বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kamrul Hasan 20 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Taytime (আলোচনা | অবদান)
→‎ওয়েভস: নতুন অনুচ্ছেদ
৯৩ নং লাইন:
::আমি বুঝতে পেরেছি যে আপনি প্রচুর সময় ব্যয় করেছেন। আপনার উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু মানচিত্রগুলি যোগ করতে চাইলে খুবই ছোট আকারে করতে হবে, যাতে ছকটা পাঠযোগ্য থাকে এবং এর আকৃতি যেন বিকৃত না হয়। সবগুলি মানচিত্র অনুভূমিকভাবে একই প্রস্থের হতে হবে। কিন্তু সব দেশের আকৃতি তো একই রকম নয়, তাই একই প্রস্থ রাখলেও কোনও কোনও সারির উপরে নিচে ছোট হবে, আবার কোনও কোনও সারি উপরে-নিচে অনেক লম্বা হয়ে যাবে, ফলে দেখতে অদ্ভূত লাগবে। আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাই না, কিন্তু আমার মতে এত দীর্ঘ একটা তালিকাতে সারিতে সারিতে বিভিন্ন উল্লম্ব দৈর্ঘ্যের মানচিত্র যোগ করলে পুরো জিনিসটা বেখাপ্পা হয়ে যাবার ঝুঁকি বেশি। অন্যান্য ভাষার উইকিতেও মনে হয় একারণে মানচিত্র দেওয়া হয়নি। আমি দুঃখিত যে আপনার সম্পাদনাগুলিকে রোলব্যাক করতে হয়েছে। তার পরেও আপনি আপনার নিজস্ব খেলাঘরে বা [[User:Kamrul Hasan 20/ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকা]] এই পাতাটাতে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন। যদি দৃষ্টিকটু না হয়, বা পাঠযোগ্যতা ঠিক থাকে, তাহলে মানচিত্রসহ সংস্করণ যোগ করা যেতে পারে। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ১১:১২, ১৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
{{re|Zaheen}} আচ্ছা ভাইয়া পাঠযোগ্যতা ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? বর্তমানে নিবন্ধটিতে মোবাইল ভার্সনে ৩টা কলাম দেখা যায়।মানচিত্র দিলে ৩য় কলাম আংশিক দেখা যায়,এটা কি অপাঠযোগ্য? আর [[user:.....]] এরকম পাতার বিশেষত্ব কি? এটা সম্পর্কে আমি জানি না।[[ব্যবহারকারী:Kamrul Hasan 20|Kamrul Hasan 20]] ([[ব্যবহারকারী আলাপ:Kamrul Hasan 20#top|আলাপ]]) ১৭:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
 
== ওয়েভস ==
 
{{ping|Kamrul Hasan 20}}, [[ওয়েভস]] নিবন্ধটিকে [[:w:WAVES|WAVES]] নিবন্ধটির সঙ্গে আন্তঃউইকি সংযোগ করে দিন। [[ব্যবহারকারী:Taytime|Taytime]] ([[ব্যবহারকারী আলাপ:Taytime|আলাপ]]) ০৭:২১, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)