নবদ্বীপের মন্দির ও দর্শনীয় স্থানসমূহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
তথ্যসূত্র+
৫০ নং লাইন:
[[File:Dhameswar Mahaprabhu in Dhameswar Mahaprabhu temple (Cropped).jpg|frameless|upright=.9]]
| মহাপ্রভু পাড়া, [[নবদ্বীপ]]<br /><small>{{coord|23|24|45.4|N|88|22|9.2|E|name=ধামেশ্বর মহাপ্রভু মন্দির|type:landmark}}</small>
|style="white-space: nowrap;" |১৮২৮ খ্রিস্টাব্দ (বর্তমান মন্দির)<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.anandabazar.com/west-bengal/mahapravu-temple-construction-on-going-at-nabadwip-1.429642|শিরোনাম=সংস্কার নবদ্বীপের মহাপ্রভু মন্দিরের|শেষাংশ=সংবাদদাতা|প্রথমাংশ=নিজস্ব|তারিখ=২০১৬-০৭-০৮|ওয়েবসাইট=www.anandabazar.com|সংগ্রহের-তারিখ=2021-03-25}}</ref>
|style="white-space: nowrap;" |১৭৮০ খ্রিস্টাব্দের পূর্বে<br/>(অন্যমতে ১৭৯৮ খ্রিস্টাব্দে)
| ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের [[বিষ্ণুপ্রিয়া|বিষ্ণুপ্রিয়া দেবী]] পূজিত শ্রীবিগ্রহ [[নবদ্বীপ|নবদ্বীপের]] অন্যতম প্রধান আকর্ষণ। [[চৈতন্য মহাপ্রভু|মহাপ্রভুর]] সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে বংশীদাস নবীন ভাস্করকে ডেকে প্রভুর বাড়ির নিম গাছটি দিয়ে মহাপ্রভুর এক অপরূপ দারুবিগ্রহ নির্মাণ করান। বিগ্রহের পাদদেশে খোদিত আছে ''বংশীর প্রাণধন গৌরাঙ্গ সুন্দর''।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বাঘনাপাড়া সম্প্রদায় ও বৈষ্ণব সাহিত্য|শেষাংশ=গোস্বামী|প্রথমাংশ=ডঃ কানন বিহারী|প্রকাশক=রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়|অবস্থান=কলকাতা|পাতাসমূহ=১৭০}}</ref> নির্মাণকাল ১৫৩৪ খ্রিস্টাব্দ।
|-
৭৫ নং লাইন:
| প্রাচীন মায়াপুর (পূর্বনাম ''রামচন্দ্রপুর''), [[নবদ্বীপ]]<br /><small>{{coord|23|25|35.0|N|88|22|14.4|E|name=চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির|type:landmark}}</small>
| {{তারিখের ছক বাছাই|1961}} খ্রিস্টাব্দ (১৩৬৭ বঙ্গাব্দে)
| অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ব্রজমোহন দাস বাবাজি নবদ্বীপ শহরের উত্তরে রামচন্দ্রপুরে অসংখ্য কূপ খননের মাধ্যমে গৌরাঙ্গ-জন্মস্থান নির্ণয় করেন।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=http://archive.org/details/in.ernet.dli.2015.336172|শিরোনাম=পশ্চিমবঙ্গ: নদিয়া জেলা সংখ্যা ১৪০৪|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|বছর=১৯৯৭|সম্পাদক-শেষাংশ=ভট্টাচার্য|সম্পাদক-প্রথমাংশ=তরুণ|সম্পাদক-শেষাংশ২=মজুমদার|সম্পাদক-প্রথমাংশ২=দিব্যজ্যোতি|প্রকাশক=তথ্য অধিকর্তা: তথ্য ও সংস্কৃতি বিভাগ|অবস্থান=পশ্চিমবঙ্গ সরকার|পাতাসমূহ=৫৫}}</ref> ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট [[নবরত্ন (স্থাপত্য)|নবরত্ন]] এই মন্দিরটি ১৩৬৭ বঙ্গাব্দে নির্মিত হয়। গৌড়ীয় মন্দিরশৈলীর এই মন্দিরের শিখর চূড়াটি বৃহদাকৃতির হলেও অন্যান্য ৮টি চূড়া ক্ষীণাকার।
|-
| scope="row" bgcolor="#cedff2"|<center>'''[[বিষ্ণুপ্রিয়া|বিষ্ণুপ্রিয়া দেবীর]] জন্মস্থান <sup>{{dagger}}</sup><center/>'''
১২৯ নং লাইন:
[[File:Natua Gour of Hari Sobha Temple, Nabadwip 2.jpg|frameless|upright=.9]]
| হরিসভাপাড়া, [[নবদ্বীপ]]<br /><small>{{coord|23|24|39.38|N|88|22|05.3|E|name=হরিসভা মন্দির|type:landmark}}</small>
| {{তারিখের ছক বাছাই|1869}} খ্রিস্টাব্দ<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.anandabazar.com/west-bengal/nadia-murshidabad/for-lack-of-maintenance-heritage-buildings-at-nabadwip-is-going-to-be-lost-1.599828|শিরোনাম=ছুটছে শহর, নিশ্চুপে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য|শেষাংশ=বন্দ্যোপাধ্যায়|প্রথমাংশ=দেবাশিস|তারিখ=২০১৭-০৪-১৯|ওয়েবসাইট=www.anandabazar.com|সংগ্রহের-তারিখ=2021-03-25}}</ref>
|
| হরিসভা মন্দির হল ব্রজনাথ বিদ্যারত্নের পুত্র, মথুরানাথ পদরত্নের টোল বাড়ি। ব্রজনাথ ও তাঁর পুত্র বৈষ্ণবীয় আন্দোলনের জন্য যে ''হরি ভক্তি প্রদায়িনী সভা'' প্রতিষ্ঠা করেছিলেন, সেটাই বর্তমানে হরিসভা মন্দির নামে পরিচিত। এই মন্দিরের মৃত্তিকা নির্মিত বিগ্রহটি নবদ্বীপে অবস্থিত [[চৈতন্য মহাপ্রভু|চৈতন্য মহাপ্রভুর]] তৃতীয় প্রাচীন বিগ্রহ। ১৮৬৫ খ্রিস্টাব্দে ব্রজনাথ বিদ্যারত্নের অনুরোধে নবদ্বীপের রাম-সীতা পাড়ার বিহারী পাল (কুম্ভকার) দ্বারা এই বিগ্রহ নির্মিত হয়। চৈতন্য মহাপ্রভুর এই বিগ্রহ ''নাটুয়া গৌর'' (নৃত্যরত গৌরাঙ্গ) নামে পরিচিত।
|-