বাঁকুড়া সদর মহকুমা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৩৯ নং লাইন:
==দর্শনীয় স্থান==
===এক্তেশ্বর শিবমন্দির===
{{main|এক্তেশ্বর}}
[[বাঁকুড়া]] শহরের উপকণ্ঠে [[দ্বারকেশ্বর নদ|দ্বারকেশ্বর নদের]] তীরে অবস্থিত [[এক্তেশ্বর]] অঞ্চলে একটি প্রাচীন [[শিব|শিবমন্দির]] অবস্থিত। অনেকে এই মন্দিরের শিবকে "একপাদেশ্বর" মনে করেন, যা শিবের একটি বিরল রূপভেদ।<ref>{{cite web | url =http://www.templenet.com/abode.html|title = Abodes of Shiva | access-date = 2009-08-15 | publisher = Temple Net}}</ref> যদিও বর্তমানে পূজিত বিগ্রহটি একপাদেশ্বরের নয়। অতীতে কখনও তা ছিল কিনা তাও নিশ্চিতরূপে বলা যায় না। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী, এক্তেশ্বরের শিব স্বয়ং [[মল্লভূম]] ও [[সামন্তভূম]] রাজ্যের সীমানা-সংক্রান্ত বিবাদ মীমাংসা করেছিলেন।<ref>Ghosh, Binoy, p. 367</ref> এক্তেশ্বর শিবের নামানুসারেই এই অঞ্চলের নামকরণ হয়েছিল। মন্দিরটি নির্মাণ করেছিলেন [[বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা|বিষ্ণুপুরের]] [[মল্লভূম|মল্ল রাজবংশ]]। আদি মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত হয়। পরবর্তীকালে বেলেপাথর ও ইটের কিছু অংশ এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়। মন্দিরটির কিছু বিশেষত্ব রয়েছে। এই মন্দিরের গঠন অত্যন্ত শক্তপোক্ত, যা সচরাচর বাংলার মন্দিরগুলিতে দেখা যায় না। তাছাড়া মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যশৈলী অনুযায়ী নির্মিত হয়নি। মন্দিরের উপরিভাগ সম্ভবত ভগ্ন, তাই এটিকে অসম্পূর্ণ দেখায়।<ref>Ghosh, Binoy, ''Paschim Banger Sanskriti'', (in Bengali), part I, 1976 edition, p. 368, Prakash Bhaban</ref> [[চৈত্র]] মাসে [[চড়ক পূজা]] এই মন্দিরের একটি প্রধান উৎসব।<ref>O’Malley, L.S.S., ICS, ''Bankura'', ''Bengal District Gazetteers'', pp. 195–199, 1995 reprint, first published 1908, Government of West Bengal</ref>