বিচারক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
৮১ নং লাইন:
'''উত্তর আয়ারল্যান্ড''' - [[উত্তর আয়ারল্যান্ড|উত্তর আয়ারল্যান্ডের]] আইনি ব্যবস্থা ইংল্যান্ড ও ওয়েলসের মতই এবং উচ্চ আদালতের বিচারকদের ইংল্যান্ড ও ওয়েলসের মতই সম্বোধন করা হয়। নিম্ন আদালতে কিছু ভিন্নতা পরিলক্ষিত হয়।
 
উত্তর আয়ারল্যান্ডের সার্কিট বিচারকের সমমর্যাদার হলে [[কাউন্টি বিচারক]] এবং তাদের ইংল্যান্ড ও ওয়েলসের সার্কিট বিচারকদের মতই সম্বোধন করা হয়। কাউন্টি আদালতের উর্ধ্বতনঊর্ধ্বতন বিচারকদের বেলফাস্টে ''রেকর্ডার অফ বেলফাস্ট'' এবং ডেরিতে ''রেকর্ডার অফ লন্ডনডেরি'' বলে হয়, কিন্তু কাউন্টি আদালতের বিচারকদের মতই সম্বোধন করা হয়। কাউন্টি আদালতের অধিষ্ঠিত জেলা বিচারকদের ''ইউর অনার'' বলে সম্বোধন করা হয়।
 
ম্যাজিস্ট্রেট আদালতের জেলা বিচারকদের ''ইউর ওরশিপ'' বলে সম্বোধন করা হয়। লে ম্যাজিস্ট্রেটকে তাদের বর্তমানে ''ইউর ওরশিপ'' বলে সম্বোধন করা হয় এবং তাদের নামের শেষে ''এলএম'' যুক্ত করা হয়, যেমন জন স্মিথ এলএম।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.law.qub.ac.uk/schools/SchoolofLaw/Education/handbooks/Filetoupload,150353,en.pdf |সংগ্রহের-তারিখ=১১ ফেব্রুয়ারি ২০১৭ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20120118122017/http://www.law.qub.ac.uk/schools/SchoolofLaw/Education/handbooks/Filetoupload%2C150353%2Cen.pdf |আর্কাইভের-তারিখ=১৮ জানুয়ারি ২০১২ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
১০১ নং লাইন:
 
;কানাডা
প্রাদেশিক ভিত্তিতে কানাডীয় বিচারকদের আদালতে সরাসরি ''মাই লর্ড'', ''মাই লেডি'', ''ইউর অনার'' বা ''জাস্টিস'' বলে সম্বোধন করা হয় এবং আদালতের বাইরে "দ্য অনারেবল মিঃ (বা ম্যাডাম) জাস্টিস 'নামের প্রথম ও শেষ অংশ'" ডাকা হয়। অন্যত্র উর্ধ্বতনঊর্ধ্বতন আদালতের বিচারকদের "জজ 'নামের শেষ অংশ'" না ডেকে "জাস্টিস 'নামের শেষ অংশ'" বলে ডাকা হয়। আদালতের কোন আজ্ঞার বিষয় তুলে ধরতে তাদের নামের শেষ ''জে'' লেখা হয়, যেমন জাস্টিস স্মিথকে স্মিথ জে হিসেবে লেখা হয়। কিছু উর্ধ্বতনঊর্ধ্বতন আদালতের বিচারকদের ''মাই লর্ড'' বা ''মাই লেডি'' বলে ডাকা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://albertacourts.ab.ca/go/CourtServices/FamilyJusticeServices/tabid/139/Default.aspx |শিরোনাম=Albertacourts.ab.ca |প্রকাশক=Albertacourts.ab.ca |তারিখ= |সংগ্রহের-তারিখ=১৪ ফেব্রুয়ারি ২০১৭ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20120425233046/http://albertacourts.ab.ca/go/CourtServices/FamilyJusticeServices/tabid/139/Default.aspx |আর্কাইভের-তারিখ=২৫ এপ্রিল ২০১২ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> [[ওন্টারিও]]তে বিচারকদের কখনো ''মাই লর্ড'' বা ''মাই লেডি'' বলে সম্বোধন করে না, বরং তারা [[ওন্টারিওর বিচার বিভাগীয় উর্ধ্বতনঊর্ধ্বতন আদালত]]-এ ''ইউর অনার'' বলে সম্বোধন করে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল =http://ojen.ca/sites/ojen.ca/files/sites/default/files/resources/Jurisdiction%20of%20Ontario%20Courts.pdf|শিরোনাম =Ontario Justice Education Network Handout: The Jurisdiction of Ontario Courts|তারিখ =|ওয়েবসাইট =|প্রকাশক =Ontario Justice Education Network|শেষাংশ =|প্রথমাংশ =|সংগ্রহের-তারিখ =১৪ ফেব্রুয়ারি ২০১৭|আর্কাইভের-ইউআরএল =https://web.archive.org/web/20160328080446/http://ojen.ca/sites/ojen.ca/files/sites/default/files/resources/Jurisdiction%20of%20Ontario%20Courts.pdf|আর্কাইভের-তারিখ =২৮ মার্চ ২০১৬|অকার্যকর-ইউআরএল =হ্যাঁ}}</ref>
 
