প্রাকৃতিক পরিবেশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনুবাদ, সম্প্রসারণ
অনুবাদ, সম্প্রসারণ
৭৫ নং লাইন:
 
একটা পুকুর হল প্রাকৃতিক কিংবা মানুষে-বানানো [[জমা জল|স্থির জলের]] একটা [[জলের আকর|আকর]]; পুকুর সাধারণত [[হ্রদ]] অপেক্ষা ছোটো। একটা ব্যাপক মানুষে-বানানো জলাধারসমূহকে পুকুরের নানা রূপ দেওয়া হয়; যেমন, নান্দনিক অথবা সাজানো নকশা করা [[জলাশয় বাগান]], ব্যবসায়িক মাছ চাষের নকশা করা [[মাছ পুকুর]] এবং তাপীয় শক্তি সঞ্চয়ের নকশা করা [[সৌর পুকুর]]। [[গতির প্রবাহ|ধারার গতি]] থেকে পুকুর এবং হ্রদের পার্থক্য নির্ধারণ করা যায়। যখন প্রবাহের ধারা সহজেই বোঝা যায়, পুকুর ও হ্রদে তাপশক্তির দ্বারা এবং পরিমিত বায়ুতাড়িত ধারা থাকে। এই বৈশিষ্ট্যগুলো [[প্রবাহ পুকুর]] এবং [[ঢেউ পুকুর]] ইত্যাদি থেকে পুকুরকে আলাদা করে।
 
=== জলে মানুষের প্রভাব ===
 
মানুষ নানাভাবে জলের ওপর প্রভাব বিস্তার করে থাকে; যেমন, [[বাঁধ]] তৈরি ও [[খাল খনন]], [[নগরায়ন]] এবং [[অরণ্য ধ্বংস]]। হ্রদের জলতল, ভূগর্ভে জলের অবস্থা, জল দূষণ, তাপীয় দূষণ এবং সামুদ্রিক দূষণে এসবের প্রভাব পড়ে। মানুষ নদীগুলোতে সরাসরি খাল হেরফের করার মাধ্যমে পরিবর্তন ঘটায়।<ref name=Goudie>{{Cite book|title=The Human Impact on the Natural Environment|last=Goudie|first=Andrew|publisher=This MIT Press|year=2000|isbn=0-262-57138-2|location=Cambridge, Massachusetts|pages=[https://archive.org/details/humanimpactonn00goud/page/203 203–239]|url=https://archive.org/details/humanimpactonn00goud/page/203}}</ref>
 
== পরিবেশের শ্রেণীবিভাগ ==