এমিলি গ্রিন বল্চ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা
১ নং লাইন:
'''এমিলি গ্রিন বল্চ্''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]]: Emily Greene Balch) ([[৮ই জানুয়ারি]], [[১৮৬৭]] - [[৯ই জানুয়ারি]], [[১৯৬১]]) ছিলেন একজন মার্কিন শিক্ষাবিদ, লেখিকা এবং শান্তিবাদী। Women's International League for Peace and Freedom (WILPF)-এর সাথে তাঁর কাজের সফলতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৪৬ সালে জন মট-এর সাথে সম্মিলিতভাবে শান্তিতে নোবেল পুরষ্কার পান।
 
এমিলির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের [[বোস্টন]] শহরের জ্যামাইকা প্লেইন পাড়ার এক বিত্তবান পরিবারে। ১৮৮৯ সালে [[ব্রিন মর কলেজ|ব্রিন মর কলেজের]] প্রথম স্নাতকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সমাজবিজ্ঞান ও অর্থনীতির উপরে পড়ালেখা করেন। শিক্ষাগত দিক দিয়ে সফল এমিলি ১৯৮৬ সালে ওয়েলেসলি কলেজের অর্থনীতি এবং সমাজবিজ্ঞান অনুষদে যোগদান করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে তিনি অনেক প্রচারাভিযান চালান এবং [[লিগ অভ নেশনস]] প্রতিষ্ঠায় সহায়তা করেন।