মেকং নদী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
Anupamdutta73 (আলোচনা | অবদান)
৮৭ নং লাইন:
তারপর মেকং চীন অতিক্রম করে [[মায়ানমার]] এবং লাওসের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর পর থেকে এটি দক্ষিণ-পশ্চিমে প্রবাহিত হয় এবং মায়ানমার, লাওস এবং থাইল্যান্ডের "ট্রাইপয়েন্ট"- এলাকায় প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্যন্ত মিয়ানমার এবং লাওসের সীমানা গঠন করে। এটি রুক নদী (যা থাই-মায়ানমার সীমানা অনুসরণ করে) এবং মেকং-এর মিলিতভাবে গঠন করে। এই "ট্রিপয়েন্ট" এলাকাটিকে কখনো কখনো [[সোনালী ত্রিভুজ (দক্ষিণপূর্ব এশিয়া)|"গোল্ডেন ট্রায়াঙ্গল"]] বলে অভিহিত করা হয়, যদিও এই শব্দটিও সেই তিনটি দেশের বৃহত্তর এলাকাকে বোঝায় যা ড্রাগ উৎপাদনকারী অঞ্চলের মত কুখ্যাত।
 
গোল্ডেন ট্রায়াঙ্গলের ট্রিপয়েন্ট থেকে মেকোংমেকং নদী দক্ষিণপূর্বকেদক্ষিণপূর্ব দিকে থাইল্যান্ডের সাথে লাওসের সীমানা গঠন করে।
 
==পরিবেশগত বিষয়==