৩২,০৬৭টি
সম্পাদনা
Aishik Rehman (আলোচনা | অবদান) অ (বানান ও অন্যান্য সংশোধন, বানান সংশোধন: , → , (3), ) → ) (2) অউব্রা ব্যবহার করে) |
|||
== আগামেমননের হত্যা ==
[[চিত্র:Orestes_Elektra_Hermes_Louvre_K544.jpg|থাম্ব|345x345পিক্সেল|Orestes, Electra and [[হার্মিস|Hermes]] at the tomb of Agamemnon, lucanian red-figure pelike, c. 380–370 BC, [[ল্যুভ্র সংগ্রহালয়|Louvre]] (K 544)]]
ক্লাইমেনেস্ত্রা এবং আয়গিস্থোস যখন ট্রোজান যুদ্ধ হতে সদ্য আগত আগামেমননকে হত্যা করে তখন ইলেক্ট্রা মাইসিনিয়াতে উপস্থিত ছিলেন না। ক্লাইমেনেস্ত্রা তার স্বামীর প্রতি ক্রুদ্ধ ছিলেন কেননা আগামেমনন তাদের জ্যেষ্ঠ কন্যা [[ইফিজিনিয়া]]<nowiki/>কে দেবী [[আর্তেমিস|আর্টেমিসে]]<nowiki/>র কাছে উৎসর্গ করেন যাতে তিনি ট্রোজান যুদ্ধে যুদ্ধজাহাজ নির্বিঘ্নে পাঠাতে পারেন। যখন তিনি তার যুদ্ধ বন্দিনী কাসান্দ্রাকে এবং তাদের দুই যমজ পুত্র সন্তান নিয়ে দেশে ফিরে আসেন তখন ক্লাইমেনেস্ত্রা এবং আয়গিস্থোস অথবা দুজনের যে কোন একজন আগামেমননকে হত্যা করেন সাথে কাসান্দ্রাকেও। আট বছর পর ওরেস্তেস এথেন্স থেকে ইলেক্ট্রাকে দেশে নিয়ে আসে। (অডিসি,iii. ৩০৬; X. ৫৪২
পিন্দারের (পাইথিয়া, xi. ২৫
== ক্লাইমেনেস্ত্রার হত্যা ==
ইস্কিলুসের মতে ওরেস্তেস আগামেমননের সৌধের সামনে ইলেক্ট্রার চেহারা দেখতে পান, যেখানে তারা উভয়ই মৃতের প্রতি কর্তব্য পালন করতে গিয়েছিলেন। উভয়ের পরিচয় হওয়ার পর তারা পরিকল্পনা করা শুরু করে কীভাবে ওরেস্তেস তাদের পিতৃহত্যার প্রতিশোধ নেবে। পরবর্তীতে ওরেস্তেস তার বন্ধু [[পাইলাদেস]], রাজা স্ত্রোফিয়াস এবং আনাক্সিবিয়ার পুত্র, এর সাথে মিলে ক্লাইমেনেস্ত্রা এবং আয়গিস্থোসকে হত্যা করে। কিছু কিছু গল্পের মাধ্যমে জানা যায় ইলেক্ট্রাও এতে সাহায্য করে।
মৃত্যুর আগমুহূর্তে ক্লাইমেনেস্ত্রা ওরেস্তেসকে অভিশাপ দিয়ে যান।এরিনাইরা অথবা ফিউরিরা
''[[ইফিজিনিয়া ইন তাউরিস]]'' -এ ইউরিপিদেস কাহিনীটি অন্যভাবে বলেছেন। তার মতে ফিউরিরা ওরেস্তেসকে তাড়া করে নিয়ে গিয়েছিল তাউরিসে, কৃষ্ণ সাগরের উপর দিয়ে, যেখানে তার বোন [[ইফিজিনিয়া]]<nowiki/>কে রাখা হয়েছিল। তাদের দেখা হয় যখন ওরেস্তেস এবং পাইলাদেসকে ইফিজিনিয়ার কাছে নিয়ে আসা হয় [[আর্তেমিস|আর্টেমিসে]]<nowiki/>র কাছে উৎসর্গিত হওয়ার জন্য প্রস্তুত হতে। ইফিজিনিয়া, ওরেস্তেস এবং পাইলাদেস তাউরিস থেকে পালিয়ে আসেন। ভাই-বোনের পুনর্মিলন দেখে সন্তুষ্ট হয়ে ফিউরিরা শান্ত হন এবং তাদের শাস্তি বর্জন করেন। ইলেক্ট্রা পরে পাইলাদেসের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন।
* জ্যঁ গিরাডোক্স এর ইলেক্ট্রা (১৯৩৭)
* জ্যঁ-পল সার্ত্র্ এর দ্য ফ্লাইস (১৯৪৩)। এখানে ইলেক্ট্রার কাহিনীর আধুনিকায়ন ঘটেছে এর সাথে অস্তিত্ববাদের মিশ্রণ ঘটিয়ে।
* ইজরা পাউন্ড এবং রুড ফ্লেমিং এর নাটক ইলেক্ট্রা (সূচনা ১৯৪৯
* মারগেরিতে জুরসেনার ইলেক্ট্রা বা দ্য ড্রপিং মাস্কস (১৯৫৪)
* দানিলো কিস এর ইলেক্ট্রা (১৯৯৫)
* মিকিস থিওডোরাকিস এর ইলেক্ট্রা।
* মারভিন ডেভিড লেভীর ''মোর্নিং বিকামস ইলেক্ট্রা ।''
* [[ভোল্ফগাংক্ আমাডেয়ুস মোৎসার্ট]] এর [[ইডোমেনিও]]
পরবর্তীতে ইলেক্ট্রা ফাইদেলস কে বিয়ে করেন।
|
সম্পাদনা