লীলা মজুমদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
[[file:লীলা মজুমদার.jpg|thumb|লীলা মজুমদার]]
 
'''লীলা মজুমদার''' ([[ফেব্রুয়ারি ২৬]], ১৯০৮ - [[এপ্রিল ৫]], ২০০৭) একজন [[ভারত|ভারতীয়]] [[বাঙালি]] লেখিকা। তিনি [[কলকাতা|কলকাতার]] রায় পরিবারের প্রমদারঞ্জন রায় ও সুরমাদেবীর সন্তান (বিবাহপূর্ব নাম লীলা রায়)। তার জন্ম রায় পরিবারের [[গড়পাড়]] রোডের বাড়িতে। [[উপেন্দ্রকিশোর রায়চৌধুরী]] (যাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়) ছিলেন প্রমদারঞ্জনের ভাইদাদা এবং লীলার কাকা।জ্যাঠামশাই । সেইসূত্রে লীলা হলেন [[সুকুমার রায়|সুকুমার রায়ের]] খুড়তুতো বোন এবং [[সত্যজিৎ রায়|সত্যজিৎ রায়ের]] পিসি।
 
লীলার বাল্যজীবন কাটে [[শিলং|শিলঙে]] যেখানকার লরেটো কনভেন্টে তিনি পড়াশোনা করেন। [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ের]] ইংরাজী পরীক্ষায় তিনি ইংরাজীতে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। তিনি বহু সংখ্যক বাংলা গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনা করে নানান পুরস্কার ও সম্মানে ভূষিত হন। তিনি অনেক শিক্ষামূলক রচনা ও রম্যরচনা ইংরাজী থেকে বাংলায় অনুবাদও করেন।