ওয়েভস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Taytime (আলোচনা | অবদান)
Taytime (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
'''মার্কিন নৌবাহিনী সংরক্ষিত শাখা (নারী শাখা)''' কিংবা ওয়েভস '''(উইমেন অ্যাকসেপ্টিং ফর ভলান্টিয়ার ইমার্জেন্সী সার্ভিস)''' ছিলো [[মার্কিন নৌবাহিনী]]র [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] চলাকালীন সময়ে নারী নাবিক দ্বারা গঠিত নৌ সামরিক শাখা। ১৯৪২ সালের ২১শে জুলাই [[মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট]] এই নারীদের নৌবাহিনী ঢোকার অনুমোদন দেয় এবং এই সংক্রান্ত কাগজে রাষ্ট্রপতি [[ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট]] স্বাক্ষর করেন ৯ দিন পর অর্থাৎ ৩০শে জুলাই। খুব দ্রুত নারীদের নাবিক হিসেবে যোগ দানের প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং নারী নাবিকেরা ছয় মাসের মৌলিক সামরিক প্রশিক্ষণ (রিক্রুট প্রশিক্ষণ) প্রাপ্ত হচ্ছিলেন। অপরদিকে নারী কর্মকর্তাক্যাডেটদের মৌলিক সামরিক প্রশিক্ষণমেয়াদ ছিলো ১ বছর এবং এটা মার্কিন নৌ একাডেমীতে হচ্ছিলো। ওয়েভস মূলত [[মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী]]র [[মহিলা সৈন্য শাখা]]র মতো সামরিক বাহিনীর একটি সাহায্যকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছিলো। এই ওয়েভস প্রতিষ্ঠানটির প্রথম পরিচালক ছিলেন মিলড্রেড এইচ. ম্যাকআফে যিনি ১৯৪২ সালেই মার্কিন নৌবাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে যোগ দেন, তিনি মূলত একজন স্টাফ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন।
 
যারা নারী নাবিক হিসেবে যোগ দিতে ইচ্ছুক তাদেরকে উচ্চ বিদ্যালয় উত্তীর্ণ কিংবা ডিপ্লোমা প্রশিক্ষণ ধারী হতে হতো আর কর্মকর্তাদেরকে বিশ্ববিদ্যালয় স্নাতক হতে হতো। নারী নাবিকরা সর্বোচ্চ পদোন্নতি পেতেন আর কর্মকর্তারা সর্বোচ্চ ক্যাপ্টেন পর্যন্ত উঠতে পারতেন।
==প্রশিক্ষণ==
[[File:Waves recruiting poster (cropped to people).jpg|thumb|left|alt=Two WAVES women in summer dress uniforms walking side by side down a city street|[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] চলাকালীন ওয়েভসে যোগ দানে উদ্বুদ্ধ করার জন্য একটি বিজ্ঞপ্তি]]