রেনেসাঁ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনুবাদ, রচনাশৈলী, হালনাগাদ করা হল
হালনাগাদ করা হল
৯ নং লাইন:
 
== '''রেনেসাঁর সূত্রপাত:'''  ==
রেনেসাঁ ফরাসি শব্দ। এর অর্থ হলো পুনর্জন্ম বা পুনর্জাগরণ।  ইউরোপে মধ্যযুগীয় কুসংস্কারাচ্ছন্ন মানুষের বুদ্ধিবৃত্তি শোচনীয় অবস্থায় পৌঁছায়। যার ফলে কুসংস্কার, অজ্ঞতা, বিবেকহীনতার সৃষ্টি হয় এবং স্বাধীন ও মুক্তচিন্তার দ্বার রুদ্ধ হয়। ফলে ব্যক্তি মানসিকতার বিকাশ ব্যহত হয়। তাদের মধ্যে সুষ্ঠ চিন্তা-চেতনা, দূর্বার অনুসন্ধিৎসা ও অবারিত জ্ঞানের দ্বার না থাকায় ব্যক্তি মনের প্রকৃত বিকাশ অসম্ভব হয়। এ দুর্বিসহঃ অবস্থা থেকে মুক্তি লাভের জন্যই রেনেসাঁর সূত্রপাত হয়। আর এই রেনেসাঁ বলতে বুঝি অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ থেকে উদ্ধার প্রাপ্তি।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বিশ্বসভ্যতা ও শিল্পকলা|শেষাংশ=আলম|প্রথমাংশ=ড. রফিকুল}}</ref>
 
== '''ইতালিতে রেনেসাঁ সংঘটিত হওয়ার কারণ:''' ==
৪০ নং লাইন:
'''৭. বিভিন্ন জাতির মিলন ক্ষেত্র হওয়ার প্রভাব:'''
 
রোমান সাম্রাজ্য ধ্বংসের সময় (৪৭৬) হতে ইতালি গথ, [[লোম্বারদিয়া|লোম্বার্ড]], ফ্রাঙ্ক, সারমেন, [[নর্মান জাতি|নর্মান]][[জার্মানি|জার্মান]] প্রভৃতি জাতির মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল। এই সূত্রে রোমান, বাইজান্টাইন, আরব, জার্মান প্রভৃতি বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার যোগাযোগের ফলে ইতালিতে এক নব চেতনা ও সংস্কৃতির ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছিল।
 
'''৮. ধর্ম নিরপেক্ষ শিক্ষাদান:'''
৪৮ নং লাইন:
'''৯. রোমান সভ্যতার চিহ্ন:'''
 
রেনেসাঁ শুরু হওয়ার পর এর গতি এবং ব্যাপ্ততাকে সাহায্য করবার মত প্রাচীন সভ্যতা, সাহিত্য, শিল্প প্রভৃতির চিহ্ন ইতালিতে যথেষ্ঠ ছিল। ইতালির প্রায় সর্বত্রই [[ভাস্কর্য|ভাষ্কর্য]], [[স্থাপত্য]], [[শিল্পকলা|শিল্পকলার]] চিহ্ন ছিল।
 
'''১০. টাইপ মেশিন ও মুদ্রণযন্ত্রের আবিষ্কার:'''
 
পঞ্চদশ শতাব্দীর শেষভাগে ইউরোপে মুদ্রণযন্ত্রের ব্যবহার শুরু হলে সাহিত্য ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা হয়। [[ইয়োহানেস গুটেনবের্গ|গুটেন বার্গের]] আবিষ্কার দ্বারা ১৪৫৪-৫৬ খ্রিষ্টাব্দের ল্যাটিন ভাষায় বাইবেল ছাপানো হয়। মুদ্রণযন্ত্রের আবিষ্কার ছিল রেনেসাঁ বিস্তারে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা। ছাপাখানা স্থাপিত হবার ফলে প্রচুর পরিমাণে পুস্তক ছাপা হওয়ার ফলে সকলেই পড়াশোনা করার সুযোগ পায়। বই পুস্তক অধ্যয়নের ফলে অন্ধকারাচ্ছন্ন মানুষের মধ্যে নবচেতনার জন্ম হয়।
 
'''১১. রেনেসাঁ যুগের চিত্রশিল্পীর প্রভাব:'''
 
এ সময়ে শিল্পকলায় [[জোত্তো দি বন্দোনে|জত্তো]], মেসাচ্চিও, দোনাতেল্লো, জ্যান-ভ্যান আইক, ব্রæনেলেস্কিব্রুনেলেস্কি, মিকেল এঞ্জলো, লিওনার্দো দা ভিঞ্চি, রাফয়েল, গিবার্টি প্রমুখ শিল্পীর আবির্ভাব ঘটে। এঁদের মধ্যে জত্তো চিত্রকলায় ত্রিমাত্রিকতার সৃষ্টি করেন, ব্রæনেলেস্কিব্রুনেলেস্কি পরিপ্রেক্ষিত আর জ্যান-ভ্যান আইক তেল রং আবিষ্কারের ফলে চিত্রকলা এগিয়ে যায় অনন্য উচ্চতায়। এই সময়ের শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ছিল একাধারে চিত্রশিল্পী, স্থপতি, ভাষ্কর, কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও বৈজ্ঞানিক। তিনি ছিলেন রেনেসাঁসের প্রতীকি স্বরূপ। তাঁর আঁকা ‘মোনালিসা’‘[[মোনা লিসা|মোনালিসা]]’‘শেষ‘[[দ্য লাস্ট সাপার (লিওনার্দো দা ভিঞ্চি)|শেষ ভোজ’ভোজ]]’ শিল্পীদের কাছে আজও বিষ্ময়ের বস্তু। রাফায়েলের ‘এঞ্জেল’ ও মিকেল এ্যাঞ্জেলোর ‘শেষ বিচার’ চিত্রগুলো শিল্পীদের অমূল্য সম্পদ।
 
'''১২. রেনেসাঁ যুগের বিজ্ঞান:'''
 
[[নিকোলাউস কোপার্নিকাস|কোপার্নিকাস]] ছিলেন রেনেসাঁ যুগের বিজ্ঞানী। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এই সত্য তিনিই আবিষ্কার করেছিলেন। এই যুগে [[গ্যালিলিও গ্যালিলেই|গ্যালিলিও]] সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্র ও দোলক এবং [[আইজাক নিউটন|স্যার আইজাক নিউটন]] তার বিখ্যাত ‘মহাকর্ষ নীতি’ আবিষ্কার করার মাধ্যমে জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তর আনয়ন করেন।
 
== রেনেসাঁর কয়েকজন চিত্রশিল্পী: ==