সাধারণত, "জজ" শব্দটি শুধুমাত্র অজ্ঞাত বা সাধারণ অবস্থানজ্ঞাপক, যেমন "ট্রায়াল জজ" বা নিম্ন আদালত বা প্রাদেশিক আদলতের কোন সদস্যকে সম্বোধনের প্রয়োগ করাটা যুক্তিযুক্ত। ব্যতিক্রম হল [[সিটিজেনশিপ জজ]], তাদের [[ডিপার্টমেন্ট অফ সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন]]-এর স্বাধীন সিদ্ধান্ত প্রণয়নকারী হিসেবে নিয়োগ অনুসারে ''জজ 'নামের শেষ অংশ''' বলে সম্বোধন করা হয়।
 
কমনওয়েলথের অন্যান্য সদস্য দেশের মত জাস্টিস অফ পীসকে ''ইউর ওরশিপ'' এবং উর্ধ্বতনঊর্ধ্বতন আদালতের প্রধানদের ''মাস্টার'' বলে সম্বোধন করা হয়।
 
;মার্কিন যুক্তরাষ্ট্র
[[চিত্র:Miles Ehrlich, judge.jpg|thumb|ক্যালিফোর্নিয়ার একটি আদালতে একজন বিচারক সভাপতিত্ব করছেন।]]
 
মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে আদালতে সভাপতিত্ব করা বিচারকদের ''ইউর অনার'' বা ''জজ'' বলে সম্বোধন করা হয়। এটর্নি ও কর্মচারীগণ সাধারণত ''জজ'' বলে সম্বোধন করে, অন্যদিকে বাদী ও বিবাদীরা ''ইউর অনার'' বা ''জজ'' যেকোন নামেই সম্বোধন করে থাকে। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ একত্রিত পরীক্ষণ আদালত [[লস অ্যাঞ্জেলেসের উর্ধ্বতনঊর্ধ্বতন আদালত|লস অ্যাঞ্জেলেসের উর্ধ্বতনঊর্ধ্বতন আদালতের]] নিয়মানুযায়ী বিচারকদের শুধুমাত্র ''ইউর অনার'' বলেই সম্বোধন করতে হবে, ''জজ'', ''জজ (নাম)'', ''ম্যাম'' বা ''স্যার'' নয়।<ref>Rule 3.95, Los Angeles Superior Court Rules.</ref> ''জজ'', ''জজ (নাম)'', বা এই ধরনের সম্বোধন অন্য আদালতে সম্বোধনের যোগ্য এবং সম্মানজনক হলেও এই আদালতে তা অস্বাভাবিক।
 
[[মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রীম আদালত]] এবং [[মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য ও অঞ্চলসমূহের তালিকা|যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যের]] [[রাজ্যের সুপ্রীম আদালত|সুপ্রীম আদালতের]] বিচারকদের ''জাস্টিস'' বলে ডাকা হয়। যুক্তরাস্তের সুপ্রীম আদালত ও অন্য আদালতের বিচারপতিদের "জাস্টিস (নাম)" বলে সম্বোধন করা হয়। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিকে ''মিঃ চীফ জাস্টিস'' বলে সম্বোধন করা হয় কিন্তু মাঝে মাঝে তাকে ''চীফ জাস্টিস (নাম)'' বলেও সম্বোধন করা হয়।
১১৮ নং লাইন:
নিউ ইয়র্কের যেসব বিচারক অভিভাবকত্ব, অছি, জমিজমার মোকাদ্দমা চালায় তাদের [[সারোগেট আদালত]] বলা হয়।
 
মার্কিন রীতিতে একজন উর্ধ্বতনঊর্ধ্বতন বিচারক অবসরে যাওয়ার পূর্বে তার সকল সরকারি মোকাদ্দমার ভার অন্যদের হাতে ন্যস্ত করে যান। যুক্তরাষ্ট্রের আইনি রীতিতে অধস্তন বিচারকার্যের বিচারকদের [[ম্যাজিস্ট্রেট]] ডাকা হয়। যদিও যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে তাদের [[যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট জজ]] বলে ডাকা হয়। যুক্তরাষ্ট্রের আইনি রীতিতে অধস্তন বিচারকদের মোকাদ্দমার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। বিশেষ করে সেই সব মোকাদ্দমায় যেখানে বেশি পরিমাণ তথ্য যাচাইয়ের প্রয়োজন, তাদের ''মাস্টার'' বা ''স্পেশাল মাস্টার'' বলে ডাকা হয় এবং মোকাদ্দমার ভিত্তিতে তাদের কর্তৃত্ব প্রদান করা হয়।
 
