বাদি হাঁস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
→‎বিস্তৃতি: সংশোধন
২৬ নং লাইন:
== বিস্তৃতি ==
 
বাদি হাঁস একসময় উত্তর-পূর্ব [[ভারত]] ও [[বাংলাদেশ]] থেকে [[ইন্দোনেশিয়া|ইন্দোনেশিয়ার]] [[জাভা]] ও [[সুমাত্রা]] পর্যন্ত বেশ ভালভাবে বিস্তৃত ছিল। কিন্তু নাটকীয়ভাবে এরা হ্রাস পাওয়ায় এই অঞ্চলে এদের দেখা পাওয়াটাই মুস্কিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। ভারত ও বাংলাদেশ মিলিয়ে বাদি হাঁসের সংখ্যা প্রায় ৪৫০টি; [[থাইল্যান্ড]], [[ভিয়েতনাম]], [[লাওস]] ও [[কম্বোডিয়া|কম্বোডিয়ায়]] রয়েছে প্রায় ২০০টি; [[মিয়ানমার|মিয়ানমারে]] এদের সংখ্যা ১০০টিরও কম ও ইন্দোনেশিয়ার সুমাত্রায় রয়েছে প্রায় ১৫০টি বাদি হাঁস। ২০০৭ সালে [[ভুটান|ভুটানে]] বাদি হাঁস দেখা গেছে। [[মালয়েশিয়া]] ও জাভায় একসময় বাদি হাঁস থাকলেও সেখান থেকে এরা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। একসময় পুরো উত্তর-পূর্ব ভারতে বাদি হাঁস বিস্তৃত থাকলেও এখন এদের দেখা যায় কেবল [[আসাম]] আর [[অরুণাচল প্রদেশ|অরুণাচল প্রদেশে]]।<ref name="tucn"/> বাংলাদেশের [[পার্বত্য চট্টগ্রাম|পার্বত্য চট্টগ্রামের]] [[সিভিট]]বহুল (''Swintonia floribunda'') বনে এদের দেখা যেত। সেখানে মাইনীমুখ থেকে শীশক, মাহাইল্লা, আমতলী ও শেবরাতলী বনে প্রায় দুই ডজন বাদি হাঁস বাস করত ১৯৮০ সালের আগে। এরপর সেখানে [[শান্তি বাহিনী|শান্তি বাহিনীর]] আক্রমণ, বাঙালি সেটলারদের উপদ্রব ও বনে [[বাংলাদেশ সেনাবাহিনী|সেনাবাহিনীর]] অনুপ্রবেশ পুরো এলাকার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে দিয়েছে। মূলত সিভিট, উড়িআম, [[গর্জন]][[চাকুয়া কড়ই]] গাছ কেটে ফেলার ফলেই এসব অঞ্চল থেকে বাদি হাঁস চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছে।<ref name="আলী রেজা"/>
 
== বিবরণ ==