দৃশ্যমান বর্ণালী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Aishik Rehman (আলোচনা | অবদান)
হীরক রাজা কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত। অনাকাঙ্ক্ষিত ভুল সংশোধনী এড়াতে সতর্কসংকেত ব্যবহার করা হয়েছে।
১ নং লাইন:
[[চিত্র:prisma.gif|thumb|[[প্রিজম (আলোকবিজ্ঞান)|প্রিজমের]] দ্বারা সাদা আলোকে দৃশ্যমান বর্ণালীতে বিভক্তকরণ।]]
 
'''দৃশ্যমান বর্ণালি''' বা '''দৃশ্য বর্ণালি''' বা '''আলোক বর্ণালি''' হচ্ছে [[তড়িচ্চুম্বকীয় বর্ণালী]]র সেই অংশ যা মানুষের চোখে দৃশ্যমান অর্থাৎ যা মানুষের [[চোখ]] চিহ্নিত করতে পারে। এই [[তরঙ্গ দৈর্ঘ্য|তরঙ্গ দৈর্ঘ্য সীমার]] তড়িচ্চুম্বকীয বিকিরণকে '''দৃশ্যমান আলো''' বা শুধু আলো বলে অভিহিত করা হয়। মানুষের চোখ ৩৮০ থেকে ৭৫০&nbsp;[[ন্যানোমিটার]] তরঙ্গ দৈর্ঘ্যে সাড়া দেয়<ref>{{বই উদ্ধৃতি | শিরোনাম = Biology: Concepts and Applications | লেখক = Cecie Starr | প্রকাশক = Thomson Brooks/Cole | বছর = 2005 | আইএসবিএন = 053446226X | ইউআরএল = http://books.google.com/books?id=RtSpGV_Pl_0C&pg=PA94&dq=380+750+visible+wavelengths&as_brr=3&ei=g7x0R5erIISOsgOtsLGeBw&ie=ISO-8859-1&sig=wJ7g0EcU-QUF29vfvl36YNg-FtU }}</ref>। [[কম্পাঙ্ক|কম্পাঙ্কে]] এই সীমা ৭৯০ [[হার্জ|টেরাহার্জ]] থেকে ৪০০ টেরাহার্জ পর্যন্ত বিস্তৃত। মানুষের চোখ সর্বোচ্চ প্রায় ৫৫৫ ন্যানোমিটার পর্যন্ত "দেখতে" পারে যা দৃশ্যমান বর্ণালির [[সবুজ]] রঙের এলাকায় অবস্থিত। অবশ্য মানুষের চোখ এবং মস্তিস্কমস্তিষ্ক আলাদা করে চিনতে পারে এমন অনেক রঙই দৃশ্যমান বর্ণালিতে নেই। উদাহরণস্বরূপ বলা যায় ঔজ্জ্বল্য পরিবর্তিত রঙ যেমন [[গোলাপী]] কিংবা মিশ্র রঙ [[ম্যাজেন্টা]] এই বর্ণালিতে অনুপস্থিত কারণ এই রঙগুলি একাধিক তরঙ্গদৈর্ঘ্যের মিশ্রণের ফলে সৃষ্টি হয়।
 
অনেক [[প্রজাতি]]র প্রাণির চোখ মানুষের চোখে দৃশ্যমান বর্নালী ছাড়া ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে সংবেদনশীল হয়। যেমন [[মৌমাছি]]র মত অনেক কীটপতঙ্গ [[অতিবেগুনী রশ্মি|অতিবেগুনী আলোতে]] দেখতে পায় যা [[ফুল|ফুলের]] মধু আহরণে তাদেরকে সহায়তা করে। পাখিরাও অতিবেগুনী আলোতে (৩০০-৪০০&nbsp;ন্যানোমিটার) দেখতে পায়। কিছু কিছু পাখির যৌন নির্ভর চিহ্ন শুধুমাত্র অতিবেগুনী আলোতে দেখা যায়<ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ=Cuthill|প্রথমাংশ=Innes C|coauthors=''et al.''|সম্পাদক=Peter J.B. Slater|শিরোনাম=Advances in the Study of Behavior|প্রকাশক=Academic Press|অবস্থান=Oxford, England|তারিখ=1997|খণ্ড=29|অধ্যায়=Ultraviolet vision in birds|পাতা=161|আইএসবিএন=978-0-12-004529-7}}</ref><ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ=Jamieson|প্রথমাংশ=Barrie G. M. |শিরোনাম=Reproductive Biology and Phylogeny of Birds|প্রকাশক=University of Virginia|অবস্থান=Charlottesville VA|তারিখ=2007|পাতা=128|আইএসবিএন=1578083869}}</ref>।