উইকিপিডিয়া:বাংলা ভাষায় স্পেনীয় শব্দের প্রতিবর্ণীকরণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
একটি নাম যোগ করলাম
Zaheen (আলোচনা | অবদান)
+ভূমিকা
১ নং লাইন:
[[স্পেনীয় ভাষা]] ({{অডিও|español.ogg|Español}} ''এস্পানিওল্‌'') [[ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবার|ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের]] [[রোমান্স ভাষাসমূহ|রোমান্স]] শাখার একটি [[ভাষা]]। বাকি সব রোমান্স ভাষার মত স্পেনীয় ভাষাও একটি প্রাকৃত লাতিন ভাষা থেকে উৎপত্তি লাভ করে; এই প্রাকৃত ভাষাটি আইবেরীয় উপদ্বীপে (বর্তমান স্পেনে) প্রচলিত ছিল। ১৬শ শতকে স্পেনীয় উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে এটি দুই আমেরিকা মহাদেশ, ফিলিপিন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটি প্রায় ৩৯ কোটি লোকের মাতৃভাষা, এবং সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪১ কোটি লোক এই ভাষায় কথা বলেন। এদের অধিকাংশই স্পেন ও দক্ষিণ আমেরিকায় বাস করেন। [[মেক্সিকো]] স্পেনীয়ভাষীর সংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ। তারপরেই আছে [[কলম্বিয়া]], [[স্পেন]], [[আর্জেন্টিনা]] ও [[মার্কিন যুক্তরাষ্ট্র]]।
==প্রতিবর্ণীকরণ সারণি==
 
==প্রতিবর্ণীকরণ সারণি==
স্পেনীয় ভাষার দুটোদুইটি সুপ্রচলিত শুদ্ধ উচ্চারণ আছে। স্পেনের উত্তরাঞ্চলে কাস্তিলীয় উপভাষাটি প্রচলিত, এবং স্পেনের দক্ষিণাঞ্চলে ও লাতিন আমেরিকায় আন্দালুসীয় উপভাষাটি প্রচলিত। নিচের তালিকায় যেখানে যেখানে এই দুটো উপভাষার উচ্চারণের মধ্যে পার্থক্য থাকে, এইসব স্থানে "কাঃ" (কাস্তিলীয়) এবং "আঃ" (আন্দালুসীয়) লেখা হয়েছে।
 
{| class="wikitable" cellpadding=4