বাউন্ডারি (ক্রিকেট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান সংশোধন
৬ নং লাইন:
[[File:Boundary rope.jpg|thumb|right|240px|একটি চিরাচরিত দড়ির সীমানা]]
 
[[ক্রিকেট বল]] যখন সীমানার ভিতরে থাকে তখন তা লাইভ থাকে। যখন বলটি প্রায় বাউন্ডারি স্পর্শ করে, বাউন্ডারির বাইরে চলে যায়, বা কোনও [[fielding positions in cricket|ফিল্ডার]] যিনি নিজে হয় বাউন্ডারিটি স্পর্শ করেন বা তার বাইরে চলে যান তখন বলটি [[Dead ball#Cricket|মৃত]] হয় এবং ব্যাটিং পক্ষটি সাধারণত বাউন্ডারির ওপরে বল মারার জন্য ৪ বা ৬ রান লাভ করে। এই নিয়মের কারণে সীমানার কাছাকাছি ফিল্ডাররা দৌড়ানোর সময় বা ডাইভিংয়ের সময় বলটিকে সরাসরি তুলে নেওয়ার পরিবর্তে বাধা দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করেন। কারনকারণ গতিশীলতার করণে ধরা বল সহ ফিল্ডার দড়ির বাইরে চলে যেতে পারেন। তারপরে তাঁরা মাঠে ফিরে বলটি তুলে নিয়ে বোলারের কাছে ছুঁড়ে দেন।
 
২০১০ সালে আইনে একটি পরিবর্তন ঘোষণা করা হয়েছিল যে কোনও ফিল্ডার বাউন্ডারির পেছন থেকে লাফিয়ে উঠে বায়ুবাহিত বলকে প্রতিহত করে মাঠে ফিরিয়ে দিতে পারবেন না। <ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Explanation of the changes between the 3rd Edition and 4th Edition of the 2000 Code of the Laws of Cricket|ইউআরএল=http://www.mbromcl.org.uk/lawchanges.pdf}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=October 2010 Laws of cricket changes – Ball over the boundary|ইউআরএল=https://www.youtube.com/watch?v=tkq_kBUi13c|কর্ম=Lords Cricket Ground|সংগ্রহের-তারিখ=14 November 2013}}</ref>