ফাবিওলা জানত্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
শুরু
 
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৩ নং লাইন:
'''ফাবিওলা জানত্তি''' ({{lang-it|Fabiola Gianotti}}, [[আ-ধ্ব-ব]]: [faˈbiːola dʒaˈnɔtti]}; জন্ম ২৯শে অক্টোবর, ১৯৬০) একজন ইতালীয় পরীক্ষাধর্মী [[কণা পদার্থবিজ্ঞানী]] এবং প্রথম নারী যিনি সুইজারল্যান্ডে অবস্থিত সার্ন (পরমাণুকেন্দ্র গবেষণার জন্য ইউরোপীয় সংস্থা)-এর মহাপরিচালক পদে নিয়োগ পান।<ref>{{cite web|url=https://cds.cern.ch/record/1976432|title=Fabiola Gianotti signs her contract as CERN's new Director-General|website=CERN Bulletin|access-date=28 August 2015}}</ref><ref>{{Cite journal|year=2014|title=Higgs hunter will be CERN's first female director: Italian physicist Fabiola Gianotti will take the reins at the European physics powerhouse in 2016.|journal=Nature|doi=10.1038/nature.2014.16287|last1=Castelvecchi|first1=Davide|s2cid=124442791}}</ref> তিনি ২০১৬ সালের ১লা জানুয়ারি পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ পান এবং ২০২১ সালে সার্নের নির্বাহী পরিষদ এক অভূতপূর্ব ঐতিহাসিক সিদ্ধান্তে তাঁকে আরও পাঁচ বছরের জন্য ও ২০২৫ সাল পর্যন্ত এই পদে পুনর্নির্বাচিত করে।<ref name=reelection>{{cite web |url=https://home.cern/news/press-release/cern/cern-council-appoints-fabiola-gianotti-second-term-office-cern-director |title=CERN Council appoints Fabiola Gianotti for second term of office as CERN Director General |website=CERN |date=November 6, 2019 |access-date=March 16, 2020}}</ref>
 
জানত্তি মিলান বিশ্ববিদ্যালয় থেকে উপ-পরমাণুকেন্দ্রীয়অতিপারমাণবিক পদার্থবিজ্ঞানে ডক্টরেট উপাধি অর্জন করেন। তিনি ১৯৮৭ সাল থেকে সার্নের অনেকগুলি কণা পদার্থবৈজ্ঞানিক পরীক্ষার উপরে কাজ করেছেন। সার্ন বিশ্বের বৃহত্তম কণা পদার্থবিজ্ঞান গবেষণাগারটি পরিচালনা করে। তিনি ২০০৩ সাল থেকে অ্যাাটলাস পরীক্ষাটির উপরে কাজ করেন। ২০০৯ সালে তাঁকে প্রকল্পটির শীর্ষ পদ প্রদান করা হয়। ফলে তিনি প্রকল্পটির সাথে সংশ্লিষ্ট ৩৮টি দেশের ৩০০০ পদার্থবিজ্ঞানীকে নেতৃত্বদানের পাশাপাশি দলটির সামগ্রিক বৈজ্ঞানিক কৌশল ও বিশাল এই কণা চিহ্নিতকারকের প্রতিদিনকার কাজকর্মের উপরে নজরদারি করার গুরুদায়িত্ব লাভ করেন। তাঁর নেতৃত্বে দলটি ২০১২ সালে হিগস বোসন কণাটি আবিষ্কার করে। এই কণাটির অস্তিত্ব আবিষ্কারের ফলে ১৯৬০ সালে হিগস কর্তৃক ভবিষ্যৎব্যক্ত হিগস ক্ষেত্রটির অস্তিত্ব নিশ্চিত হয়, যে ক্ষেত্রটি সমস্ত অতিপারমাণবিক কণার ভরের জন্য দায়ী। এটি ছিল পদার্থবিজ্ঞানের ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত।
 
<!--