রূপান্তরিত শিলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৮ নং লাইন:
রূপান্তরিত শিলা পৃথিবীর ভূত্বকের একটি বড় অংশ তথা ১২% গঠন করে। <ref name="Wilkinson2008">{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Global geologic maps are tectonic speedometers – Rates of rock cycling from area-age frequencies|শেষাংশ=Wilkinson|প্রথমাংশ=Bruce H.|শেষাংশ২=McElroy|প্রথমাংশ২=Brandon J.|বছর=2008|পাতাসমূহ=760–79|doi=10.1130/B26457.1}}</ref> প্রোটোলিথ, রাসায়নিক এবং [[খনিজ]] রূপ এবং গঠনবিন্যাস অনুসারে রূপান্তরিত শিলাকে শ্রেণিবদ্ধ করা হয়। সাধারণ শিলা মাটির গভীরে চাপা পড়ে উচ্চ তাপ ও উপরের রক স্তরের কারণে সৃষ্ট উচ্চ চাপের প্রভাবে গঠিত হতে পারে। এছাড়াও মহাদেশীয় সংঘর্ষের মতো [[ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব|টেকটোনিক পাত সংস্থান প্রক্রিয়ায়]] সৃষ্ট অনুভূমিক চাপ, ঘর্ষণ এবং বিকৃতির মাধ্যমেও রূপান্তরিত শিলা গঠিত হতে পারে। পৃথিবীর অভ্যন্তর থেকে বের হওয়া [[ম্যাগমা]] নামক উত্তপ্ত গলিত শিলা প্রবেশের ফলে কোন শিলা উত্তপ্ত হয়ে গেলে স্থানীয়ভাবে রূপান্তরিত শিলা তৈরি হতে পারে। রূপান্তরিত শিলা সম্পর্কিত অধ্যয়ন (বর্তমানে ক্ষয় ও উত্থানের পরে পৃথিবীর পৃষ্ঠে যা প্রকাশিত হয়েছে) পৃথিবীর ভূত্বকের অভ্যন্তরে গভীরতাতে যে তাপমাত্রা এবং চাপ দেখা দেয় সে সম্পর্কে তথ্য সরবরাহ করে।
 
রূপান্তরিত শিলাগুলোর কয়েকটি উদাহরণ হল জিনেস, [[স্লেট]], মার্বেল, স্কিস্ট এবং [[কোয়ার্টজাইট]]। স্লেটও [[কোয়ার্টজাইট]] টাইল ভবন নির্মাণে ব্যবহৃত হয়।<ref name="MII">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.mii.org/Minerals/photoquartzite.html|শিরোনাম=Quartzite|শেষাংশ=Powell|প্রথমাংশ=Darryl|প্রকাশক=Mineral Information Institute|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20090302072709/http://www.mii.org/Minerals/photoquartzite.html|আর্কাইভের-তারিখ=2009-03-02|ইউআরএল-অবস্থা=dead|সংগ্রহের-তারিখ=2009-09-09}}</ref><ref>Schunck, Eberhard, and Hans Jochen Oster. ''Roof Construction Manual Pitched Roofs''.. Basel: De Gruyter, 2003. 12. Print.</ref> মার্বেলও ভবন নির্মাণে<ref>Marble Institute of America pp. 223 Glossary</ref> এবং ভাস্কর্যে ব্যবহারের কারণে বেশ মূল্যবান। <ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://archive.org/details/bub_gb_7zKJOYkW0GsC|শিরোনাম=PROCEEDINGS 4th International Congress on "Science and Technology for the Safeguard of Cultural Heritage in the Mediterranean Basin" VOL. I|প্রকাশক=Angelo Ferrari|পাতা=[https://archive.org/details/bub_gb_7zKJOYkW0GsC/page/n411 371]|ভাষা=en|আইএসবিএন=9788896680315}}</ref> <u>অন্যদিকেতবে, স্কিস্টসমজাতীয় বেডরোকপদার্থের রূপান্তর [[পুরকৌশল|সিভিল(সমরাসায়নিক ইঞ্জিনিয়ারিংয়ের]]রূপান্তর) একটিছাড়াও চ্যালেঞ্জশিলার তৈরিরূপান্তর করতেঘটতে পারে।পারে, তারঅথবা দুর্বলতারমাত্র উজ্জ্বলকয়েক বিমানগুলোরশত কারণেমিটার জন্যগভীরতাতেও একটিএমন চ্যালেঞ্জরূপান্তর হতেঘটতে পারে।</u>পারে যেখানে চাপের পরিমাণ তুলনামূলক কম (উদাহরণ স্বরূপ শিলার স্পর্শ রূপান্তর)। <ref>{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Engineering properties of quartz mica schist|শেষাংশ=Zhang|প্রথমাংশ=Xiao-Ping|শেষাংশ২=Wong|প্রথমাংশ২=Louis Ngai Yuen|তারিখ=August 2011|পাতাসমূহ=135–149|doi=10.1016/j.enggeo.2011.04.020}}</ref>
 
