বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মেন্টরশিপ মডিউলের প্রশ্ন
১৯৯ নং লাইন:
 
VAIYA , AMI PROTIJOGITAI ONSOGROHON KORBO KIVABE ??? --[[ব্যবহারকারী:মোঃ সিয়াম আহমাদ (রাজ)|মোঃ সিয়াম আহমাদ (রাজ)]] ([[ব্যবহারকারী আলাপ:মোঃ সিয়াম আহমাদ (রাজ)|আলাপ]]) ১১:২৬, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)
:আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথমে [[উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/অংশগ্রহণকারী]] পাতাতে গিয়ে ‘নাম যোগ করতে এখানে ক্লিক করুন’ বোতামে চাপুন (তার পূর্বে লগ-ইন করে নিতে ভুলবেন না)। এরপর একটি লেখার বাক্স আসবে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে না। নিচের দিকে দেখবেন ‘পরিবর্তন প্রকাশ করুন’ নামে একটি বোতাম আছে, সেখানে চাপলে আপনার নাম অংশগ্রহণকারী হিসেবে যুক্ত হয়ে যাবে। এরপর, [[উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/নিবন্ধ তালিকা]] পাতাতে গিয়ে দেখুন কোন নিবন্ধটি নিয়ে কাজ করতে চান। এখানে দেখবেন, কোন নিবন্ধ নিয়ে কে কাজ করছেন সেটা লেখা আছে। যে নিবন্ধ নিয়ে কেউ কাজ করছেন না এমন একটি নিবন্ধ নির্বাচন করুন। যে নিবন্ধটি নির্বাচন করেছেন এবং সেটি যে অনুচ্ছেদে আছে তারপাশে ‘সম্পাদনা’ বা ‘উৎস সম্পাদনা’ নামে একটি বোতাম দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন এবং একটি লেখার বাক্স উন্মুক্ত হবে। সেখানে দেখবেন আপনার পছন্দের নিবন্ধটির নামের বাংলা নামের পাশে ইংরেজি নাম আছে এবং এরপর || চিহ্ন আছে। এই চিহ্নের পরে <code><nowiki>~~~~</nowiki></code> চারটি চিহ্ন কপি করে বসিয়ে দিন এবং বক্সের নিচের ‘পরিবর্তন প্রকাশ করুন’ বোতামে চেপে সেটি প্রকাশ করুন। এবার অনুচ্ছেদটিতে দেখবেন উক্ত নিবন্ধের পাশে আপনার নাম যুক্ত হয়ে গেছে। এবার নিবন্ধটি ইংরেজি থেকে অনুবাদ কিভাবে করবেন তা [[উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/কীভাবে অনুবাদ করবেন]] এখানে পাবেন। এরপর অনুবাদ শেষ হলে জমা দিয়ে দিন। কাজ শেষ। এছাড়া প্রতিযোগিতা নিয়ে আরও প্রশ্ন থাকলে [[উইকিপিডিয়া আলোচনা:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১]] করতে পারেন, সেক্ষেত্রে আমি অনলাইনে না থাকলেও অন্য কেউ উত্তর দিতে পারবেন। ধন্যবাদ।'''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৬:২৯, ২০ মার্চ ২০২১ (ইউটিসি)