৫,৮৯২টি
সম্পাদনা
Aishik Rehman (আলোচনা | অবদান) অ (বানান ও অন্যান্য সংশোধন, বানান সংশোধন: / → / (4) অউব্রা ব্যবহার করে) |
(সম্প্রসারণ) |
||
| powers = কল্যাণমূলক
}}
'''মীনা''' দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি [[কার্টুন]] ধারাবাহিক ও [[কমিক বই]]। সেই সাথে এই কার্টুন ধারাবাহিকের মূল চরিত্র বাংলা ভাষায় নির্মিত কার্টুনগুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় চরিত্র।
[[চিত্র:মীনা.jpg|250px|thumb|মীনা কার্টুন ধারাবাহিকের মূল চরিত্র ''মীনা'']]
== নির্মাণ ইতিহাস ==
১৯৯১ থেকে ২০০০ সালকে দক্ষিণ এশিয়ার মেয়েশিশুদের দশক ঘোষণা করেছিল জাতিসংঘ। জাতিসংঘ শিশু তহবিল এটি প্রসারের দায়িত্ব নেয়। সে সময় ডেনমার্ক সরকার দক্ষিণ এশিয়াতে অ্যানিমেশন কার্টুন তৈরির জন্য অর্থসহায়তা দেয়ার প্রস্তাব দিলে বাংলাদেশ রাজি হয়। মীনা কার্টুন ১৯৯০ সালে ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ বিভাগের নিল ম্যাককি ও কোল ডজের নেতৃত্ব যাত্রা শুরু করে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.tbsnews.net/feature/panorama/meenas-journey-three-decades-136906|শিরোনাম=Meena’s journey of three decades|তারিখ=2020-09-24|ওয়েবসাইট=The Business Standard|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2021-04-08}}</ref> ইউনিসেফের যোগাযোগ বিভাগের প্রধান কানাডীয় নিল ম্যাককির নির্দেশনায় ইউনিসেফের যোগাযোগ বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ পরিকল্পনা করেন। এ অঞ্চলের সব দেশের মানুষের কথা বিবেচনা করে মীনা নামটি প্রস্তাব করা হয়। ভারতের মুম্বাইয়ের রামমোহন প্রতিটি চরিত্রের পোশাক কী হবে, তাদের অবয়ব কী হবে, সেগুলো আঁকেন। মীনা কার্টুনের প্রথম পর্ব ‘মুরগিগুলো গুণে রাখ’ ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের অ্যানিমেশন স্টুডিও হানা বারবারায় তৈরি করা হয়। পরে মীনা কার্টুন মুম্বাইয়ের রামমোহন স্টুডিওতে তৈরি হয়। এখন বাংলাদেশেই মীনা কার্টুন তৈরি হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.prothomalo.com/bangladesh/‘এটি-একটি-ভালো-কাজ-হয়েছে’|শিরোনাম='এটি একটি ভালো কাজ হয়েছে'|শেষাংশ=প্রতিবেদক|প্রথমাংশ=নিজস্ব|ওয়েবসাইট=Prothomalo|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2021-04-08}}</ref> মীনা কার্টুন তৈরিতে র্যাচেল কার্নেগি ইউনিসেফের মীনা প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করেন। নুজহাত শাহজাদি ও ভারতের মীরা আঘি প্রকল্পে যুক্ত ছিলেন।কার্টুনের থিম গানের গায়িকা বলিউডের সুষমা শ্রেষ্ঠ। <ref name=":0" />
== চরিত্রসমূহ ==
|