সংকর (জীববিজ্ঞান): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tofazzal Hossain Topu (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Tofazzal Hossain Topu (আলোচনা | অবদান)
৫ নং লাইন:
পরিবেশের উপর মানুষের প্রভাবের ফলে বিশ্বের বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজনন বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী নতুন নতুন প্রজাতির বিস্তার ও সংকরায়ন বৃদ্ধি পেয়েছে। সংকরায়নের ফলে যেই জীনগত মিশ্রণ ঘটে সেটা আসলে অনেক প্রজাতির জন্য বিলুপ্তির হুমকি স্বরূপ। অন্যদিকে ফসলের ক্ষেত্রে সংকরায়নের ফলে যে জিনগত ক্ষয় হয় তা ভবিষ্যতের বংশবৃদ্ধি ক্ষতি করতে পারে। প্রায়শই ইচ্ছাকৃতভাবে মানুষের দ্বারা বন্য এবং গৃহপালিত পশুর মধ্যে সংকরায়ন ঘটে। এটা আবার প্রায়ই সনাতন পদ্ধতির চাষ এবং আধুনিক কৃষিকাজ উভয় ক্ষেত্রেই হয়। অনেক ধরনের উপকারী ফল, ফুল, লতাগুল্ম ও গাছ এই সংকরায়নের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এরকম একটি ফুল, ওনোথেরার ল্যামারকিয়ানা মিউটেশনিজম এবং বহুবিজ্ঞানের প্রাথমিক জেনেটিক্স গবেষণার কেন্দ্রবিন্দু ছিল। এটা প্রায়শই পশুপালন ও পোষা প্রাণীর ব্যবসায়ের ক্ষেত্রেও করা হয়। কিছু সুপরিচিত বন্য এবং ঘরোয়া হাইব্রিড হল বিফালো এবং ওল্ফডগ। সাধারনত মানুষের দ্বারা যে গৃহপালিত প্রাণী এবং গাছপালাগুলির যে প্রজনন হয় তার ফলে স্বতন্ত্র জাতের উদ্ভব হয়। আবার এসব জাতের নিজেদের মধ্যে ক্রসব্রিড হলে (কোনও বুনো স্টক ছাড়াই) কখনও কখনও "সংকর" হিসাবেও ডাকা হয়। পৌরাণিক কাহিনী গুলোতে সংকর মানুষের অস্তিত্ব পাওয়া যায়। উদাহরণস্বরূপ, নিয়ান্ডারথালস এবং শারীরিকভাবে আধুনিক মানবেরা প্রায় ৪0,000 বছর আগে আন্তঃপ্রজনন করেছে বলে ধারণা করা হয়।
 
মানব সংস্কৃতিতে মিনোটোরে মত পৌরাণিক সংকরগুলোকে বিচিত্র আকারে দেখা যায়, যেমনঃ , প্রাণী, মানুষ এবং পৌরাণিক জন্তুর সংমিশ্রণ যেমন শতেনর এবং স্ফিংক্স। এবং বাইবেলে বর্নিত আপোক্রিফার নেফিলিম যাকে স্বর্গীয় দূত ও সুন্দরী মহিলাদের মিলনের মাধ্যমে জন্ম নেয়া দুষ্টপুত্র হিসাবে বর্ণনা করা হয়েছে।
 
== বুৎপত্তিগত অর্থ ==
[[চিত্র:Liger.jpg|থাম্ব|[[Liger|L]][[লাইগার]] (সিংহ ও বাঘিনীর সঙ্কর)]]
ইংরেজি হাইব্রিড শব্দটি এসেছে ল্যাতিন হাইব্রিডা শব্দ থেকে। যদিও উনিশ শতকের দিকে ইংরেজি ভাষায় হাইব্রিড শব্দটি জনপ্রিয়তা পেতে থাকে, ১৭ শতকের শুরুর দিকেও এই শব্দের ব্যবহার দেখতে পাওয়া যায়।<ref>{{cite dictionary|url=http://www.etymonline.com/index.php?term=hybrid|title=Hybrid|dictionary=Online Etymology Dictionary|accessdate=28 June 2017}}</ref> সাধারণত ইংরেজি ভাষায়, দুইটি শব্দের যুগ্মমিলন ঘটিয়ে সঙ্কর জীবের নামকরণ করা হয়। উদাহরণস্বরূপঃ ইংরেজিতে টাইগার ও লায়নের যুগ্মমিলন ঘটয়ে সঙ্কর জীব লাইগার নামকরণ করা হয়েছে।<ref>"When the sire is a lion the result is termed a Liger, whilst the converse is a Tigon." Edward George Boulenger, ''World natural history'', B. T. Batsford ltd., 1937, p. 40</ref>
 
