সি.আই.ডি. (ভারতীয় টেলিভিশন ধারাবাহিক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইশতিয়াকআব্দুল্লাহ-এর সম্পাদিত সংস্করণ হতে IqbalHossain-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৫৩ নং লাইন:
| '''[[পূর্বী]]''' || সাব-ইন্সপেক্টর || [[আনশা সায়েদ]] || ২০১১- ২০১৮ || ‘সিআইডি’র কঠোর অফিসার পূরবী। আগে ছিলেন পুলিশ অফিসার কিন্তু পরে সিআইডি তে যোগ দেন। সাহসী অফিসার দের মধ্যে একজন। প্রতি পর্বে রোজগার করেন ৪০ হাজার টাকা।
|-
| '''[[শ্রেয়া]]''' || সাব-ইন্সপেক্টর || [[জাহ্নবী ছেদা]] || ২০১২-২০১৮ || ৮৪২ নং এপিসোড-এ(রাজ সার আউর হাত কা) সাব-ইন্সপেক্টর বিনীতের সাথে সিআইডি টিমে জয়েন করেন শ্রেয়া। প্রথমে তাদের দেখে এসিপি প্র্দ্যুমন ছাড়া কেউ-ই চিনতে পারেনি এবং ফ্রেডরিক্স বলেও দেন যে তারা প্রমানপ্রমাণ লোপাট করতে এসেছে।
|-
| '''[[রজত]]''' || সিনিয়র ইন্সপেক্টর || [[বিকাশ কুমার]] || ২০১২-২০১৮ || শ্রেয়া ও বিনীত এর আগের পর্বেই সিআইডি টিমে সিনিয়র ইন্সপেক্টর হিসেবে যোগ দেন রজত। সিআইডি-র কঠোর অফিসার দের মধ্যে অন্যতম। 'খুনি পানি' নামক এপিসোড-এ তিনি দলে যোগ দেন এবং খুব চালাকির সাথে অপরাধী কে ধরেন। মিথ্যা কথা শুনলে এনার মাথা এতটাই গরম হয়ে যায় যে নিজেকে সামলাতে পারেন না। তখন তিনি ইন্সপেক্টর দয়ার মত থাপ্পড় মারতে থাকেন অপরাধীদের।