কায়সার হামিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হালনাগাদ করা হল
সম্প্রসারণ
১৪ নং লাইন:
| nationalyears1 = ১৯৮৫–১৯৯৩ | nationalteam1 = [[বাংলাদেশ জাতীয় ফুটবল দল|বাংলাদেশ]] | nationalcaps1 = ৯ | nationalgoals1 = ২
}}
'''মোহাম্মদ কায়সার হামিদ''' (জন্ম: ১ ডিসেম্বর ১৯৬৮; '''কায়সার হামিদ''' নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী সাবেক পেশাদার [[ফুটবল খেলোয়াড়]]। হামিদ তার খেলোয়াড়ি জীবনের পুরো সময় [[মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা)|ঢাকা মোহামেডান]] এবং [[বাংলাদেশ জাতীয় ফুটবল দল|বাংলাদেশ জাতীয় দলের]] হয়ে একজন [[রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন [[কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেছেন।
'''কায়সার হামিদ''' বাংলাদেশের একজন কৃতি ফুটবলার। তিনি [[মোহামেডান স্পোর্টিং ক্লাব|মোহামেডান স্পোর্টিং]]-এর হয়ে আশির দশক ও নব্বইয়ের দশকে খেলতেন। সে আমলের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার-দের অন্যতম। দীর্ঘদিন [[মোহামেডান]] দলের দলনেতা ছিলেন। বাংলাদেশের জাতীয় দলেও অনেকদিন খেলেছেন। প্রখ্যাত দাবাড়ু [[রানী হামিদ]] কায়সারের মা। কায়সার ২০০৩ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেন।<ref>{{cite web|url=http://www.thedailystar.net/2003/12/16/d31216040940.htm|title=PM hands over Nat'l Sports Awards Dec 23|date=16 December 2003|publisher=[[দ্য ডেইলি স্টার]]|accessdate=১৬ মে ২০২০}}</ref>
 
বাংলাদেশী ক্লাব [[মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা)|ঢাকা মোহামেডানের]] হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন এবং ঢাকা মোহামেডানের হয়ে তার পুরো খেলোয়াড়ি জীবন অতিবাহিত করার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।
 
১৯৮৫ সালে, হামিদ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি সর্বমোট ৯ ম্যাচে ২টি গোল করেছিলেন। ব্যক্তিগতভাবে, হামিদ বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০০৩ সালে [[জাতীয় ক্রীড়া পুরস্কার]] জয় অন্যতম।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.thedailystar.net/2003/12/16/d31216040940.htm |শিরোনাম=PM hands over Nat'l Sports Awards Dec 23 |তারিখ=16 December 2003 |প্রকাশক=[[দ্য ডেইলি স্টার]] |সংগ্রহের-তারিখ=১৬ মে ২০২০}}</ref>
 
== জীবনী ==