হরেকৃষ্ণ কোঙার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
২৪ নং লাইন:
হরেকৃষ্ণ কোঙার তার পরিবারের প্রথম সন্তান ছিলেন। তিনি বর্ধমান জেলার কোমড়গড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সেই পড়াশোনার জন্য বর্ধমানের মেমারি শহরে চলে আসেন।
==রাজনৈতিক জীবন==
১৯৩০ সালেই হরেকৃষ্ণ কোঙার আইন অমান্য আন্দোলনে যোগ দেন এবং তাঁর জন্য ৬ মাস কারাবন্দীও ছিলেন। ১৯৩২ সালে [[বঙ্গবাসী কলেজে]] পড়াকালীন তিনি বিভিন্ন বিপ্লবী কর্মকান্ডেকর্মকাণ্ডে যুক্ত হন। ১৯৩৩ সালেমাত্র ১৮ বছর বয়সে ব্রিটিশ সরকার তাঁকে ৬ বছরের জন্য আন্দামানের সেলুলোর জেলে পাঠিয়ে দেয়।<ref name="sansad" /><ref name=":0">{{বই উদ্ধৃতি|শিরোনাম=Nirbachito Rochona Sonkolon Harekrishna Konar|প্রকাশক=National Book Agency|বছর=1978|অবস্থান=Kolkata|পাতাসমূহ=7}}</ref>
 
গ্রেফতার হওয়ার আগে থেকেই হরেকৃষ্ণ কোঙারের সাথে [[ভূপেন্দ্রনাথ দত্ত]], [[বঙ্কিম মুখার্জী]], আবদুল হালিমদের মতো কমিউনিস্ট নেতাদের যোগাযোগ ছিল।<ref name="sansad" /><ref name=":0" /> জেলে তার সাথে নারায়ণ রায়, সতীশ পাকড়াশী, [[নিরঞ্জন সেনগুপ্ত]] এবং অন্যান্য বিপ্লবীদের সাথে পরিচয় হয়। সেখানেই অন্যান্য জেলবন্দিদের সাথে [[কমিউনিস্ট সংহতি]] গড়ে তোলেন।
 
জেল থেকে মুক্তি পাবার পর তার সাথে কমিউনিস্ট নেতা [[মুজাফফর আহমেদ]]এর সাথে পরিচয় হয়। তখনই তিনি [[ভারতের কমিউনিস্ট পার্টি]]র সদস্য হন।<ref name="sansad">Sansad Bangla Charitbhidhan, p. 622, {{ISBN|81-85626-65-0}}</ref><ref name=":0" />
==ব্রিটিশ ভারতে কর্মকান্ডকর্মকাণ্ড==
হরেকৃষ্ণ কোঙার প্রথমে হাওড়া ও কলকাতায় শ্রমিকদের মধ্যে কাজ শুরু করেন। কিছুমাস পর [[বিনয় চৌধুরী]] তাঁকে বর্ধমান জেলায় নিয়ে আসেন এবং সেখানে তিনি কৃষকদের মাঝে কাজ শুরু করেন। ১৯৪০ সালে ব্রিটিশ সরকার হরেকৃষ্ণ কোঙারের আসানসোল এবং বার্নপুরে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করে এবং পরে সমগ্র বর্ধমান জেলায় ঢোকার উপরই নিষেধাজ্ঞা জারি হয়। তবুও তিনি আত্মগোপন করে বর্ধমান জেলায় কাজ চালিয়ে যান।<ref name=":0" />