বারাসত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৭ নং লাইন:
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল {{coor d|22.23|N|88.45|E|}}।<ref name="ভূ-অবস্থান">{{ওয়েব উদ্ধৃতি | সংগ্রহের-তারিখ = সেপ্টেম্বর ২৫, ২০০৬ | ইউআরএল = http://www.fallingrain.com/world/IN/28/Barasat.html | শিরোনাম = Barasat | কর্ম = Falling Rain Genomics, Inc |ভাষা=ইংরেজি}}</ref> সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪&nbsp;[[মিটার]] (১৩&nbsp;[[ফুট]])।
== ইতিহাস ==
শক্তিশালী [[মুঘল সাম্রাজ্য|মুঘল সাম্রাজ্যের]] রাজত্বকালে, রাম সুন্দর মিত্র বারাসত শহরে লামিনার পেয়েছিলেন। যশোরের রাজা [[প্রতাপাদিত্য|প্রতাপাদিত্যের]] সেনাপতি শঙ্কর চক্রবর্তী ১৬০০ সালে বারাসত এসে বারাসত শহরের প্রতিষ্ঠা করেন। মুসলিম সাধু হযরত একদিল শাহ ১৭০০ খ্রিস্টাব্দে বারাসাতের কাজিপাড়ায় বসবাস শুরু করেন। কাজিপাড়ায় অবস্থিত তাঁর সমাধিটি মুসলিম সম্প্রদায়ের তীর্থস্থান। ব্রিটিশ রাজের সময়, কোম্পানির আধিকারিকরা বারাসতকে সপ্তাহান্তের অবসর যাপনের স্থান হিসাবে প্রতিষ্ঠিত করেন। তাঁরা বারাসাত শহরের বিভিন্ন জায়গায় অনেক বাগান বাড়ি তৈরি করেছিলন। [[ওয়ারেন হেস্টিংস]] বারাসাত শহরের প্রাণকেন্দ্রে তাঁর ভিলা তৈরি করেন। খ্যাতিমান লেখক [[বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়]] ছিলেন এই শহরের প্রথম ভারতীয় উপ-ম্যাজিস্ট্রেট। শহরের আশেপাশে নীলচাষ একটি বড় ব্যবসায় পরিণত হয়।
 
ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে, প্রথমবারের মতো [[ইউরোপ]] থেকে ভারতে আগত নতুন নিয়োগকারী ও ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য বারাসাতে ''বারাসত ক্যাডেট কলেজ'' নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজটি ১৮১১ সালে বন্ধ হয়ে যায়।
 
== জনসংখ্যা ==