হুমায়ূন আহমেদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎জন্ম ও শৈশব: সম্প্রসারণ
→‎জন্ম ও শৈশব: সম্প্রসারণ
৬১ নং লাইন:
তার রচিত আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে জানা যায় যে ছোটকালে হুমায়ূন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান; ডাকনাম কাজল। তার পিতা (ফয়জুর রহমান) নিজের নামের সাথে মিল রেখে ছেলের নাম রাখেন শামসুর রহমান। পরবর্তীতে আবার তিনি নিজেই ছেলের নাম পরিবর্তন করে ‌''হুমায়ূন আহমেদ'' রাখেন। হুমায়ূন আহমেদের ভাষায়, তার পিতা ছেলে-মেয়েদের নাম পরিবর্তন করতে পছন্দ করতেন। তার ছোট ভাই [[মুহম্মদ জাফর ইকবাল|মুহম্মদ জাফর ইকবালের]] নাম আগে ছিল ''বাবুল'' এবং ছোটবোন সুফিয়ার নাম ছিল ''শেফালি''। ১৯৬২-৬৪ সালে [[চট্টগ্রাম|চট্টগ্রামে]] থাকাকালে হুমায়ুন আহমেদের নাম ছিল বাচ্চু।
 
তার দাদা আজিমুদ্দিন আহমেদের বাবার নাম জাঙ্গির মুনশি। জাঙ্গির মুনশির এলাকায় পীরসাহেব হিসেবে খ্যাতি ছিল। তার দাদার বাড়ি মৌলবিবাড়ি নামে পরিচিত ছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.goodreads.com/work/best_book/42817571|শিরোনাম=আমার ছেলেবেলা|ওয়েবসাইট=www.goodreads.com|সংগ্রহের-তারিখ=2021-03-16}}</ref> তার বড় মামা ফজলুল করিমের কাছ থেকে তিনি ছবি আঁকা শেখেন।
 
==== শিক্ষাজীবন ====