== উৎস ==
১৫ নং লাইন:
পূর্বে বিদ্যমান কোন শিলা উচ্চ তাপমাত্রা ও চাপে ভৌত বা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা গঠিত হয়। অগ্রণী স্কটিশ প্রকৃতিবিদ জেমস হাটন সর্বপ্রথম রূপান্তরিত শিলা গঠনে উত্তাপের গুরুত্ব লক্ষ্য করেন। তাকে প্রায়ই আধুনিক ভূতত্ত্বের জনক বিবেচনা করা হয়। জেমস হাটন ১৯৭৫ সালে লিখেন স্কটিশ পার্বত্য অঞ্চলে বিছানো কিছু শিলা মূলত [[পাললিক শিলা]] ছিল। পরবর্তীতে প্রচণ্ড উত্তাপে এগুলো রূপান্তরিত শিলায় পরিণত হয়। {{Sfn|Yardley|1989}}
 
তিনি আরও অনুমান করেন, শিলার রূপ পরিবর্তনে চাপও গুরুত্বপূর্ণ। তার বন্ধু জেমস হল তার এই মতামতটি পরীক্ষা করে দেখেন। তিনি একটি কামানের ব্যারেল চকে ভর্তি করে অস্থায়ী চাপ তৈরি করে লোহার ফাউন্ড্রি চুল্লীতে উত্তপ্ত করেন। এক্ষেত্রে জেমস হল দেখতে পান মার্বেল সদৃশ একটি উপাদান তৈরি হয়েছে। অন্যদিকে উন্মুক্ত বায়ুতে চক উত্তপ্ত করা হলে সাধারণত [[ক্যালসিয়াম অক্সাইড|কুইকলাইম]] (ক্যালসিয়াম অক্সাইড) উত্পাদিত হয়। ফরাসি ভূতাত্ত্বিকগণ পরবর্তীকালে শিলার রূপান্তরে সহায়তা করে এমন প্রক্রিয়াগুলোর তালিকায় মেটাসোমাটিজম যোগ করেন। মেটাসোমাটিজম মানে হল মাটি চাপা পড়া পাথরের মাধ্যমে তরল পদার্থ সংবহন । ত<u>বেতবে, রূপান্তরটিসমজাতীয় ''মেটাসোমাটিজমপদার্থের রূপান্তর (আইসোকেমিক্যালসমরাসায়নিক রূপান্তর'' ) ছাড়াইছাড়াও বাশিলার রূপান্তর ঘটতে পারে, অথবা মাত্র কয়েকশকয়েক শত মিটার গভীরতায়গভীরতাতেও চাপএমন নিতেরূপান্তর ঘটতে পারে যেখানে চাপচাপের তুলনামূলকভাবেপরিমাণ তুলনামূলক কম (উদাহরণস্বরূপ,উদাহরণ ''যোগাযোগস্বরূপ রূপান্তর''শিলার )স্পর্শ in</u> {{Sfn|Yardley|1989}}রূপান্তর)।
 
TUE 8:20 AM
 
{{Sfn|Yardley|1989}}
 
রূপান্তর প্রক্রিয়া রূপান্তরিত শিলার [[খনিজ]] রূপ এবং গঠনবিন্যাস পরিবর্তন করে।