== বিভিন্ন শাখায় সংকরায়ন ==
৩২ ⟶ ৩৬ নং লাইন:
'''প্রজনন বিচ্ছিন্নকরণের প্রক্রিয়া'''
 
আন্ত-নির্দিষ্ট সংকর সাধারণত দুটি আলাদা প্রজাতির সঙ্গমের মাধ্যমে জন্ম নেয়, সাধারণত একই বংশের মধ্যে থেকে। এভাবে জন্ম নেয়া সংকরগুলির মধ্যে বংশের উভয়ের পিতামাতার বৈশিষ্ট্য এবং অন্যান্য গুণাবলী প্রকাশ পায়। এগুলো প্রায়শই নির্বীজ হয়, যা প্রজাতির মধ্যে জিন প্রবাহকে বাধা দেয়। নির্বীজতা প্রায়শই দুটি প্রজাতির মধ্যে ক্রোমোজমের বিভিন্ন সংখ্যার জন্য হয়। উদাহরণস্বরূপ, গাধাতে ৬২ টি ক্রোমোজোম থাকে, ঘোড়াতে ৬৪ টি ক্রোমোজোম থাকে কিন্তু এদের সংকর খচ্চরে ৬৩ টি ক্রোমোজোম রয়েছে। খচ্চর, হিন্নিজ এবং অন্যান্য সাধারণভাবে নির্বীজ আন্ত-নির্দিষ্ট সংকরগুলো টেকসই গেমেট তৈরি করতে পারে না, কারণ ক্রোমোজোম কাঠামোর মধ্যে পার্থক্যগুলি মায়োসিসের সময় যথাযথ জুটি এবং পৃথকীকরণকে প্রতিরোধ করে, মায়োসিস ব্যাহত হয় এবং টেকসই শুক্রাণু এবং ডিম গঠিত হয় না। যাইহোক, মহিলা খচ্চরগুলিকে পুরুষ গাধার সাথে প্রজনন করানো যায়।
 
বিভিন্ন ধরনের প্রক্রিয়া সংকরনের সাফল্যকে সীমাবদ্ধ করে, বেশিরভাগ প্রজাতির মধ্যে বড় ধরনের জিনগত পার্থক্য সহ। বাধাগুলির মধ্যে রূপক পার্থক্য, উর্বরতার বিভিন্ন সময়, সঙ্গমের আচরণ ও সংকেত এবং শুক্রাণু কোষের শারীরবৃত্তীয় প্রত্যাখ্যান বা বিকাশযুক্ত ভ্রূণ অন্তর্ভুক্ত রয়েছে। কেউ কেউ নিষেকের আগে কাজ করে; অন্যরা পরে। উদ্ভিদের ক্ষেত্রে, সংকরকরণের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাগুলি যেগুলো ফুল ফোটার সময়ের পার্থক্যর জন্য ঘটে, বিভিন্ন পরাগরেণ্যবাহী ভেক্টর, পরাগ টিউব বৃদ্ধির বাধা, সোমটোপ্লাস্টিক স্টেরিলিটি, সাইটোপ্লাজমিক-জেনিক পুরুষ স্টেরিলিটি এবং ক্রোমোজমের কাঠামোগত পার্থক্যর জন্যও হয়।
== বুৎপত্তিগত অর্থ ==
[[চিত্র:Liger.jpg|থাম্ব|[[Liger|L]][[লাইগার]] (সিংহ ও বাঘিনীর সঙ্কর)]]
ইংরেজি হাইব্রিড শব্দটি এসেছে ল্যাতিন হাইব্রিডা শব্দ থেকে। যদিও উনিশ শতকের দিকে ইংরেজি ভাষায় হাইব্রিড শব্দটি জনপ্রিয়তা পেতে থাকে, ১৭ শতকের শুরুর দিকেও এই শব্দের ব্যবহার দেখতে পাওয়া যায়।<ref>{{cite dictionary|url=http://www.etymonline.com/index.php?term=hybrid|title=Hybrid|dictionary=Online Etymology Dictionary|accessdate=28 June 2017}}</ref> সাধারণত ইংরেজি ভাষায়, দুইটি শব্দের যুগ্মমিলন ঘটিয়ে সঙ্কর জীবের নামকরণ করা হয়। উদাহরণস্বরূপঃ ইংরেজিতে টাইগার ও লায়নের যুগ্মমিলন ঘটয়ে সঙ্কর জীব লাইগার নামকরণ করা হয়েছে।<ref>"When the sire is a lion the result is termed a Liger, whilst the converse is a Tigon." Edward George Boulenger, ''World natural history'', B. T. Batsford ltd., 1937, p. 40</ref>
 
== মানুষের প্রভাব ==