লিনা হিডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
50-Man (আলোচনা | অবদান)
সংশোধন
ট্যাগ: পুনর্বহালকৃত
৪৫ নং লাইন:
২০০৫ সালে তিনি অভিনেত্রী [[পাইপার পেরাবো]]র সঙ্গে ''[[দ্য কেভ (চলচ্চিত্র)|দ্য কেভ]]'' এবং ''[[ইমাজিন মি অ্যান্ড ইউ]]'' ছবিতে অভিনয় করেন। ব্রুস হান্ট পরিচালিত ''দ্য কেভ'' ছবিতে তিনি বিজ্ঞানী ক্যাথরিন জেনিংস চরিত্রে অভিনয় করেন। ছবিটি সমালোচকদের কাছে প্রশংসিত হয় নি<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.rottentomatoes.com/m/cave/|শিরোনাম= The Cave (2005)|প্রকাশক=[[রটেন টম্যাটোস]] |সংগ্রহের-তারিখ=১০ সেপ্টেম্বর ২০১৭}}</ref> এবং বক্স অফিসে ব্যবসা করতে পারে নি।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.boxofficemojo.com/movies/?id=cave.htm|শিরোনাম=The Cave|প্রকাশক=[[বক্স অফিস মোজো]] |সংগ্রহের-তারিখ=১০ সেপ্টেম্বর ২০১৭}}</ref> ওল পার্কার পরিচালিত রোম্যান্টিক কমেডি-নাট্যধর্মী ''ইমাজিন মি অ্যান্ড ইউ'' সীমিত পরিসরে মুক্তি পায় এবং ইতিবাচক সমালোচনা লাভ করে। সমালোচকগণ চলচ্চিত্রে হিডির সমকামী চরিত্রে অভিনয়ের প্রশংসা করেছেন; সান ফ্রান্সিসকো ক্রনিকলের মাইক লাসালে বলেন এই অভিনেত্রীর "স্পষ্টবাদী, অলঙ্ঘনীয় আবেদন ও চেহারা রয়েছে এবং বিশেষ করে হাসি যা বুদ্ধিমত্তা, নিখুঁততা এবং প্রচুর বিনোদন প্রদান করে।"<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2006/01/27/DDG96GT2161.DTL#ixzz1aUDJEtxu|শিরোনাম=She found the perfect wedding florist|কর্ম=সান ফ্রান্সিসকো ক্রনিকল |ভাষা=en |প্রথমাংশ=মাইক |শেষাংশ=লাসাল |তারিখ=24 June 2011 |সংগ্রহের-তারিখ=১০ সেপ্টেম্বর ২০১৭}}</ref>
 
হিডি ২০০৬ সালে [[জ্যাকয্যাক স্নাইডার]] পরিচালিত ঐতিহাসিক অ্যাকশনধর্মী ''[[৩০০ (চলচ্চিত্র)|৩০০]]'' ছবিতে [[স্পার্টার রাণী গর্গো|রাণী গর্গো]] চরিত্রে অভিনয় করেন। ছবিতে তাকে নগ্ন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। এই প্রসঙ্গে তিনি ইন্ডিলন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "২০ জন লোকের সামনে কাপড় খোলা এবং তা আরও অনেক লোকের সামনে প্রদর্শিত হওয়ার বিষয়টি সবসময়ই বিব্রতকর। তবে আমি মনে করি তাদের মধ্যকার সম্পর্ক দেখাতে তা প্রয়োজনীয় ছিল। এটি অবশ্যম্ভাবী মুহূর্ত ছিল এবং আমি মনে করি তা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।"<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://www.indielondon.co.uk/Film-Review/300-lena-headey-interview|শিরোনাম=300 – Lena Headey interview|প্রকাশক=ইন্ডি লন্ডন |ভাষা=en |সংগ্রহের-তারিখ=১০ সেপ্টেম্বর ২০১৭}}</ref> এই ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা ব্রেকথ্রো পারফরম্যান্স বিভাগে [[এমটিভি মুভি পুরস্কার]]<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.mtv.com/news/articles/1558337/pirates-battle-spartans-at-mtv-movie-awards.jhtml|শিরোনাম=MTV Movie Awards Nominees: Pirates, Spartans – And That Crazy Kazakh|প্রকাশক=এমটিভি |তারিখ=8 May 2007|ভাষা=en |সংগ্রহের-তারিখ=১০ সেপ্টেম্বর ২০১৭}}</ref> এবং [[স্যাটার্ন পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য স্যাটার্ন পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন।<ref name="awards"/>
 
চলচ্চিত্রের পাশাপাশি হিডি [[জেমস ক্যামেরন|জেমস ক্যামেরনের]] ''[[টারমিনেটর (ফ্যাঞ্চাইজি)|টারমিনেটর]]'' ফ্যাঞ্চাইজির [[ফক্স ব্রডকাস্টিং কোম্পানি|ফক্সের]] ''[[টারমিনেটর: দ্য সারাহ কনর ক্রনিকল্‌স]]'' টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। হিডি ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত [[সারা কনর (টারমিনেটর)|সারা কনর]] চরিত্রে অভিনয় করেন। ২০০৯ সালের মে মাসে বাতিল হওয়ার পূর্ব পর্যন্ত দুই মৌসুমে ধারাবাহিকটির ৩১টি পর্ব প্রচারিত হয়। [[ভ্যারাইটি (ম্যাগাজিন)|ভ্যারাইটি]] ম্যাগাজিন হিডির সারাহ চরিত্রে দৃঢ় অভিনয়ের প্রশংসা করে লিখে, "বুদ্ধিমান, কৌশলদীপ্ত ও শক্তিশালী, তবুও মানসিকভাবে অবসাদগ্রস্থ ও ভঙ্গুর"।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ =লাউরি |প্রথমাংশ =ব্রায়ান |শিরোনাম = Review Terminator: The Sarah Connor Chronicles|কর্ম=[[ভ্যারাইটি (ম্যাগাজিন)|ভ্যারাইটি]] |ভাষা=en |ইউআরএল = http://www.variety.com/review/VE1117938177.html?categoryid=32&cs=1|তারিখ = 3 September 2008 |সংগ্রহের-তারিখ=১০ সেপ্টেম্বর ২০১৭}}</ref> তার এই চরিত্রের জন্য তিনি দুইবার [[স্যাটার্ন পুরস্কার|টেলিভিশনে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য স্যাটার্ন পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন।<ref name="awards"/>