কেলেচি ইহেয়ানাচো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান সংশোধন (By FindAndReplace)
বানান সংশোধন
৫৩ নং লাইন:
২০১৫ সালের জুলাইয়ে নতুন মৌসুমের প্রস্তুতির জন্য ম্যানচেস্টার সিটি [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ার]] খেলতে যায়, সেখানে সিনিয়র দলে ডাক পান<ref>http://www.mcfc.co.uk/News/Tour-2015/2015/Official-Manchester-City-Tour-2015-squad-list/1436520345</ref>। সেখানে ২০১৫ [[ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়েন্স কাপ|ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়েন্স কাপে]] রোমার বিপক্ষে ১ টি গোল দেন।
 
২০১৫ সালের ১০ আগস্ট কেলেচি প্রিমিয়ার লিগের ১ম ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন। সেই ম্যাচে ওয়েস্ট ব্রোমের বিপক্ষে বদলি খেলোয়ারখেলোয়াড় হিসেবে নামে, ম্যাচটি ৩-০ গোলে জয়লাভ করে ম্যানচেস্টার সিটি।<ref>Sanghera, Mandeep (10 August 2015). http://www.bbc.co.uk/sport/0/football/33754829 . Retrieved 26 August 2015.</ref> এর ১৯ দিন পর রাহিম স্টারর্লিং এর বদলে প্রথমবারের মত একাদশে জায়গা পায়, [[ইতিহাদ স্টেডিয়াম|ইতিহাদ স্টেডিয়ামে]] সেই ম্যাচে [[ওয়ার্টফোর্ট|ওয়ার্টফোর্টের]] বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে ম্যানচেস্টার সিটি। ১২ সেপ্টেম্বরে [[উইলফ্রেড বনি|উইলফ্রেড বনির]] বদলি হিসেবে নেমে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ মুহুর্তে দলের একমাত্র গোলটি করেন।
 
২০১৬ সালের জানুয়ারিতে [[এফএ কাপ|এফএ কাপে]]<nowiki/>র ৪র্থ পর্বে [[অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব|অ্যাস্টন ভিলা]] ম্যাচে কেলেচি তার প্রথম হ্যাট্রিক করেন। সেই মাসে [[সামির নাসরি|সামির নাসরির]] ইনজুরির কারণে [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ|উয়েফা চ্যাম্পিয়েন্স লিগে]] দলে সুযোগ পান।