বনগাঁ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৩৬ নং লাইন:
===রেলপথ===
[[File:Bangaon Rail Station.jpg|thumb|right|250px|বনগাঁ রেল স্টেশনের প্রবেশ পথ।]]
বনগাঁ শহরের একটি রেলওয়ে স্টেশন রয়েছে। স্টেশনটি একটি জংশন স্টেশন হিসাবে গড়ে উঠেছে। স্টেশনটি বনগাঁ-রানাঘাট রেলপথ ও বনগাঁ শিয়ালদহ রেলপথের প্রান্তিক হিসাবে কার্যক্রম পরিচালনা করে। ভারতীয় রেলের অন্তর্ভুক্ত [[বনগাঁ রেলওয়ে স্টেশন]]টি বনগাঁ শহরে রেল পরিষেবা প্রদান করে। স্টেশনটি ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।
ভারতীয় রেলের [[বনগাঁ রেলওয়ে স্টেশন]] বনগাঁ শহরে রেল পরিষেবা প্রদান করে। এটি ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই স্টেশনটি বনগাঁ-শিয়ালদহ রেলপথ ও বনগাঁ-[[রানাঘাট]] রেলপথের প্রান্তীক বা অন্তিম স্টেশন। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৪০ জোড়ার বেশি লোকাল ট্রেন চলাচল করে।
 
[[কলকাতা শহরতলি রেল|কলকাতা শহরতলি রেলের]] মাধ্যমে স্টেশনে রেল পরিষেবা চালু রয়েছে। বনগাঁ-শিয়ালদহ রেলপথের মাধ্যমে বনগাঁ-শিয়ালদহ লোকাল, বনগাঁ-বারাসাত লোকাল, বনগাঁ-মাঝেরহাট লোকাল ও বনগাঁ-ক্যানিং লোকালসমূহ চলাচল করে। অপরদিকে বনগাঁ-[[রানাঘাট]] রেলপথের মাধ্যমে বনগাঁ-রানাঘাট লোকাল, বনগাঁ-শান্তিপুর লোকাল, বনগাঁ-লালগোলা লোকাল চলাচল করে। <!--এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৪০ জোড়ার বেশি লোকাল ট্রেন চলাচল করে।-->
প্রধান লোকাল ট্রেন গুলি-
* বনগাঁ-শিয়ালদহ লোকাল
* বনগাঁ-রানাঘাট লোকাল
* বনগাঁ-বারাসাত লোকাল
* বনগাঁ-শান্তিপুর লোকাল
* বনগাঁ-মাঝেরহাট লোকাল
* বনগাঁ-ক্যানিং লোকাল
 
==শিক্ষা প্রতিষ্ঠান==