বিশেষ বিচারকার্যের আদালত, যেমন - [[দেউলিয়া আদালত]] বা [[কিশোর অপরাধ আদালত]], এর বিচারকদের [[রেফারি]] বলা হত, কিন্তু বর্তমানে এই নামে সম্বোধন করা হয় না। [[সাধারণ আইন]] ব্যবস্থায় নিরপেক্ষ আদালতে অধিষ্ঠিত বিচারকদের ([[ডেলাওয়্যার]]) [[চ্যান্সেলর]] ডাকা হয়।
১৬৬ নং লাইন:
 
;অস্ট্রেলিয়া
[[অস্ট্রেলিয়ার উচ্চ আদালত]]সহ অস্ট্রেলিয়ায় সকল অধিক্ষেত্রে নিয়োজিত বিচারক এবং ২০০৭ সাল থেকে ম্যাজিস্ট্রেটদের ''ইউর অনার'' বলে সম্বোধন করা হয়। আইনি প্রতিবেদনে, তাদের ক্ষেত্রে ''হিজ/হার অনার'' এবং উর্ধ্বতনঊর্ধ্বতন আদালতের বিচারকদের ক্ষেত্রে ''দ্য অনারেবল জাস্টিস (নামের শেষ অংশ)'' এবং নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে ''হিজ/হার অনার জজ (নামের শেষ অংশ)'' লেখা হয়। আইনি প্রতিবেদনের বাইরে, তাদের পুইজন বিচারপতিদের ক্ষেত্রে ''জজ'' এবং প্রধান বিচারপতিদের ক্ষেত্রে ''চীফ জাস্টিস'' লেখা হয়।
 
বেশির ভাগ পুইজন বিচারকদের ''জাস্টিস'' ডাকা হয় এবং আইনি প্রতিবেদনে নামের শেষে ''জে'' লেখা হয়, যেমন ''নামের শেষের অংশ জে''। উচ্চ আদালত ও রাজ্যের সুপ্রীম আদালতের প্রধান বিচারপতিদের ''চীফ জাস্টিস'' ডাকা হয় এবং আইনি প্রতিবেদনে নামের শেষে ''সিজে'' লেখা হয়। রাজ্যের সুপ্রীম আদালতে ভিন্ন আপীল বিভাগীয় আদালতের (নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড ও পশ্চিম অস্ট্রেলিয়া) বিচারকদের জাস্টিস/জজ অফ আপীল বলা হয় এবং নামের শেষে ''জেএ'' লেখা হয়। অন্যদিকে আপীল বিভাগীয় আদালতের সভাপতিদের ''প্রেসিডেন্ট'' বলা হয় এবং নামের শেষে ''পি'' লেখা হয়।<ref>New South Wales Supreme Court, [http://www.supremecourt.lawlink.nsw.gov.au/supremecourt/judicialcontacts/addressing_judicial_officers.html Addressing Judicial Officers] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20130818100909/http://www.supremecourt.lawlink.nsw.gov.au/supremecourt/judicialcontacts/addressing_judicial_officers.html |তারিখ=১৮ আগস্ট ২০১৩ }}</ref>
 
;নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের উচ্চ আদালত এবং উর্ধ্বতনঊর্ধ্বতন আদালতের বিচারকদের ''হিজ/হার অনার জাস্টিস (নামের শেষ অংশ)'' বলে সম্বোধন করা হয় এবং লেখার ক্ষেত্রে ''নামের শেষের অংশ জে'' লেখা হয়। জেলা আদালত ও অন্যান্য বিধিবদ্ধ আদালতের বিচারকদের ''হিজ/হার অনার জজ নামের শেষের অংশ'' বলে সম্বোধন করা হয় এবং লেখার ক্ষেত্রে ''নামের শেষ অংশ ডিসিজে'' বা ''জজ নামের শেষের অংশ'' লেখা হয়। উচ্চ আদালতে [[সিলিভিয়া কার্টরাইট|কার্টরাইট জে]]র নিয়োগের পর ''মিঃ জাস্টিস'' থেকে ''মিঃ'' বাদ দেওয়া হয়। আদালতে সকল বিচারকদের ''ইউর অনার'' বা ''স্যার/ম্যাডাম'' বলে সম্বোধন করা হয়।
 
===দক্ষিণ আমেরিকা===