উইকিপিডিয়া:সাধারণ দাবিত্যাগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+ সংশোধন
৩ নং লাইন:
<div style="text-align: center; font-size: x-large; padding: 1em;">'''উইকিপিডিয়া মেয়াদের কোনো নিশ্চয়তা দেয় না'''</div>
 
উইকিপিডিয়া হচ্ছে ইন্টারনেটভিত্তিক, মুক্ত বা ফ্রি বিষয়বস্তু বিশিষ্ট, এবং সহযোগীতামূলক কর্মকাণ্ডের দ্বারা তৈরি একটি বিশ্বকোষ। অর্থাৎ, স্বেচ্ছাসেবক সংগঠন বা নিজস্ব কোনো গোষ্ঠী বা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে কেউ, জ্ঞানের সাধারণতসাধারণ উৎসগুলো থেকে মানুষের জ্ঞানের বিকাশে সহায়তা করে। এই প্রকল্পের গাঠনিকপরিচালনা ব্যবস্থাপদ্ধতি, ইন্টারনেট সংযোগ আছে এমন যে কাউকে কোনো নিবন্ধ থেকে তার বিষয়বস্তু মুছে ফেলার ক্ষমতা দেয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, আপনাকে—সম্পূর্ণ, নির্ভুল, এবং নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করার জন্য, এখানে কোনো নিবন্ধের প্রাপ্ত কোনো তথ্য বা বিষয়বস্তু নিয়মিত নিরীক্ষা, পুর্ননিরীক্ষা করা হয় না, এমন কী বিশেষজ্ঞের দ্বারা বিষয়বস্তু যাচইও করা হয় না।
 
এটা এজন্য বলা হয়নি যে আপনি উইকিপিডিয়াতে মূল্যবান ও নির্ভুল তথ্য পাবেন না; বরং বেশিরভাগ ক্ষেত্রে আপনি তা পাবেন। যদিও, '''উইকিপিডিয়া এখানে থাকা কোনো তথ্যের মেয়াদের নিশ্চয়তা দেয় না।''' কোনো নিবন্ধের বিষয়বস্তু বা এর অংশবিশেষ সাম্প্রতিককালে পরিবর্তন হতে পারে, অথবা ঐ বিষয়ে জ্ঞানের ঘাটতি আছে, বা ঐ তথ্যগুলো রাখতে চান না—এমন কারো দ্বারা ধ্বংস বা মুছে ফেলাও হতে পারে। উল্লেখ্য, অন্যান্য বিশ্বকোষ ও তথ্যসূত্রেরও এই সদৃশ [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া ব্যতীত দাবিত্যাগ|দাবিত্যাগ]] রয়েছে।
২৪ নং লাইন:
 
=== বিষয়বস্তুর আইনগত অধিকার ও বৈধতা ===
উইকিপিডিয়ায় প্রদর্শিত তথ্যসমূহ আপনি যেখানে এই তথ্য দেখছেন, সেখানকার বিচারব্যবস্থা অনুযায়ী আইন লঙ্ঘনীয় হতে পারে। উইকিপিডিয়ার তথ্যসমূহ [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] [[ফ্লোরিডা]] অঙ্গরাজ্যের একটি সার্ভারে সংরক্ষিত, এবং এটি সেখানকার আঞ্চলিক ও ফেডারাল আইন অনুযায়ী সংরক্ষণ করা হয়। আপনার দেশের আইন হয়তো সেখানকার আইনের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না। উইকিপিডিয়া আইন লঙ্ঘন করাকে সমর্থন বা উৎসাহিত করে না; এবং তাই কোনো আইন লঙ্ঘনের দায়দায়িত্ব উইকিপিডিয়া গ্রহণ করবে না। এই ডোমেইনের বিভিন্ন লিঙ্কে থাকা তথ্যসমূহে আপনি নতুন কিছু সংযুক্ত, ব্যবহার, বণ্টন, পুর্নউৎপাদন, বা পুর্নপ্রকাশিতপুর্নপ্রকাশ করতে পারেন।
 
=== কোনো পেশাগত পরামর্শ নয় ===