সূরা আদিয়াত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Wikiboyrimon (আলোচনা | অবদান)
→‎শানে নুযূল: কিছু বাবান ঠিক করা হয়েছে।
সম্পাদনা সারাংশ নেই
২৪ নং লাইন:
| শব্দের বিবরণ =
}}
{{কুরআন}}
সূরা '''আল-আদিয়াত''' ({{lang-ar|سورة العاديات}}) [[মুসলমান|মুসলমানদের]] ধর্মীয় গ্রন্থ [[কুরআন|কুরআনের]] ১০০ তম [[সূরা]], এর আয়াতের সংখ্যা ১১টি, এর রূকুর সংখ্যা ১টি এবং ৩০ পারা। আ'দিয়াত সূরাটি [[মক্কা|মক্কায়]] অবতীর্ণ হয়েছে। আল-আদিয়াত এর বাংলা অর্থ হল অভিযানকারী।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.hazabarolo.com/2020/08/surah-al-adiyat.html|শিরোনাম=সূরা আদিয়াত (Surah Al-Adiyat) বাংলা উচ্চারণ ও অর্থ|শেষাংশ=Ali|প্রথমাংশ=Noman|ওয়েবসাইট=www.hazabarolo.com|সংগ্রহের-তারিখ=2020-08-15}}</ref>
 
== নাযিল হওয়ার সময় ও স্থান ==
{{কুরআন}}
এই সূরাটির মক্কী বা মাদানী হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) , জাবের (রা) , হাসান বসরী , ইকরামা ও আতা বলেন , এটি মক্কী সূরা। হযরত আনাস ইবনে মালিক (রা) ও কাতাদাহ একে মাদানী সূরা বলেন । অন্যদিকে হযরত ইবনে আব্বাস (রা) থেকে দুই ধরনের মত উদ্ধৃত হয়েছে। তাঁর একটি মত হচ্ছে এটি মক্কী সূরা এবং অন্য একটি বক্তব্যে তিনি একে মাদানী সূরা বলে উল্লেখ করেছেন। কিন্তু সূরার বক্তব্য ও বর্ণনাভঙ্গী পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে , এটি কেবল মক্কী সূরাই নয় বরং মক্কী যুগের প্রথম দিকে নাযিল হয়।
 
৪৩ নং লাইন:
 
সুরা আদিয়াতের নবম বাক্যে বলা হচ্ছে অকৃতজ্ঞ ও কৃপণরা কি জানে না যে কিয়ামতে সবাইকে ওঠানো হবে কবর থেকে এবং তাদের মনে যা যা ছিল সেদিন সেসবই প্রকাশ করা হবে? সেদিন মানুষ তাদের চিন্তা-বিশ্বাস ও তৎপরতার আলোকে প্রতিফল পাবে। এভাবে আল্লাহ যে মানুষের প্রকাশ্য ও গোপন সব কিছুই জানেন ও জানতেন তা সেদিন প্রকাশ হবে। তাই এ সতর্কবাণীর আলোকে মানুষের উচিত পাপ এড়িয়ে চলা।
 
== আয়াত সমূহ ==
{| class="wikitable"
|+সূরা আদিয়াত উচ্চারণ ও অর্থ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
!আরবি
!উচ্চারণ
!অর্থ
|-
|وَالْعَادِيَاتِ ضَبْحًا
|ওয়াল ‘আ-দিয়া-তি দাবহা-।
|শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের
|-
|فَالْمُورِيَاتِ قَدْحًا
|ফাল মূরিয়া-তি কাদহা-।
|অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
|-
|فَالْمُغِيرَاتِ صُبْحًا
|ফাল মুগীরা-তি সুবহা-।
|অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
|-
|فَأَثَرْنَ بِهِ نَقْعًا
|ফাআছারনা বিহী নাক‘আ-।
|ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
|-
|فَوَسَطْنَ بِهِ جَمْعًا
|ফাওয়াছাতানা বিহী জাম‘আ-।
|অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
|-
|إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
|ইন্নাল ইনছা-না লিরাব্বিহী লাকানূদ।
|নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
|-
|وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ
|ওয়া ইন্নাহূ‘আলা-যা-লিকা লাশাহীদ।
|এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
|-
|وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
|ওয়া ইন্নাহূলিহুব্বিল খাইরি লাশাদীদ।
|এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
|-
|أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
|আফালা-ইয়া‘লামুইযা-বু‘ছিরা মা-ফিল কুবূর।
|সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
|-
|وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
|ওয়া হুসসিলা মা-ফিসসুদূর,
|এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
|-
|إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
|ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল্লাখাবীর।
|সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।
|}
 
== তথ্যসূত্র ==
১০৩ ⟶ ৪৮ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
* [http://www.quran.gov.bd/ ডিজিটাল 'আল কোরআন'] - ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ।বাংলাদেশ
* [http://quraanshareef.org/index.php কোরআন শরীফ.অর্গ।]
* [https://www.hazabarolo.com/2020/08/surah-al-adiyat.html সূরা আদিয়াত (Surah Al-Adiyat) বাংলা উচ্চারণ ও অর্থ]
{{wikisource|The Holy Qur'an (Maulana Muhammad Ali)/100. The Assaulters|আল-আদিয়াত}}
 
{{প্রবেশদ্বার|কুরআন}}