সিলেট রেলওয়ে স্টেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাবুজ্জামান-এর সম্পাদিত সংস্করণ হতে 103.230.106.26-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৩ নং লাইন:
'''সিলেট রেলওয়ে স্টেশন''' হচ্ছে [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[সিলেট জেলা|সিলেট জেলার]] [[সিলেট সদর উপজেলা|সিলেট সদর উপজেলায়]] অবস্থিত একটি [[রেলওয়ে স্টেশন]]।
 
==অবস্থান==
 
সিলেট রেলওয়ে স্টেশনটি [[এন২ (বাংলাদেশ)|সিলেট-ঢাকা মহাসড়ক]] এবং সিলেট বাইপাস সড়কের মধ্যখানে পড়েছে, ফলে চতুর্দিক থেকে সহজে স্টেশনে আসা যায়। এটি সিলেটের '''কদমতলি বাস টার্মিনালের''' পাশেই অবস্থিত, যেখান থেকে সারা দেশে বাসেও ভ্রমণ করা যায়। [[:বিষয়শ্রেণী:সিলেট জেলার দর্শনীয় স্থান|সিলেটের অন্যতম দর্শনীয়]] এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত [[সুরমা নদী]]র ওপর নির্মিত [[ক্বীন ব্রীজ]] থেকে এই স্টেশনটি প্রায় আধা কিলোমিটারের চেয়ে ও অনেক কম দূরত্বে অবস্থিত। পায়ে হেটে বা রিক্সায় মাত্র কয়েক মিনিটেই পৌছা যায়।
 
==ইতিহাস==
 
[[আসাম|আসামে]] চা রোপণকারীদের দাবির প্রেক্ষিতে ১৮৯১ সালে [[আসাম বেঙ্গল রেলওয়ে]] বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণের কাজ শুরু করে। ধীরে ধীরে এই অঞ্চলে রেল যোগাযোগ ছড়িয়ে পড়ে। কুলাউড়া–সিলেট রেলপথ ১৯১২–১৫ সালে উদ্বোধন করা হলে সিলেট রেলওয়ে স্টেশন চালু হয়। সিলেট–ছাতক বাজার রেলপথ ১৯৫৪ সালে প্রবর্তন করা হয়।