিখ=2021-03-20}}</ref> তবে পরিচলন ছাড়া অন্য কোন প্রক্রিয়ার মাধ্যমে আগুনে অক্সিজেন সরবরাহ করা হলে এটা প্রযোজ্য হবে না।
 
অগ্নি ত্রিভুযেরত্রিভুজের যে কোন একটি উপাদান অপসারণ করেই আগুন নিভিয়ে ফেলা যেতে পারে। একটি স্বাভাবিক গ্যাস শিখা বিবেচনা করা যাক, যেমনটা চুলায় পাওয়া যায়। নিচের যে কোন একটি প্রক্রিয়া অনুসরণ করে আগুন নিভিয়ে ফেলা যেতে পারে:
 
* গ্যাস সরবরাহ বন্ধ করা, যা জ্বালানী উৎস অপসারণ করে;
৫২ নং লাইন:
== অগ্নি বাস্তুবিদ্যা ==
{{মূল নিবন্ধ|অগ্নি বাস্তুবিদ্যা}}
প্রতিটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের নিজস্ব অগ্নি ব্যবস্থা আছে এবং ঐ বাস্তুতন্ত্রের জীবসেইজীবসত্তাগুলো অগ্নি শাসনের সাথে অভিযোজিত বা তার উপর নির্ভরশীল। অগ্নি ব্যবস্থা বলতে বোঝানো হচ্ছে দীর্ঘকালীন কোনো এলাকায় [[দাবানল|দাবানলের]] নমুনা ও তীব্রতা। আগুন ভিন্ন ভিন্ন পর্যায়ে বিভিন্ন জীবের আবাসস্থলের বৈচিত্র্য তৈরি করে।<ref>{{সাময়িকী উদ্ধৃতি|ইউআরএল=https://en.wikipedia.org/w/index.php?title=Ecology:_From_Individuals_to_Ecosystems&oldid=993708320|শিরোনাম=Ecology: From Individuals to Ecosystems|তারিখ=2020-12-12|সাময়িকী=Wikipedia|ভাষা=en}}</ref> উদ্ভিদ, প্রাণী এবং জীবাণুর বিভিন্ন প্রজাতি একটি নির্দিষ্ট পর্যায় নিজের কাজে লাগানোর জন্য বিশেষায়িত হয়ে ওঠে এবং এই বিভিন্ন ধরনের বৈচিত্র্য তৈরি করে, আগুন একটি বাস্তুতন্ত্রের মধ্যে অধিক সংখ্যক প্রজাতির উপস্থিত থাকার সুযোগ তৈরি করে।
 
== জীবাশ্ম প্রমাণ ==
৬৯ নং লাইন:
আগুনের অসংখ্য আধুনিক প্রয়োগ রয়েছে। বৃহত্তর অর্থে, পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই প্রতিদিনি একটি নিয়ন্ত্রিত ব্যবস্থায় আগুন ব্যবহার করে। [[অন্তর্দহন ইঞ্জিন]] বিশিষ্ট যানবাহন ব্যবহারকারীরা প্রতিবার গাড়ি চালানোর সময় আগুন ব্যবহার করে। [[বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র|তাপবিদ্যুৎ কেন্দ্র]] থেকে বিদ্যুৎ সরবরাহ করে মানুষের চাহিদার একটি বড় অংশ পূরণ করা হয়।
[[চিত্র:Royal Air Force Bomber Command, 1942-1945. CL3400.jpg|বাম|থাম্ব|১৯৪৩ সালের জুলাই মাসে চারটি আগ্নেয় বোমা হামলার পর [[হামবুর্গ]], যা আনুমানিক ৫০,০০০ লোককে হত্যা করে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://news.bbc.co.uk/2/shared/spl/hi/pop_ups/03/europe_german_destruction/html/4.stm|শিরোনাম=BBC News {{!}} In Pictures|ওয়েবসাইট=news.bbc.co.uk|সংগ্রহের-তারিখ=2021-03-24}}</ref> ]]
যুদ্ধে আগুন ব্যবহারের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। আগুন সব প্রারম্ভিক তাপীয় অস্ত্রের ভিত্তি হিসেবে কাজ করেছে। [[ট্রোজান যুদ্ধ|ট্রোজান যুদ্ধের]] সময় একটি [[ট্রয়ের ঘোড়া|কাঠের ঘোড়ায়]] লুকিয়ে, গ্রীকগ্রিক সৈন্যদের [[ট্রয়]] পুড়িয়ে ফেলার ঘটনা [[হোমার]] বর্ণনা করেছেন। পরবর্তীতে [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন]] নৌবহর জাহাজ ও সৈন্য আক্রমণ করতে [[প্রাচীন গ্রিস|গ্রীকদেরগ্রিকদের]] তৈরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধে]], পদাতিক বাহিনী সর্বপ্রথম আধুনিক ফ্লেমথ্রোয়ার বা অগ্নি-বর্ষক ব্যবহার করে এবং [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধে]] সফলভাবে সশস্ত্র যানবাহনে এই অস্ত্র সংযুক্ত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, [[দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি|অক্ষ]] এবং [[দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি|মিত্রশক্তি]] উভয়েই সমানভাবে আগ্নেয় বোমা ব্যবহার করে, উল্লেখযোগ্যভাবে [[টোকিও]], [[রটার্ডাম]], [[লন্ডন]], [[হামবুর্গ]] এবং কুখ্যাতভাবে [[ড্রেসডেন|ড্রেসডেনে]]।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.bbc.com/news/world-europe-51448486|শিরোনাম=Dresden: The World War Two bombing 75 years on|তারিখ=2020-02-13|কর্ম=BBC News|সংগ্রহের-তারিখ=2021-03-29|ভাষা=en-GB}}</ref> মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বাহিনী যুদ্ধের শেষ মাসগুলোতে জাপানি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যাপকভাবে আগ্নেয় বোমা প্রয়োগ করে ও প্রাথমিকভাবে কাঠ এবং কাগজের বাড়ি নির্মিত সমগ্র শহর ধ্বংস করে। ১৯৪৪ সালের জুলাই মাসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তারা [[নাপ্লাম বোমা]] ব্যবহার শুরু করে; যদিও [[ভিয়েতনাম যুদ্ধ|ভিয়েতনাম যুদ্ধের]] আগ পর্যন্ত এর ব্যবহার জনগণের মনোযোগ আকর্ষণ করেনি,<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.globalsecurity.org/military/systems/munitions/napalm.htm|শিরোনাম=Napalm|ওয়েবসাইট=www.globalsecurity.org|সংগ্রহের-তারিখ=2021-03-23}}</ref> এ যুদ্ধে [[মলটভ ককটেইল]] ও ব্যবহার করা হয়।
 
=== জ্বালানী হিসেবে ব্যবহার ===
'https://bn.wikipedia.org/wiki/আগুন' থেকে আনীত